জানি এই নিয়ে আপনার অনেক কৌতূহল মনে জমে আছে। বাড়ি থেকে বেড়োচ্ছেন, পায়ের নীচে পড়ল সিঁদুর মাখা লেবু, ব্যস, হয়ে গেল আপনার বাড়ি থেকে বেড়োনো। বড়দের মানা টপকে যদিও বা আপনি বেড়োন, আপনার মন তো খচখচ করতেই থাকবে। আর তার ওপর যদি আপনার সঙ্গে সামান্য কোনো দুর্ঘটনাও হয়, তাহলেই ষোল কলা পূর্ণ। সেটাও আপনি ভাববেন এই সিঁদুর মাখানো লেবুর জন্যই হল। কিন্তু, কেন মানা করা হয় সিঁদুর মাখা লেবুতে পা না দিতে, আসুন জেনে নিই।
ধর্মীয় বিশ্বাস
আমরা সবাই দেখেছি শনিবার বা মঙ্গলবার দোকানের সামনে লেবু-লঙ্কার মালা টাঙাতে। আমাদের বিশ্বাস এতে আমাদের দোকানের মঙ্গল হবে। এই লেবু-লঙ্কা মন্দির থেকে পুজো করিয়েও আনা হয়, তখন এতে সিঁদুর মাখানো হয়। তাই আমাদের ঈশ্বরে বিশ্বাস ও ভক্তিই আমাদের লেবু-লঙ্কায় পা না দিতে বাধ্য করে।
সিঁদুরের আলাদা মাহাত্ম্য
সিঁদুর হিন্দু ধর্মের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা আমাদের সংস্কার ও সংস্কৃতির সঙ্গেও যুক্ত। বিবাহিত মেয়েদের সিঁদুর পড়া দিয়েই নতুন জীবন শুরু হয়। সিঁদুর পড়ার বৈজ্ঞানিক কারণের মধ্যে নাকি বলা হয় যে এতে মাথা ঠাণ্ডা থাকে। আমাদের ব্লাড প্রেসার কন্ট্রোলে থাকে। এই এত কারণের জন্য সিঁদুর আমাদের কাছে যে গুরুত্ব পেয়েছে সেখান থেকেই তাতে পা দেওয়া খারাপ বা অশুভ বলে ধরা হয়।
তুকতাক, কালা জাদু প্রসঙ্গ
আমরা আজও এই ব্যাপারে বিশ্বাস করি। কালা জাদু যাকে বলি যেমন বশীকরণ, মারণ, উচাটন এইসবের ক্রিয়ায় লেবু খুব গুরুত্বপূর্ণ উপাদান। বাড়ির বাস্তুর নানা সমস্যা দূর করতে অনেকসময় লেবুতে সিঁদুর মাখিয়ে তাকে কেটে চার মাথার মাঝখানে ফেলে আসা, এমনভাবে যাতে কেউ না দেখে। যেহেতু কোনো সমস্যা দূর করতে এই কাজ করা হয় তাই সেই লেবু যদি আপনার পায়ে লাগে তাহলে সেই সমস্যা দ্বারা আপনিও ক্ষতিগ্রস্থ হতে পারেন এই সম্ভাবনা থেকেই পা দিতে বারণ করা হয়।
যুক্তিও আছে
আপনি কাজে যাচ্ছেন। যেতে যেতে পায়ে একটা কিছু লাগলে সেটা আপনার যাবার পথের যে গতি তা ব্যাহত করে। একটা ভালো ফ্রেস মন নিয়ে আপনি যাচ্ছেন, সিঁদুর মাখা লেবু বা অন্য যে কোনো কিছুর ওপর পা পরলেই আপনার অস্বস্তি করবে। তাছাড়া, যেহেতু আপনার মনে সিঁদুর মাখানো লেবু নিয়ে একটা অন্ধবিশ্বাস আছে, তাই সারাদিন আপনার মন খচখচ করতে পারে যা আপনাকে আপনার কাজে মনঃসংযোগে বাধা দিতে পারে। এর ফলে উৎপাদন কমে যাবে ও আপনার কর্মক্ষেত্রে আপনার গুড উইল কমবে। এটা সম্পূর্ন একটা মানসিক দিক।

তাহলে, আজ থেকে রাস্তায় সাবধানে দেখেশুনে হাঁটুন। আর যদি কখনো আপনি সিঁদুর মাখানো লেবুতে পা দিয়ে ফেলেছিলেন ও তার পরেই কোনো অপ্রত্যাশিত সমস্যায় পড়েছেন বলে মনে করেন তাহলে তা আমাদের সঙ্গে শেয়ার করুন প্লিজ। আমরা অপেক্ষায় রইলাম কিন্তু।
মন্তব্য করুন