গত দুমাস ধরে সোশ্যাল মিডিয়া সেন্সেসান রানু মণ্ডল। রানাঘাটের রেল স্টেশান থেকে পাড়ি দিয়েছেন স্বপ্নপুরী মুম্বাইয়ে। ইতিমধ্যে দুটি হিন্দি গানে প্লে ব্যাকও করেছেন। এসব তো বাচ্চা থেকে বুড়ো সবাই এখন জানেন। কিন্তু এবার গল্পে নতুন টুইস্ট এসেছে।
আসলে, সম্প্রতি একটি ফেসবুক পেজে খুব সাধারণ দেখতে একটি ছেলের ভিডিও শেয়ার হয়েছে। ছেলেটি গান শুনে মন্ত্রমুগ্ধ হয়েছেন অনেকেই। ভিডিওটিতে দুটি গান গেয়েছে ছেলেটি। প্রথম গানটি ‘তেরি উমিদ তেরি ইন্তেজার’ এবং দ্বিতীয় গানটির নাম ‘সোচেঙ্গে তুমে প্যায়ার’। দুটি গানই কুমার শানুর গাওয়া হিট গান।

রানু মণ্ডলের ছেলে?
না ইনি রানু মণ্ডলের ছেলে না। তবে অনেকেই তাকে তার ছেলে বলে মন্তব্য করছে। তবে সেটা নিছকই গানের সুত্রে। ছেলেটির ভাইরাল হওয়া ভিডিওর ক্যাপশনটিতে জিজ্ঞাসা করা হয়েছে, ‘এটা রানু মণ্ডলের ছেলে নাকি? কেউ কি এই হীরাটি খোদাই করতে প্রস্তুত?’ ইত্যাদি। আসলে রানু যে দারিদ্র্যতা থেকে উঠে এসেছে সেই দারিদ্র্যের ছাপ দেখে অনেকেই মন্তব্য করছেন ‘তবে কি এ রানুর ছেলে’। এটি নিছক ভাবনা ছাড়া কিছু নয়। যদি এই ছেলেটিও সুযোগ পায় গান গাওয়ায় সেক্ষেত্রে রানুর গানের পরে তার উত্তরসূরি বললে খুব একটা ভুল হবে না। অবশ্যই তা সঙ্গীত জগতে। নীচে একবার দেখে নিন ছেলেটির গানের ভিডিও।
রানু মণ্ডলকে যেমন লতা মঙ্গেশকরের একটি অনুলিপি বলা হচ্ছিল, তেমনি এই ছেলেটিকে বলা হচ্ছে কুমার শানুর অনুলিপি। সোশ্যাল মিডিয়ায় ইউটিউব থেকে শুরু করে ফেসবুকে এই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। আপনি যদি এই ভিডিওর মন্তব্য বক্সে যান তাহলে দেখতে পাবেন যে সকলেই এর কণ্ঠের প্রশংসা করছে। তবে এখনও পর্যন্ত এই ছেলেটির নাম বা ঠিকানা কেউ জানে না। এমন পরিস্থিতিতে এই ছেলেটি রানু মণ্ডলের মতো চান্স পাবে কিনা তা এখন দেখার বিষয়।
সোশ্যাল মিডিয়া যেমন রানাঘাটের রানুকে রাতারাতি বলিউড স্টার বানিয়ে দিয়েছে, তেমনই এই ছেলেটিও কি তার সুরের জাদুতে আরও কামাল দেখাতে পারবে কিনা তা দেখার অপেক্ষা।
মন্তব্য করুন