সেমি-ট্রান্সপারেন্ট ব্লাউজ নানা অনুষ্ঠানে মধ্যে পড়তে চান? কিন্তু ডিজাইন নিয়ে খুবই চিন্তায় আছেন! আজকের প্রতিবেদন তাহলে আপনারই জন্য। ২০টি সেমি-ট্রান্সপারেন্ট সুন্দর ডিজাইনের ব্লাউজ যেকোনো অনুষ্ঠানে পরলে আপনার থেকে কেউ চোখই ফেরাতে পারবে না। সেমি-ট্রান্সপারেন্ট বলতে মূলত নেট বা শিফনের তৈরি ব্লাউজ বোঝায়। এটা এখন বেশ ট্রেন্ডি কিন্তু।
১. সেমি-ট্রান্সপারেন্ট ব্ল্যাক ব্লাউজ ডিজাইন উইথ বাটন

যে কোনও সাধারণ ব্লাউজের ক্ষেত্রে আপনি এই ডিজাইন করতে পারেন। শুধু ব্লাউজের সঙ্গে মানানসই শিফন নেট আপনাকে জোগাড় করতে হবে।
২. কলার নেক ট্রান্সপারেন্ট ব্লাউজ ডিজাইন


কলার নেক থেকে মানে গলার থেকে শিফনের কাজ নিচের দিকে নামবে। পিছনে পিঠের দিকে কাজও কিন্তু বেশ আকর্ষণীয়।
৩. বোট নেক ট্রান্সলুসেন্ট ব্লাউজ ডিজাইন


এম্ব্রয়ডারি করা নেট ফ্যাব্রিক আজকের দিনে খুব সহজেই বাজারে পাওয়া যায়। তা দিয়েই এই ধরণের ব্লাউজ হয়ে যায়। গলার কাছটা গোল ডিজাইন হবে। আপনার দর্জিকে ছবি দেখালে তিনি করে দেবেন।
৪. লেস ওয়ার্ক ট্রান্সপারেন্ট ব্যাক ব্লাউজ ডিজাইন

সাধারণ শিফন বা জর্জেটের ব্লাউজে এই ডিজাইন করে দেখতে পারেন। এক লহমায় অনবদ্য দেখতে হবে।
৫. এম্ব্রয়ডার্ড ট্রান্সপারেন্ট ব্যাক ব্লাউজ

পিঠের দিকে ডিপ রাউন্ড কাট-উফ! ভারী কাজের কোনও শাড়ির সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে এই ধরণের ব্লাউজ।
৬. চোলি প্যাটার্ন ব্যাক ব্লাউজ ডিজাইন

যদি আপনি মডার্ন স্টাইলের ব্লাউজ পরতে চান তাহলে এই ব্লাউজ পরতে পারেন। ক্যারি করতে পারলে অনবদ্য।
৭. সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক ব্লাউজ ডিজাইন

এই ধরণের আকর্ষণীয় ব্যাক ডিজাইন ব্লাউজ ফ্যাব্রিক দিয়ে নেটের সাহায্যে বানিয়ে নিতে পারেন।
৮. ব্ল্যাক নেট ব্লাউজ ফ্রন্ট অ্যান্ড ব্যাক ডিজাইন


খুব ইউনিক এই ডিজাইন। ফ্লোরাল মোটিভের নেট আর সাধারণ ফ্যাব্রিক দিয়েই এই ব্লাউজ বানানো যায়।
৯. বক্স প্যাটার্ন ট্রান্সপারেন্ট ব্যাক ব্লাউজ ডিজাইন

পিঠের দিকে একটা সুন্দর বক্সের মতো ডিজাইন, আপনার লুক একদম বদলে দেবে।
১০. সেমি-ট্রান্সপারেন্ট ব্লাউজ উইথ পাফড স্লিভস

কালো ব্লাউজ তো এমনিতেই যে কোনও শাড়ির সঙ্গে ভাল যায়। আর এই ডিজাইনের ব্লাউজ কিন্তু আপনার সাদামাটা শাড়িকেও জমকালো করে তুলবে।
১১. হাই-নেক ট্রান্সপারেন্ট ব্লাউজ ডিজাইন

বোল্ড লুক চান? হাই নেকের এই ডিজাইন ছাড়া তা সম্ভবই নয়। একবার ট্রাই করুন।
১২. ট্রান্সপারেন্ট ব্লাউজ উইথ বেল স্লিভস

আপনার যদি পুরনো ট্রান্সপারেন্ট শাড়ি থাকে তাহলে ফেলবেন না। দর্জির কাছে দিয়ে এই ধরণের ব্লাউজ বানিয়ে নিন।
১৩. পেইসলি প্যাটার্ন ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইন

কটন ব্লাউজে এই ডিজাইন খুব ভাল যায়। কটন বেশি যারা পরেন তাঁদের জন্য এটি মাস্ট।
১৪. ফ্রন্ট ওপেন কাট ট্রান্সপারেন্ট ব্লাউজ ডিজাইন

সাধারণ ব্লাউজ ডিজাইন থেকে একটু হটকে স্টাইলের। হাই-নেক আর ট্রান্সপারেন্ট ব্লাউজের সুন্দর কম্বিনেশন। আর এটা কিন্তু বেশ বোল্ড লুকের।
১৫. পেন্টাগন স্টাইল ট্রান্সপারেন্ট ব্লাউজ ডিজাইন

শাড়ি আর লেহেঙ্গা, দুই রকম জিনিসের সঙ্গেই পরার মতো কমন ব্লাউজ চান? তাহলে এই ডিজাইন আপনার চাহিদা পূরণ করবে।
১৬. বোট নেক ট্রান্সপারেন্ট ব্লাউজ ডিজাইন

প্রিন্টেড শাড়ির সঙ্গে এই ধরণের ব্লাউজ জাস্ট ফাটাফাটি।
১৭. ইউনিক প্যাটার্ন ট্রান্সপারেন্ট ব্লাউজ ডিজাইন

সিম্পল শাড়ি এই ব্লাউজের সঙ্গে পরলে লাখ টাকার শাড়িও হার মেনে যাবে। সোনম কাপুরের থেকে এই ভাবে ব্লাউজ আর শাড়ি পরা শিখে নিন।
১৮. ক্রস প্যাটার্ন সেমি-ট্রান্সপারেন্ট নেক ব্লাউজ

এই ধরণের এলিগেন্ট গোল্ডেন ব্লাউজ লাল বা কালো শাড়ির সঙ্গে জমে যাবে।
১৯. ভি-শেপ ব্লাউজ ডিজাইন

ভি-শেপ খুব ট্রেন্ডি আর স্মার্ট। সাধারণ ব্লাউজের সঙ্গে নেট ব্যবহার করে এই ব্লাউজ তৈরি করে নিতে পারেন।
২০. রেড ট্রান্সপারেন্ট ব্লাউজ ডিজাইন

হাই-নেক ব্লাউজ ডিজাইনের মধ্যে বেশ কুল কিন্তু এটি।
আশা করছি এর মধ্যে সবকটিই আপনাদের ভাল লাগবে। তাড়াতাড়ি পছন্দ করুন আর দর্জির কাছে যান।
Very nice.