কে চায় বলুন, বয়স না হতেই নিজের প্রিয় চুলগুলো সাদা হয়ে যাক আর দেখতে বুড়ো বুড়ো লাগুক! তা চুল যখন সাদা হয়েই গেছে, পয়সা খরচ করে আপনি বিভিন্ন রঙ করতেই পারেন চুলগুলোতে। কিন্তু সেসব কেমিক্যাল মহাশয়েরসুবাদে চুল পড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, আরো বেশি পেকে যাওয়া ইত্যাদি ঝক্কিঝামেলাও কম নেই কিন্তু আগেই বলে রাখছি!
বয়স হওয়ার আগেই যদি আপনার চুল পাকার সমস্যা শুরু হয়ে থাকে, তাহলে আপনার সাদা চুলকে আগের মতোই কালো করে দেয়ার কিছু প্রাকৃতিক উপায় আপনাকে আমি শিখিয়ে দিতে পারি। তাহলে আসুন জেনে নেই কিভাবে আপনি সাদা চুলকে কালো করবেন সহজ ৫টি প্রাকৃতিক উপায়ে!
১. সাদা চুল কালো করবে আমলকি
নারিকেল তো চুলে নিয়মিত ব্যবহার করেন, তাই নয় কি! এবার একটু ভিন্নভাবে ব্যবহার করুন এই তেলটাই। একটা পাত্রে নারিকেল তেল ঢেলে নিয়ে দুটো আমলকি বা আমলকির গুঁড়ো দিয়ে দিন। এবার এটা চুলায় জ্বাল দিন বেশ কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে সেটি চুলে ব্যবহার করুন। এছাড়া এক টেবিল চামচ আমলকি বাটার সাথে পরিমাণমতো লেবুর রস মিশিয়ে হেয়ারপ্যাক তৈরি করে নিন। এটি চুলে ম্যাসাজ করুন ভালোভাবে। এই প্যাক সারারাত মাথায় রাখুন। পরেরদিন শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এই তেল আর হেয়ারপ্যাক নিয়মিত ব্যবহার করলে অল্পদিনেই আপনি আপনার চুলের পুরোনো রূপ ফিরে পাবেন।
২. পেঁয়াজ ও লেবুর রস ব্যবহার করুন
পেঁয়াজের ঝাঁঝে যতই চোখ জ্বালা করুক, আপনার সাদা চুলকে কালো করে দিতে কিন্তু এর জুড়ি নেই! গোটা একটা পেঁয়াজের রসের সাথে ২/৩ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিয়ে চুলের তালুতে লাগান। অন্তত আধঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩/৪ বার ব্যবহার করলে আপনার চুল কালো হয়ে উঠবে।
৩. তিল ও বাদামের তেলও চুল কালো করবে
তিলের তেল ও বাদামের তেল একসাথে মেশান। এই মিশ্রণ তেলটি ৫/৭ মিনিট গরম করুন। ঠান্ডা হয়ে গেলে কুসুম গরম তেলটা চুলের গোড়ায় লাগান ভালো করে। সারারাত এভাবে রেখে পরের দিন শ্যাম্পু করে ফেলুন। এই তেলও চুল কালো করতে সাহায্য করে।
৪. ব্যবহার করতে পারেন কারি পাতা
আজকাল বাজারে বা সুপার শপে সহজেই কারিপাতা খুঁজে পাবেন আপনি। রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি আপনার চুলকে কালো করতেও এর জুড়ি নেই। নারিকেল তেলের সাথে কিছু কারিপাতা নিয়ে জ্বাল দিন। ঠান্ডা হয়ে গেলে চুলে ম্যাসাজ করুন। আধঘন্টা রাখার পর শ্যাম্পু করুন। এটা সপ্তাহে দুইবার ব্যবহার করলে চুল কালো হয়ে যাবে।
৫. এবার ঘুম তাড়ানোর পাশাপাশি সাদা চুলও তাড়াবে ব্ল্যাক কফি
ঘুম তাড়িয়ে আপনাকে ফ্রেশ করে তোলার পাশাপাশি এবার আপনার সাদা চুলকে কালো করে তুলবে ব্ল্যাক কফি। চুলে শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে ব্ল্যাক কফির লিকার দিয়ে চুল ধুয়ে ফেলুন। সাদা চুলকে কালো করতে খুব দ্রুত কাজ করে এটি।
তাহলে জানিয়ে দিলাম আপনাকে কী করে আপনি সাদা চুলকে কালো করতে পারেন কেমিক্যাল ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। এবার নিশ্চয়ই সাদা চুল নিয়ে আর আপনাকে বিব্রত অবস্থায় পড়তে হবে না!
মন্তব্য করুন