শেহনাজ হুসেনের প্রোডাক্ট ব্যবহার করেন? তাহলে তো জানেনই দারুন কাজের। তবে আজ শেহনাজ হুসেনের প্রোডাক্ট নয়, কিছু ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করবো। যা ত্বকের হারিয়ে যাওয়া জেল্লাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে।
হলুদঃ
উপকরন:
- ১ চা চামচ কাঁচা হলুদ বাটা
- ৩ চা চামচ ময়দা
- ২ চা চামচ দুধ
কিভাবে ব্যবহার করবেন?
- কাঁচা হলুদ বাটা, ময়দা, দুধ ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।
- পেস্টটি ভালো করে মুখে ঘাড়ে মেখে নিন।
- ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন।
- ঠাণ্ডা জলে ভালো করে ধুয়ে নিন।
- সপ্তাহে তিনদিন করুন।
নারকেল তেলঃ
উপকরন:
- একদম খাঁটি নারকেল তেল
কিভাবে ব্যবহার করবেন?
- হালকা নারকেল তেল গরম করে ভালো করে মুখে ঘাড়ে মেখে নিন।
- ৫ মিনিট ভালো করে ম্যাসাজ করুন।
- রাতে ঘুমানোর আগে মেখে শুয়ে পড়ুন।
- সকালে উঠে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন প্রথমে, তারপর ফ্রেশওয়াস করে নিন।
- সপ্তাহে দুবার করে করুন।
বেকিং সোডাঃ
উপকরনঃ
- ১ চা চামচ বেকিং সোডা
- ১ চা চামচ ভার্জিন অলিভ অয়েল
- হাফ চা চামচ মধু
কিভাবে ব্যবহার করবেন?
- বেকিং সোডা, ভার্জিন অলিভ অয়েল, মধু ভালো করে মিশিয়ে নিন।
- ভালো করে মুখে ঘাড়ে মেখে নিন।
- ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন।
- ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ক্রিম লাগিয়ে নিন।
- সপ্তাহে দুবার করে করুন।
Sushmita Bhowmick Banerjee
I want srub and tonerfor sensitive skin
DusBus Staff
প্রোডাক্ট না ঘরোয়া উপায় প্রয়োজন আপনার? জানালে সুবিধা হয়, বলতে।