শাড়ি যেমন ভাবেই পড়া হোক না কেন,শাড়ির আঁচলটা যদি একটু অন্যরকম করে নেওয়া যায়, সে বিয়েবাড়ি হোক বা পার্টি, পুরো লুকটাই পাল্টে যায়।একটা আঁচলের স্টাইল পুরো লুকটাই বদলে দিতে পারে।তাই আজ রইল আঁচলের সেরমই কিছু অসাধারণ স্টাইল।
ফ্রন্ট স্টাইল পাল্লু
শাড়ির আঁচল একইভাবে সামনে গুজরাটি স্টাইলে না করে,সামনে করে এইভাবে পিনআপ করুন।প্রথমে সরু করে পিনআপ করুন।তারপর পেটের কাছে আঁচলকে ছড়িয়ে দিন।ছবি দেখে করুন।অসাধারণ একটা নিউ লুক।
বাটারফ্লাই পাল্লু স্টাইল
শাড়ি জর্জেটের হলে,এই রকম বাটারফ্লাই স্টাইলে আঁচল করে নিন।বেশ লাগবে।কাঁধের কাছে সরু করে পিনআপ করে,আঁচলকে ধীরে ধীরে কোমরের কাছে ছড়িয়ে দিন।শাড়িতে চওড়া পাড় থাকলে,বেশী ভালো লাগবে।
লো ওয়েস্ট পাল্লু
এটাও বেশ একটা লেটেস্ট স্টাইল।আঁচল কোমরে না গুজে,কোমর থেকে বেশ অনেকটা ঝুলিয়ে দিন।আর এক্ষেত্রে আঁচল খুব একটা বেশী সরু হবে না।বেশী সরু হলে ভালো লাগবে না।যে কোনো অনুষ্ঠান বা বিয়েবাড়িতে বেশ লাগবে কিন্তু স্টাইলটি।ট্রাই করে দেখতেই পারেন।
স্কার্ফ স্টাইল পাল্লু
আপনি কি খুব লেটেস্ট ট্রেণ্ড ফলো করেন?তাহলে এই স্টাইলটা আপনার জন্য একদম পারফেক্ট।যে কোনো পার্টিতে আঁচলটা করে নিন এই স্টাইলে।ব্যাস আপনার লেটেস্ট স্টাইলেই আঁটকে যাবে সবার চোখ।কিছুই না,জাস্ট আঁচল করে আঁচলকে গলা দিয়ে,স্কার্ফের মত জড়িয়ে নিন।
দুপাট্টা স্টাইল পাল্লু
বিয়েবাড়িতে একদম অন্যরকম স্টাইলে শাড়ি পড়তে চান?তাহলে আঁচলকে করে নিন এরম দুপাট্টা স্টাইলে,যেটা দেবে একদম অন্যরকম একটা লুক।বিয়েবাড়িতে কিন্তু স্টাইল কুইন হয়ে উঠতেই পারেন,এইভাবে আঁচল নিলে।
ট্র্যাডিশনাল ফ্রন্ট পাল্লু স্টাইল
বিয়েবাড়িতে করার জন্য এটাও একটা অসাধারণ স্টাইল।যারা সামনে আঁচল করবেন ভাবছেন বিয়েবাড়িতে,এইভাবে করে নিন।বেশ নিউ লুক। করাও সহজ।প্রথমে,আঁচল যেভাবে করেন ওইভাবেই ডানদিক থেকে বাঁদিকে নিয়ে আসুন।কিন্তু আঁচল বাঁ কাঁধে রাখবেন না।কাঁধের নীচ দিয়ে আঁচল নিয়ে যান কাঁধের পিছনে।পেছনে শাড়ির পিনআপ করে,এবার সামনে দিয়ে ডান কাঁধের ওপর ফেলে দিন।বেশ অন্যরকম একটা ট্র্যাডিশনাল লুক।
লেফট সাইড পাল্লু
বয়স অল্প হলে এটাও অসাধারণ একটা স্টাইল।নিজেকে খুব স্টাইলিশ লাগবে।করাও কিন্তু শক্ত নয়।আঁচল করা হয়ে গেলে,আঁচল না ঘুরিয়ে সামনে দিক দিয়েই বাঁ কাঁধের ওপর পিনআপ করে নিন।বেশ ইউনিক লাগবে।
তাহলে দেখলেন তো একটা শাড়ির আঁচলকে কত ইউনিক ভাবে নেওয়া যায় যেগুলো আপনার পুরো লুকটাই পাল্টে দিতে পারে।তাহলে বিয়েবাড়ি বা পার্টিতে যাবার আগে,বাড়িতে একবার ট্রাই করে দেখেই নিন আপনার পছন্দের স্টাইলটি।
মন্তব্য করুন