শাড়ির সঙ্গে খুব শখ করে বানিয়েছিলেন ডিজাইনার ব্লাউজ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জামা-কাপড় ছোট হয়, তাই বলে সুন্দর দেখতে ব্লাউজগুলি ফেলে দেবেন না। পুরনো ব্লাউজকে নতুন করে নতুন নতুন জিনিস বানিয়ে খুব সহজেই ব্যবহার করতে পারেন। জেনে নিন স্টেপ বাই স্টেপ।
১. ছিল ব্লাউজ হয়ে গেল হ্যান্ড ব্যাগ
সবার প্রথমে ব্লাউজের হাতার অংশটুকু কেটে নিন। এরপর একইসঙ্গে ব্লাউজের পিঠের অংশটুকু কেটে নিন এবং দেখবেন আপনি একডটি চৌকো আকারের কাপড়ের টুকরো পেয়ে গিয়েছেন। এবার দুটি টুকরোকে আলাদা করে কেটে নিন। এবার দুটি টুকরো করে একসঙ্গে নিয়ে সেলাই করে নিন, ওপরের অংশে একটি চেন এবং একটি হাতল লাগিয়ে নিন। পাশাপাশি ব্যাগটিকে সাজানোর জন্য আপনারা কনট্রাস্ট রঙের লেস ব্যবহার করে সেটাকে সাজিয়েও নিতে পারেন নিজের মনের মতো করে। এবার সেলাই করা হয়ে গেলে ব্যাগটাকে উল্টো করে ভেতরের অংশে একবার সেলাই চালিয়ে নিলেই আপনার ব্যাগ তৈরি।
২. দুটি পুরনো ব্লাউজ একে অপরের সঙ্গে মিলে হতে পারে নতুন
ধরুন কোনও একটি ব্লাউজের লেস খুব সুন্দর, বা কোনও ব্লাউজের গলায় রয়েছে নেটের কাজ। এ থেকে আপনারা মিক্স অ্যান্ড ম্যাচ করে নতুন দুটি ব্লাউজ পেয়ে যেতে পারেন। যেমন ধরুন, যে ব্লাউজের লেস সুন্দর সেখান থেকে লেসটা কেটে নিয়ে অন্য একটি ব্লাউজে লাগাতে পারেন। আবার ধরুন যে ব্লাউজের নেকলাইনে সুন্দর নেটের কাজ রয়েছে সেখান থেকে নেটটা কেটে নিয়ে অন্য কোনও ব্লাউজের ব্যাকে লাগাতে পারেন।
৩. ব্লাউজ হতে পারে স্লিং ব্যাগ
আজকাল কটনের স্লিং ব্যাগ স্টাইলে খুবই ইন। নিজের পোশাকের সঙ্গে মানানসই কিংবা কনট্রাস্ট কালারের স্লিং ব্যাগ খুঁজছেন অথচ পাচ্ছেন না? তাহলে ঘরে পড়ে থাকা পুরনো ব্লাউজ আপনার কাজে আসতে পারে। এরজন্য সবার প্রথমে ব্লাউজের দুপাশের অংশ কেটে নিন। এবার নীচের অংশে যে সেলাইটা খুলে নিন। এরপর ব্যাগের মাপ অনুসারে কাপড়ের টুকরোদুটি কেটে নিন। এরপর সেই কাপড়ের টুকরো থেকে মাপ করে নিয়ে চেইন বসিয়ে দিন আর বাকি টুকরোটা চেইনের ওপরের অংশে বাকি রাখা কাপড়ের টুকরোটা জুড়ে দিন। এবার ইনার পকেট বানাতে আর একটা কাপড়ে একইভাবে জিডাইন করে এর সঙ্গে জুড়ে দিন। এবার ঠিক আগের মতো ব্যাগের বাকি অংশের চারিধার মুড়ে সেলাই করে নিন। এবার দুটো অংশকে একে অপরের সঙ্গে জুড়ে দিয়ে ভালো করে সেলাই করে নিন এবং সবশেষে দুটি হুপ বসিয়ে তার সঙ্গে স্লিং জুড়ে দিলেই তৈরি আপনার স্লিং ব্যাগ।
৬. পুরনো ব্লাউজ থেকে কোল্ড শোল্ডার ব্লাউজ
পুরনো ব্লাউজের হাতার অংশ কেটে নিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন কোল্ড শোল্ডার। এর জন্য প্রথমে হাতার অংশে ‘V’ শেপ করে কেটে নিন, এবার একটা লাইলিন দিয়ে সেলাই করে নিন। এইভাবে পুরনো ব্লাউজ হতে পারে নতুনের মতো।
৬. ব্যাকলেস ব্লাউজে নেটের ডিজাইন
অনেকসময় ব্লাউজের পিছনে কোনও ডিজাইন থাকে না, সেটাকে ব্যাকলেসই রাখা হয়। কিন্তু এমন ব্লাউজে যদি নতুন টুইস্ট আনতে চান তাহলে তাতে এক্সটারনাল নেট যোগ করতে পারেন। এর জন্য ব্লাউজের বেস কালারের সঙ্গে মিলিয়ে নেট নিয়ে নিন এবং পিঠের অংশে কুচি কুচি করে ডিজাইন বানিয়ে সেলাই করে নিন, একটা নতুনত্ব লুক পাবেন।
৭. এক্সটারনাল লেস ডিজাইন
স্লিভলেস ব্লাউজকে যদি ট্রাজিশনাল লুক দিতে চান তাহলে তাহলে ব্লাউজের হাতায় এক্সটারনাল লেস লাগিয়ে দিতে পারেন। কুচি দেওয়া লেস লাগালে ব্লাউজে খুব সহজেই ট্রাডিশনাল লুক আসতে পারে।
৮. ফুলস্লিভ ব্লাউজ হতে পারে স্লিভলেস
অনেকসময় ফুলস্লিভ বা গ্লাসহাতা ব্লাউজকে একটু ওয়েস্টার্ন লুক দিতে আপনারা স্লিভ কেটে সেটাকে স্লিভলেস বানিয়ে নিতে পারেন। এই কাজটা ঘরে করে নেওয়া খুবই সহজ তবে যদি আপনারা চান টেলারকে দিয়েও করাতে পারেন।
তাহলে বুঝতে পারলেন তো, পুরনো ব্লাউজ আর পুরনো থাকবে না যদি আপনি সেগুলোকে এইভাবে ব্যবহার করতে পারেন।
মন্তব্য করুন