কি! হেডলাইন দেখেই ভাবলেন আবার চাট্টি গ্যাঁজাখুড়ি গপ্প শোনাতে এল। না মশাই, আপনার এই ধারণা এবার ছাড়ুন। অনেকসময়তেই আমরা কুসংস্কার ভেবে এমন অনেক কাজকে আমল দেই না, যা থেকে পরে আমাদের নানান সমস্যা হতে পারে। জানেনই তো, বিজ্ঞান আজ অব্দি অনেক কিছুরই রহস্য আবিষ্কার করতে পারেনি। তাই বলছি, খামোকা নিজের ঝামেলা বাড়াবেন কেন! এই পাঁচটি জিনিস রাস্তায় দেখলে সযত্নে এড়িয়ে চলুন আর ভালোভাবে ঘরের মানুষ ঘরে ফিরে আসুন।
১. লেবু-লঙ্কা নাকের-জল চোখের জলে করতে পারে…
আমরা অনেক সময় রাস্তায় সিঁদুর মাখা লেবু-লঙ্কা পড়ে থাকতে দেখি। আমরা অনেকসময় সেইরকম একটা তোয়াক্কা না করে মাড়িয়ে দিয়ে চলে যাবার কথা ভাবি। সাবধান! ওই কাজটি ভুলেও করবেন না। আমাদের দেশে তন্ত্রের একটা বড় প্রভাব রয়েছে, আর এই তন্ত্রে যেমন ভালও করা যায়, তেমনি অমঙ্গলও। মারন, উচাটন এই সবের নাম তো শুনেছেনই। এই সব ক্রিয়ায় লেবু-লঙ্কা তো মাস্ট। তাই বলছি, রাস্তায় লেবু-লঙ্কা দেখলে মাড়াবেন না। কোত্থেকে কি হয়ে যাবে। আর তাছাড়া, লেবু-লঙ্কা অনেকে নজর দোষ কাটানোর জন্য পুজো করিয়ে নিজের দোকানে বা বাড়ির বাইরে লাগান। অন্তত, সেই বিশ্বাসকে সম্মান জানাতেও পা দেবেন না পড়ে থাকা লেবু-লঙ্কায়।
২. অর্থই অনর্থ ডেকে আনতে পারে…
হ্যাঁ বন্ধুরা, রাস্তায় আমরা অনেকসময় টাকা পড়ে থাকতে দেখি। আর ওমনি আমাদের লোভী মন টাকাটা পকেটস্থ করতে হামলে পড়ে। একদম না। দেখুন টাকাটা ছেঁড়া-ফাটা কিনা। প্রবীণেরা বলেন ছেঁড়া-ফাটা নোট অনেকসময় ভাগ্য বিপর্যয় আনতে পারে। আচ্ছা, ভাগ্য-টাগ্য না হয় বাদ দিলাম। অনেকসময় এই টাকা তো আপনি হাত দেবার সঙ্গে সঙ্গে বিস্ফোরণও ঘটাতে পারে। এইরকম তো হয়েই থাকে তাই না! খবরে দেখেছি আমরা সবাই। তাই বলছি, টাকা দেখলেই হাত দেওয়ার কথা ভাববেন না। পড়ে পাওয়া চোদ্দ আনার থেকে কষ্ট করেই না হয় ওই টাকাটা অর্জন করুন, দেখবেন ভালো লাগবে।
৩. মরা পশু-পাখি থেকে দূরে থাকুন
হ্যাঁ, মরা হাতি লাখ টাকা মানছি। কিন্তু, সব মরা প্রাণী নয় তা বলে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পশু-পাখি খুব ভালবাসেন। তাই রাস্তায় হয়তো পশু-পাখি পড়ে আছে দেখলেই চলে যান। জানি, মানবিকতার দিক থেকে কাজটা হয়তো ঠিক। কিন্তু, সবসময় তা ভালো নাও হতে পারে। হয়তো কোনো রোগে পশু বা পাখিটা মারা গেছে। আপনি সেই মরা পশু বা পাখিটার সংস্পর্শে এলে সেই রোগের জীবাণু আপনাকে আক্রান্ত করতে পারে। তাছাড়া, অনেকসময় নানান কালোযাদু প্রথমে এই পশুদের ওপরেই প্রয়োগ করা হয়। তাই তার কু-প্রভাব থেকেও আপনার ক্ষতি হতে পারে। আর এমনিতেও রাস্তায় বেড়িয়ে মরা জিনিস ধরতে কী ভালো লাগে বলুন তো!
৪. যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিবে না…
হ্যাঁ, সবসময় ছাই দেখলে ও ঘাঁটলেই আপনি অমূল্য রতন পাবেন তা নাও হতে পারে। দেখুন সব জায়গায় ধারে কাছে জলাশয় থাকে না। তাই যজ্ঞের ছাই হয়তো পুজোআচ্চা করার পর রাস্তায় ফেলা হয়েছিল এক জায়গায়। সেটা হাওয়ার সাথে ভেসে আসতে আসতে রাস্তায় চলে এসেছে। এবার আপনিই বলুন, পুজো করা জিনিসে কী পা দেওয়া ভালো? নিশ্চয়ই না। আর, যদি সেই ছাই হয় তান্ত্রিক ক্রিয়ার শেষ অংশ! তাই বলছি, ছাইতে পা দেওয়া নৈব নৈব চ।
৫. চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণ নয়
মহাভারত দেখুন, দ্রৌপদীর চুল ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য কী কান্ডটাই না হল! তাই বলছি, রাস্তায় চুলের গোছা পড়ে থাকতে দেখলে পা দেবেন না। শাস্ত্রে বলে যে শরীর থেকে বিচ্ছিন্ন চুল অমঙ্গল ডেকে আনতে পারে।
তাহলে, আজ আপনাদের সঙ্গে এই পাঁচটি জিনিসের ব্যাপারে বললাম। আশা করি এইগুলো আপনারা মানবেন আপনাদের পরিবারের কথা ভেবে। আর যদি এইগুলোয় পা দেওয়ার জন্য বা ধরার জন্য আপনার কোনোদিন কোনো সমস্যায় পড়ার অভিজ্ঞতা থাকে, তাহলে আমাদের জানাতে ভুলবেন না।
মন্তব্য করুন