এখনকার দিনে আমরা ক’জনই বা আর দোকানে গিয়ে মাপ দিয়ে জামা বানাই! অনলাইনের যুগে ঘরে বসেই তো শপিং হয়ে যাচ্ছে। কিন্তু অনলাইনে শপিং করতে গিয়েই অনেকে সমস্যায় পড়ছেন মাপ নিয়ে। আর ভুল মাপ দেওয়া মানেই আবার ফেরত দেওয়া, মেইল করা অনেক হাঙ্গামা। তার চেয়ে ভাল হয় যদি আপনি ঘরে আপনার একটা নিজস্ব মাপজোখ করে রাখেন, তাও নিজে নিজেই।
এখনকার দিনে আমরা ক’জনই বা আর দোকানে গিয়ে মাপ দিয়ে জামা বানাই! অনলাইনের যুগে ঘরে বসেই তো শপিং হয়ে যাচ্ছে। কিন্তু অনলাইনে শপিং করতে গিয়েই অনেকে সমস্যায় পড়ছেন মাপ নিয়ে। আর ভুল মাপ দেওয়া মানেই আবার ফেরত দেওয়া, মেইল করা অনেক হাঙ্গামা। তার চেয়ে ভাল হয় যদি আপনি ঘরে আপনার একটা নিজস্ব মাপজোখ করে রাখেন, তাও নিজে নিজেই।
১. বুকের মাপ
অনেক সময়েই বুকের কাছে জামা টাইট হয়ে যায়। খুব হাঁসফাঁস লাগে তখন। এর কারণ চেস্ট সাইজ ঠিক মতো না জানা। কী করবেন! একটা মেসারমেন্ট টেপ নিয়ে নিন। মেটালের টেপ না নিয়ে যেগুলো সহজে ফল্ডিং হয় সেরকম একটা নিন। এবার মহিলারা বুকের উপর থেকে এমন ভাবে মাপ নিন যাতে সম্পূর্ণ বুকের মাপ চলে আসে।
বুকের একপ্রান্তে রেখে গোল করে পিছন থেকে বুক কভার করে নিন। টেপ থাকবে মেঝের সঙ্গে সমান্তরালে। ঠিক মতো ব্রা বেছে নেওয়ার জন্য কিন্তু এই মাপ করে রাখা খুব দরকার। পুরুষ আর বাচ্চারা তাদের বুকের মাপ নেওয়ার জন্য বুকের মাঝখান থেকে টেপ নিয়ে গোল করে পিছন থেকে এনে মাপ দেখে নিন। টেপ থাকবে মেঝের সঙ্গে সমান্তরালে। মাপ নেওয়ার সময় কিন্তু শ্বাস-প্রশ্বাস থাকবে সাধারণ।
২. কোমরের মাপ
জিনস ঠিক মতো পরে স্টাইল করতে হলে কোমরের মাপ ঠিক করে জেনে নেওয়া খুব দরকার। ওয়েস্ট লাইন কিন্তু স্মার্ট দেখার সবচেয়ে বড় জায়গা। আজকাল ভাল ব্র্যান্ড যারা তাঁরা ন্যাচারাল ওয়েস্ট মেনে সব কিছু তৈরি করেন।
আপনার ন্যাচারাল ওয়েস্ট সাইজ জানার জন্য কোমরের সবচেয়ে সরু অংশে যান। মোটামুটি নাভির কাছাকাছি অংশ বা তার একটু নিচে এটা ধরতে পারেন। এই অংশের মাপ নিয়ে নিন টেপ দিয়ে। নাভি বরাবর টেপ রেখে ফোল্ড করে টেপ নিয়ে এসে মাপ দেখে নিন।
৩. পিছনের অংশ বা হিপসের মাপ
হিপসের মাপ ঠিক না থাকলে ঢলঢল করে প্যান্ট। আপনার স্ট্রেইট টাইট ফিটিংসের জন্য হিপসের পারফেক্ট সাইজ জানা খুব দরকার। এর জন্য পিছনে মাঝখান থেকে মাপ নিতে হয়। পাছার মাঝখান থেকে গোল করে টেপ সামনে আনুন।
টেপ বরাবর আঙুল ঢুকিয়ে দেখুন ফ্লেক্সিবল আছে কিনা ব্যাপারটা। যদি নিজে না পারেন কোনও বন্ধুর সাহায্য নিন। আর হিপসের মাপ নেওয়ার সময়ে টাইট ফিটিংসের কোনও ড্রেস পরে তার ওপর দিয়েই মাপ নেবেন। ঢলঢলে পোশাকের ওপর দিয়ে হিপসের মাপ নিলে মাপ ভাল আসবে না।
৪. পায়ের দৈর্ঘ্যের মাপ
জিনস বা লেগিংস কিনতে হলে কতখানি ঝুল থাকবে সেটা বোঝা তো খুবই দরকার। এই অংশের মাপ নেওয়ার জন্য টেপ ব্যবহার না করলেও চলে। আপনার কাছে থাকা কোনও টাইট ফিট প্যান্ট থাকলে, যা আপনার ভাল ফিট হয়, তার মাপ নিয়ে নিতে পারেন। আর তার পর টেপ দিয়ে একবার কোমরের কাছ থেকে গোড়ালি পর্যন্ত মাপ নিয়ে নিলেন। একবার ট্যালি করে দেখে নিলেন ঠিক আছে কিনা।
পুরুষেরা কিন্তু অবশ্যই জিনসের মাপ নেওয়ার সময়ে গোড়ালির একটু নিচ পর্যন্ত মাপ নেবেন কারণ জিনসের নিচে একটু হলেও ফোল্ড আপনাকে করতেই হবে। এই অংশের মাপ নেওয়ার সময়ে অবশ্যই থাইয়ের মাপ নিয়ে নেবেন। কারণ ভুল মাপের জন্য অনেক সময়ে থাইয়ের কাছে প্যান্ট খুব চাপা লাগে। বসতে গেলে সমস্যা হয়।
৫. গলার মাপ
কলারের জন্য এই অংশের মাপ দরকার হয়। মূলত ছেলেদের পোশাকের জন্য এটি বেশি লাগে। ঘাড়ের থেকে ঘুরিয়ে সামনের দিকে আনুন টেপ। দেখে নিন যেন খুব টাইট না হয়। যে মাপ আসবে তার থেকে হাফ ইঞ্চি মাপ বাড়িয়ে যখন কিনবেন তখন মাপ দেবেন। এতে ফিটিংস ভাল হয়।
৬. কাঁধের মাপ
মূলত পুরুষদের জন্য এই মাপ খুব দরকার। চওড়া কাঁধের পারফেক্ট মাপেই তো ফুটে উঠবে ব্যক্তিত্ব। এই মাপ নেওয়ার জন্য আপনার কারোর সাহায্য লাগবে। আপনি একদম ৯০ ডিগ্রী সোজা হয়ে দাঁড়ান। আপনার বন্ধুকে বলুন পিঠের ওপর থেকে চওড়া অংশ ধরে মাপ নিয়ে নিতে। আপনি যদি ঝুঁকে যান বা মাপ নিতে ভুল হয় তাহলে কিন্তু পারফেক্ট ফিটিংস হবে না।
এই মাপ নেওয়ার সময়ে অবশ্যই আয়নার সামনে দাঁড়াবেন। আর মাপ নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় লিখে রাখবেন। তারপর অনলাইনে মাপ দিয়ে সুন্দর করে শপিং করে নেবেন। ফিটিংস কিন্তু ভুল হবে না আর কেউ বুঝতেও পারবে না মাপ ঘরেই নেওয়া হয়েছে।
মন্তব্য করুন