বাঙালি নারীর সৌন্দর্যের অন্যতম প্রতীক চুল
“চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা”- বহুদিন আগে কবি জীবনানন্দ দাসের এই লাইনটিতেই আমরা খুঁজে পাই বাঙালি নারীর সৌন্দর্যের এক অপরিহার্য অংশকে। কারণ চুলকে মনে করা হয় বাঙালি নারীর সৌন্দর্যের অন্যতম প্রতীক। যুগ যুগ ধরে তাই বাঙালি নারীও নিজেদের চুলের যত্ন করে এসেছেন বিভিন্নভাবে।
চুলের যত্নে ব্যবহার হয়ে থাকে রিঠা ও শিকাকাই
জানেন কী- আমাদের নারীদের এই দিঘল কালো চুলের যত্নে ভেষজ উপাদান রিঠা আর শিকাকাই অপরিসীম ভূমিকা পালন করে আসছে সেই বহু যুগ আগে থেকে? আর তাই অনেক সময় রিঠাকে ‘প্রাকৃতিক সাবান’ আর শিকাকাইকে ‘হেয়ার ফ্রুট’ ও বলা হয়ে থাকে। তবে রিঠা আর শিকাকাই নাম দুটো বেশ পরিচিত হয়ে থাকলেও অনেকেই এদের সঠিক ব্যবহার ঠিকমতো হয়তো জানেন না। আসুন আমরা জেনে নেই চুলের যত্নে সেই রিঠা আর শিকাকাই কিভাবে ব্যবহার করতে হয়।
রিঠা ও শিকাকাই দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক শ্যাম্পু
শিকাকাই এর গুঁড়া পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মাথার তালুতে লাগিয়ে ২ মিনিট ঘষুন। তবে এতে সাবান বা শ্যাম্পুর মত ফেনা হবেনা কিন্তু আপনার চুল ঠিকই পরিষ্কার হবে। প্রথম প্রথম ব্যবহারের ফলে চুল রুক্ষ মনে হতে পারে। এই অবস্থা ঠিক করার জন্য চুল ধোয়ার পরে কন্ডিশনার ব্যবহার করতে পারেন বা সামান্য তেল ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বাজারে কেমিক্যাল যুক্ত কন্ডিশনার ব্যবহার না করে চা এর লিকার দিয়ে কন্ডিশনিং করলে আপনি পাবেন ঝলমলে সিল্কি চুল। শিকাকাই, রিঠা ও শুকনো আমলা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে গরম করে নিন যতক্ষণ পর্যন্ত না শিকাকাই নরম হয়। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে পিষে নিয়ে মিশ্রণটি ছেঁকে নিন। মাথার তালু পরিষ্কারের জন্য এই মিশ্রণটি বা শ্যাম্পুটি অনেক ভালো, কারণ এতে কোন প্রকার ক্ষতিকর রাসায়নিক নেই।
খুশকি দূর করবে শিকাকাই
খুশকি মেয়েদের চুলের অন্যতম এক শত্রু। কিন্তু শিকাকাই নিয়মিত ব্যবহার করলে আপনার চুল খুশকিমুক্ত হবেই। শিকাকাই এ অ্যান্টি ফাঙ্গাল বা ছত্রাক নাশক উপাদান এবং পুষ্টিকর উপাদান রয়েছে, যা মাথার তালুকে খুশকির সংক্রমণ থেকে রক্ষা করে এবং এর পুষ্টি উপাদান মাথার তালুকে পুষ্টি সরবরাহ করে। শিকাকাই নিয়মিত ব্যবহার করলে চুল থেকে খুশকি দূর হবে এবং চুল হবে আরও উজ্জ্বল ও ঝলমলে।
তেলের সাথে মিশিয়ে ব্যবহার করুন শিকাকাই
শিকাকাই এর অন্যতম একটি গুণ হচ্ছে এটি চুলের গোড়া শক্ত করে ও স্বাস্থ্যবান রাখে। হেয়ার প্যাক হিসেবে বা তেলের সাথে মিশিয়ে শিকাকাই ব্যবহার করা যায়। শিকাকাই গুঁড়া নারিকেল তেলের সাথে মিশিয়ে গরম করে মাথার তালুতে ম্যাসাজ করুন। চুলকে ঘন ও শক্তিশালী করতে এটা অনেক কার্যকরী।
আমলা, শিকাকাই ও রিঠা দিয়ে তৈরি করুন হেয়ার প্যাক
অল্প বয়সেই চুল সাদা হওয়া বা চুল পেকে যাওয়া যেন অনেক মেয়েদের জন্যই বেশ বিব্রতকর একটা ব্যাপার। তাই এবার চুল সাদা হয়ে যাওয়া রোধ করবে রিঠা ও শিকাকাই। রিঠা ও শিকাকাই এর সাথে আমলা মিশিয়ে নিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। এই প্যাক আপনার চুল কম বয়সে সাদা হয়ে যাওয়া থেকে রক্ষা করবে।
চুল পড়া রোধ করুন নিমেষেই
রিঠা ও শিকাকাই নিয়মিত চুলে ব্যবহার করলে চুলের ঘনত্ব বৃদ্ধি পায়। এগুলো চুলের ভেঙে যাওয়া ও ফেটে যাওয়া রোধ করে মাত্র এক সপ্তাহের মধ্যেই।
মাথার তালুর ক্ষতও নিরাময় করে শিকাকাই
মাথার তালুতে কোনো ছোট ক্ষত বা পোড়া ভালো করতে পারে শিকাকাই এর জুড়ি নেই। শিকাকাই এর পেস্ট মাথার তালুতে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। মাথার তালুর ছোটখাট কোন কাটা বা ক্ষত বা ফুসকুড়ি ভালো করে দিবে এই শিকাকাই থেরাপি। এছাড়াও এর ঠান্ডা অনুভূতি মাথা চুলকানিতে আরাম প্রদান করে।
আমরা আজকে জেনে নিলাম চুলের যত্নে রিঠা আর শিকাকাই কিভাবে ব্যবহার করতে হয়। আশা করি, এই টিপসগুলো কাজে লাগিয়ে আপনার চুল হয়ে উঠবে আরও বেশি ঘন, উজ্জ্বল ও আকর্ষণীয়।
মন্তব্য করুন