টেনিস বলতেই প্রথমে মাথায় আসে সানিয়া মির্জার নাম। এতদিন তিনি তার খেলা দিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন বারবার গোটা বিশ্বের দরবারে। অনুপ্রানিত করেছেন হাজার হাজার মেয়েকে। কীভাবে তার মতই সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা যায় সমস্ত প্রতিকূলতাকে জয় করে। এতদিন সবাই তাকে টেনিস কোর্টে দেখতেই অভ্যস্ত ছিল, কিন্তু এবার তাকে আমরা দেখতে চলেছি একদম অন্য ভূমিকায়। যে ভূমিকায় তাকে দেখার কথা ভাবাই যায় না।
সানিয়া মির্জা শুধু একজন বড় মাপের টেনিস তারকা নন। তিনি একজন সচেতন ভারতীয় নাগরিকও বটে। খেলার মাধ্যমে যেমন এতদিন দেশের মুখ উজ্জ্বল করেছেন, এবার তেমনি একদম অন্যভাবে তিনি নেমে পড়েছেন দেশের মানুষকে সচেতন করতে। আমরা তাকে দেখতে চলেছি ওয়েব দুনিয়ায়। তাহলে কি টেনিস কোর্ট ছেড়ে এখন ওয়েব সিরিজে? না নিছক অভিনয় করতে নয়, বরং দেশকে ভালোবেসে দেশের মানুষকে সচেতন করতেই তার এই উদ্যোগ।

ভয়াবহ এক রোগ সম্পর্কে সচেতন বার্তা মানুষকে
যক্ষ্মা বা টিবি একটি ভয়াবহ রোগ। লক্ষণ প্রথম দিকে তেমনভাবে প্রকাশ পায় না। তাই মানুষের মধ্যে সচেতনতা খুবই কম এই রোগ নিয়ে। প্রতি বছর আমাদের দেশে অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হন। কিন্তু সঠিক সচেতনতার অভাবে প্রথমদিকে তেমনভাবে চিকিৎসাও করান না কেউ কেউ। আর তারপর জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তাই এবার এই রোগ নিয়ে মানুষকে সচেতন করতে মাঠে নামলেন সানিয়া মির্জা।
কে কোন ভূমিকায়?
টিবি বা যক্ষ্মা রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে এম টিভির তরফে তৈরি হয়েছে এক বিশেষ ওয়েব সিরিজ। আর সেখানেই দেখা যাবে এই টেনিস তারকাকে। সিরিজটির নাম ‘এম টিভি প্রহিবিশন অ্যালন টুগেদার’। পাঁচ পর্বের এই সিরিজে দেখানো হবে, এক দম্পতি ভিকি ও মেঘা তাঁদের বিবাহিত জীবনের নানান সমস্যা।
বিশেষ করে হঠাৎ করে লকডাউন, করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে যক্ষ্মা আক্রান্তদের সমস্যা আরও কীভাবে বেড়ে গেছে। এই সময় এই রোগে আক্রান্তদের সমস্যা সংকুল জীবনের অনেকটাই দেখানো হবে এই সিরিজে। ভিকির ভূমিকায় অভিনয় করছেন সৈয়দ রাজা আহম্মেদ এবং মেঘার ভূমিকায় অভিনয় করছেন প্রিয়া চৌহান।
সানিয়া মির্জাকে কোন ভূমিকায় দেখা যাবে
এই সিরিজে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সানিয়া মির্জাকে। তিনি রয়েছেন নিজের ভূমিকাতেই। তিনি আলোচনা করবেন এইসময় এই ধরণের দম্পতিরা ঠিক ঠিক কি কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁদের জীবনের হাজারো সমস্যার কথা তুলে ধরবেন তিনি। এবং এই রোগ নিয়ে বিভিন্ন সচেতনতা মূলক বার্তা দেবেন তিনি।
সানিয়া জানান, আমাদের দেশে এই রোগে আক্রান্তদের অর্ধেকেরই বয়স ৩০ বছরের নীচে। করোনার কারণে এই রোগে আক্রান্তদের সমস্যা আরও বেড়েছে। তাই এই রোগ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা খুব দরকার। আর ঠিক সেই জন্যই এই ওয়েব সিরিজ। এম টিভি ইন্ডিয়া ও এম টিভি নিষেধের সোশ্যাল মিডিয়ার সাইটে দেখতে পাবেন এই সিরিজ।
মন্তব্য করুন