আশির দশকের মুভি ‘রাম তেরি গঙ্গা মেয়লি’ দেখে নি এমন মানুষ কম আছেন। অসাধারণ গান ও দৃশ্যে ভরা সিনেমা সেই সময়ে সবার মন জয় করেছিল। বিশেষ করে নায়িকা মন্দাকিনী সবার মনে সারা জীবনের জন্য জায়গা করে নিয়েছেন এই মুভির জন্য। সাদা ট্রান্সপারেন্ট শাড়িতে ঝর্নায় স্নান করার দৃশ্য আজও মনে ঝড় বইয়ে দেয়। সেই দৃশ্য নিয়ে আবার দেখা দিলেন ‘বিগ বস’ প্রতিযোগী গিজেল থাকরাল। তবে ছবি দেখে মনে হবে যে ‘রাম তেরি গঙ্গা মেয়লি’ মুভির সিকুয়েল আবার হচ্ছে। কিন্তু না গিজেল থাকরাল মন্দাকিনীকে সন্মান জানিয়ে ফোটো শুট করেছেন। দেখে নিন পুরনো ও নতুন সেই ছবি।
মন্দাকিনী ও গিজেল থাকরাল
গিজেল থাকরালের ইন্সট্রাগ্রাম থেকে সংগৃহীত ছবি
গাজী আব্দুন নূর ওরফে আপনাদের প্রিয় রাজচন্দ্রের বাস্তব জীবনের কিছু ছবি
মন্তব্য করুন