সপ্তমী মানেই প্যান্ডেল পরিক্রমা শুরু! সাথে শুরু সাজগোজ। স্পেশাল দিনে স্পেশাল না দেখতে লাগলে কি আর চলে! তাই সকাল সকাল করে নিন একটু রূপচর্চা। ৩০ মিনিট সময় দিন নিজেকে আর বিকেলের মধ্যে হয়ে উঠুন অনন্যা।
সহজ কয়েকটি জিনিস দিয়ে বানিয়ে নিন ফেস প্যাক আর ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে পান মাত্র এক ঘণ্টায়। ভাবছেন তো করবেন কি? নীচে লিখলাম বিস্তারিত।
সপ্তমী স্পেশাল ফেস প্যাক
মুখের যাবতীয় ময়লা দূর করে ত্বককে সতেজ করে তুলতে সাহায্য করবে এই ফেস প্যাকটি। ফেস প্যাক বানানোর প্রয়োজনীয় জিনিস ঘরেই পেয়ে যাবেন।
উপকরণ
বেসন হাফ বাটি
হলুদ ১ চা চামচ
দই ২ চা চামচ
মধু ২ চা চামচ
লেবুর রস ১ চামচ
কিভাবে ব্যবহার করবেন
বেসন, হলুদ, দই, মধু ও লেবুর রস একটি কাঁচের বাটিতে মেশান।
সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে পেস্টের মত বানিয়ে নিন।
৫ মিনিট ফ্রিজে নর্মাল রাখুন। এবার ভালো করে মুখে মাখুন হাত দিয়ে।
মাখার আগে মুখ ভালো করে ধুয়ে নেবেন। মুখে মেখা হালকা করে ১০ মিনিট ম্যাসাজ করুন।
প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
মুখের ময়লা দূর করতে প্যাকটি দারুন উপকারি।
রোজ এই প্যাকটি লাগাতে পারেন। তবে সপ্তমীর দিন মিস করবেন না।
মন্তব্য করুন