শ্রাবণ মাস মহাদেবের সবচেয়ে প্রিয় মাস। বলা হয় এই মাসের প্রত্যেক সোমবার মন দিয়ে শিবের আরাধনা করলে মনবাঞ্ছা পূরণ হয়। নিয়ম মেনে তা করতে হয়। যেমন শিব ভক্তদের শ্রাবণ মাসে কিছু খাবার খেতে মানা করা হয়। তেমনই পোশাকের রঙ নিয়েও কিছু জিনিস মানতে বলা হয়।
কোন রঙের পোশাক পরা যাবে ও কেন?

- সবুজ রঙ মহাদেবের পছন্দের রঙ, ভোলানাথের ফেবারিট কালার। কারন, তিনি প্রকৃতির সারাল্য সবচেয়ে বেশি পছন্দ করেন। আর প্রকৃতির রঙ সবুজ।
- তাই বলা হয় যে, শ্রাবণ মাসে সবুজ রঙ পরা খুবই শুভ। শিবের পুজোর সময় মহিলারা সবুজ রঙের পোশাক, চুড়ি অবশ্যই পরে পুজো করবেন। মহাদেব প্রসন্ন হন এতে।
- সবুজ ছাড়া লাল, সাদা, হলুদ, নীল ও গেরুয়া রঙের পোশাক পরা যেতে পারে। অবশ্যই সুতির তৈরি কাপড় পরবেন।
- পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবী পরে পুজো করার কথা বলা হয়।
কোন রঙের পোশাক একদম পরবেন না এই সময়
- কালো রঙ মহাদেবের একেবারে পছন্দের নয়, তাই কালো রঙ দেখলে তিনি রেগে যান।
- পুজো করার সময় কালো রঙের পোশাক ভুলেও পরবেন না।
- শিব যেমন অল্পতে খুশি হন তেমনই জলদি রেগেও যান তাই তিনি রেগে গেলে অশুভ কিছু ঘটে যেতে পারে।
- সবচেয়ে ভালো এই মাসে যারা সোমবার করে শিবের ব্রত পালন করেন তারা কালো রঙ এই একটা মাস এড়িয়ে চলুন। কালো, ধূসর ডার্ক রঙের পোশাক না পরাই উচিত এই সময়।
- তাছাড়া কালো রঙকে অশুভর প্রতীক মানা হয় আমাদের হিন্দুধর্মে।
মন্তব্য করুন