শাড়ির সঙ্গে সঙ্গে চুলটাকেও মানানসই করে সাজাতে হবে। কারণ সঠিক হেয়ার স্টাইলের অভাবে পুরো সাজটাই নষ্ট হয়ে যায়। তাই দেখে নিন শাড়ির সঙ্গে মানানসই কিছু হেয়ার স্টাইল।
পেঁচানো খোঁপা
মাথার পেছনে দুটো পনিটেইল করুণ। এরপর এক একটা পনিটেইলকে দুভাগ করুণ। করে দুটো ভাগ পেঁচান একটা আরেকটার সঙ্গে। শেষে রবার ব্যান্ড লাগিয়ে দিন। তারপর ওই দুটো অংশ নিয়ে একটি আরেকটির সঙ্গে পেঁচিয়ে গোল করে লাগান। হেয়ার পিন দিয়ে শক্ত করে লাগিয়ে দিন। ধারে একপাশে একটা ফুলও লাগাতে পারেন ভালো লাগবে।
ফ্লোরাল ব্রাইড
প্রথমে মাথার পিছনে পনিটেইল করে নিন। পনিটেইলের দুদিকে একটু চুল ছেড়ে রাখুন। ওই পনিটেইলের সামনের একটু অংশ আলগা করুণ। এরপর ওই পনিটেইলের সামনের দিকের একটু চুল নিয়ে পেছন দিকে ঘুরিয়ে পেচিয়ে ওই আলগা অংশের ভেতর দিয়ে লাগান। তারপর সামনের ছাড়া অংশ গুলি একই ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লাগান। ওই আলগা অংশের ভেতর দিয়ে লাগান । তারপর পনিটেইলের একদম পেছনের অংশের চুল পেছন দিকে ঘুরিয়ে পেঁচিয়ে লাগান। হেয়ার পিন দিয়ে আটকে দিন।
ফ্লাওয়ার ব্রাইড
মাথার দুপাশে কিছু চুল ছেড়ে রাখুন। এবার পেছনের চুল নিয়ে দুটো বিনুনি করুন। বিনুনি একটু মোটা হলে ভালো লাগবে। কিন্তু চুল কম হলে বিনুনি করে বিনুনি গুলি একটু আলগা করে দিন। এবার একটা বিনুনির সঙ্গে আরেকটা বিনুনি পেঁচিয়ে গোল করে লাগান। এবার সামনের দুদিকের অংশের চুলে বিনুনি করে নিন। প্রথমে ডানদিকের বিনুনি গোল করে খোঁপার চারপাশে জড়ান। এরপর বামদিকেরটা লাগান। হেয়ার পিন দিয়ে লাগিয়ে দিন।
ফ্রেঞ্চ বেনি
শাড়ির সঙ্গে এরম একটি বেনি দারুন লাগে। এরজন্য মাথার সামনের কিছু চুলে ডানদিকে সিঁথি কেটে নিন। এবার মাথার সামনের ডানদিকের অংশের চুল নিয়ে বিনুনি করতে শুরু করুণ। এবার মাথার পেছনের অংশের চুল নিয়ে বিনুনি করুণ। মাথার সামনের দিকের বিনুনিটা ওই বিনুনির সঙ্গে জুড়ে দিন। বিনুনি যেন একসাইডে থাকে। এবার বিনুনিটা একটু আলগা করে ফুলিয়ে দিন ভালো লাগবে।
রোস বান
প্রথমে চুলের সামনের কিছু অংশ নিয়ে পনিটেইল করে নিন। এবার পনিটেইলটাকে দুটি অংশে ভাগ করুণ। একটি আরেকটির সঙ্গে পেঁচিয়ে লাগান। এবার ওই পেঁচানো অংশ গোল করে মাথায় লাগান। হেয়ার পিন দিয়ে লাগিয়ে নিন। লাগাবার পর চুল বাঁধার অংশ গুলো একটু আলগা করে ফুলিয়ে দিন। এমন ভাবে করবেন যেন ফুলের মত দেখতে হয়।
ফিশ টেইল
চুল ভালো করে আঁচড়ে নিন। তারপর মাথার সামনের দিকের মানে ওপরের দিকের অংশ থেকে বিনুনি শুরু করুন। বিনুনি পুরো নীচ অবধি যাবে। শেষে জাস্ট একটু খানি অংশ ছেড়ে রাখুন। বিনুনিটা একটু আলগা মত করে ফুলিয়ে নিন। ভালো লাগবে।
সিম্পল স্টাইল
প্রথমে পেছনের চুলকে দুঅংশে ভাগ করুণ। তারপর ছবি অনুযায়ী একটির সঙ্গে আরেকটি বাঁধুন। শক্ত করে বাধবেন। তারপর প্রথমে বামদিকের অংশ নিয়ে গোল করে লাগান। হেয়ার পিন দিয়ে দিন। এরপর ডানদিকের অংশ গোল করে লাগান। হেয়ার পিন দিয়ে আটকে দিন। তারপর পুরো খোঁপাটা হেয়ার পিন দিয়ে ভালো করে লাগিয়ে দিন। সিম্পল অথচ স্টাইলিশ।
মন্তব্য করুন