কল্প রাজ্যের গল্প কথা ‘সাত ভাই চম্পা’ এখন রোজ দেখা যায় বাঙালীর ছোট্ট ড্রয়িং রুমে। গল্পকথায় মনিমল্লিকা ছিল কিনা আমার জং ধরা স্মৃতিতে মনে আসছে না! কিন্তু টিভির ছোট্ট পর্দায় রোজ দেখতে পাই মনিমল্লিকা ওরফে সুদিপ্তা ব্যানার্জিকে। আজ আরেক নতুন রুপে দেখে নিন আপনাদের এই মনিমল্লিকাকে।
সুদিপ্তা ব্যানার্জির বাস্তবের ছবি
অসাধারণ সুন্দর লাগছে। টলি সিরিয়ালের সবচেয়ে আধুনিকা নায়িকাদের মধ্যে একজন তিনি।
ছবি ঋণঃ ফেসবুক
সাউথ সিটি মলে তোলা ছবি। সাধারন একটি কালো ড্রেস পরে। খুব হালকা মেকাপে ভারী মিষ্টি দেখতে লাগছে।
ছবি ঋণঃ ফেসবুক
ছবির জন্য পোজ দিচ্ছেন।
ছবি ঋণঃ ফেসবুক
মেকাপ রুমে তোলা একটি সেলফি।
ছবি ঋণঃ ফেসবুক
সেলফি তুলতে মন দিয়েছেন আপনাদের মনিমল্লিকা।
ছবি ঋণঃ ফেসবুক
বন্ধুর সাথে সুদিপ্তা ব্যানার্জি।
ছবি ঋণঃ ফেসবুক
একেবারে সাধারন সাজে সুদিপ্তা ব্যানার্জি।
ছবি ঋণঃ ফেসবুক
মিষ্টি হাসি দিয়ে ছবি তুলতে ব্যস্ত নায়িকা।
ছবি ঋণঃ ফেসবুক
জয় বাবা লোকনাথ সিরিয়ালের ছোট্ট লোকনাথ ওরফে অরণ্য চট্টোপাধ্যায়
মন্তব্য করুন