স্ক্যাল্প ইনফেকশন? খুশকির জ্বালায় ভুগছেন? আর শীতকাল আসতেও খুব বেশি দেরী নেই। তো বুঝেই গেছেন শীত আসা মানে সাথে মাথায় খুশকির উৎপাত বেড়ে যাওয়া।
সমাধান আছে আপনার হাতের কাছেই। শুধু তা নিয়মিত ব্যবহার করা শুরু করে দিন। দুটি ঘরোয়া তেল আপনার সমস্যার সমাধান। কি তেল? নীচে বিস্তারিত লিখলাম।
তুলসীর তেল
তুলসীর তেল ব্যবহার করুন ভেষজ তেল হিসাবে। এতে স্ক্যাল্প ভালো থাকে। স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা কমার সাথে সাথে এই তেল স্ক্যাল্প ইনফেকশন থেকে বাঁচিয়ে রাখে চুলকে। তার ফলে চুল থাকে হেলদি।
উপকরণ
এক বাটি তুলসী পাতার পেস্ট
নারকেল তেল ১০০ গ্রাম
মেথি ২৫ গ্রাম
একটু জল।
কি ভাবে বানাবেন
প্রথমে তুলসী পাতা ব্লেণ্ড করে নিন।
মেথি আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন।
তুলসী ব্লেণ্ড করে এবার এতে নারকেল মেশান।
তারপর এতে দিন ভেজানো নরম মেথি। তারপর একটু জল দিন।
এবার সবটা ভালো করে ফোটান। খুব ভালো ভাবে ফোটার পর, নামিয়ে নিন।
তেলটা ছেঁকে একটা আলাদা জায়গায় রাখুন। ব্যাস, রেডি আপনার তুলসীর তেল।
সপ্তাহে দু থেকে তিন দিন লাগান।
অনেকের তুলসীপাতা থেকে ঠাণ্ডা লেগে যাওয়ার ধাত থাকে। তাহলে নিচের তেলটি ব্যবহার করুন।
নিম ফলের তেল
উপকরণ
নিমের ফল ১ কিলো
জল
কি ভাবে বানাবেন
নিম ফলের দানাগুলো গুঁড়ো করে নিন। এবার এটা জলে ভিজিয়ে রাখুন।
জল কিন্তু বেশী করে দেবেন। ভিজিয়ে রেখে দিন প্রায় ৪৮ ঘণ্টা মত।
তারপর দেখবেন জলের ওপরে তেল ভাসবে।
এবার তেলটা আলাদা করে অন্য একটা পাত্রে রেখে দিন।
তৈরি আপনার নিম ফলের তেল।
রোজ স্নানের ১ ঘণ্টা আগে লাগান।
মন্তব্য করুন