একটা বেশ ভালো সরকারি চাকরি খুঁজছেন? সেটাও যদি কেন্দ্রীয় সরকারি চাকরি হয় তো মন্দ হয় না। তার ওপর সঙ্গে যদি একটু ঘুরে নেওয়া যায়! উফফ! ভাবাই যাচ্ছে না। আপনি তো এমনিই একটা চাকরি খুঁজছিলেন, তাই না? তাহলে আর চিন্তা কী! আপনার জন্য অপেক্ষা করছে রেলের টি.টি.ই. হওয়ার চাকরি। লাগবে শুধু একটু প্রস্তুতি।
কেমন ধরণের পরীক্ষা হয়
প্রস্তুতি নেওয়ার জন্য পরীক্ষার ধরণ বা প্যাটার্ন জানা খুব দরকার। মোট পরীক্ষা হয় ২০০ নম্বরের। পাঁচটা ভাগ থাকে যার প্রত্যেকটার জন্য থাকে ৪০ টা প্রশ্ন। এই ভাগগুলো হল- জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথম্যাটিক, টেকনিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি আর জেনারেল ইন্টেলিজেন্স। মোট ২ ঘন্টার পরীক্ষা হয়।
বিস্তারিত জানা যাক
এবার আসুন জেনে নেওয়া যাক প্রতিটি ভাগে মূলত কেমন ধরণের প্রশ্ন থাকে।
১. জেনারেল অ্যাওয়ারনেস
এই অংশের নাম শুনেই বুঝতে পারছেন, চারপাশের সঙ্গে আপনার কতটা জানা-বোঝা আছে সেটাই দেখা হবে। তাই এখানে থাকে জাতীয় আর আন্তর্জাতিক ক্ষেত্রের কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক আর বিজনেস নিয়ে খবর, বাজেট আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে প্রশ্ন, খেলা, বই, গুরুত্বপূর্ণ দিন, জাতীয় আর আন্তর্জাতিক স্তরে কে কোন বিষয়ের জন্য পুরষ্কার পেলেন এই সব নিয়ে প্রশ্ন, জাতীয় আর আন্তর্জাতিক স্তরের নানান গুরুত্বপূর্ণ সংস্থা নিয়েও প্রশ্ন থাকে।
২. অ্যারিথম্যাটিক এবিলিটি
এই অংশে থাকে রেশিও আর প্রোপোর্শন, পার্সেন্টেজ, সময় ও দূরত্ব নিয়ে অঙ্ক, লাভ-ক্ষতির অঙ্ক, নম্বর সিস্টেম, সিমপ্লিফিকেশন, বীজগণিত, ডেটা ইন্টারপ্রিটেশন।
৩. রিজনিং
এখানে থাকে নম্বর সিরিজ, অ্যালফাবেট সিরিজ, কোডিং-ডিকোডিং, নম্বর র্যাঙ্কিং, ব্লাড সার্কুলেশন, ডিসিশন মেকিং এই ধরণের বিষয়।
৪. টেকনিক্যাল এবিলিটি
এই অংশে পরীক্ষার্থীদের এই পেশা সম্বন্ধে কিছু প্রশ্ন করা হয়। এছাড়াও কিছু টেকনিক্যাল প্রশ্ন থাকে যা একটু বুঝে করতে হয়, মানে যাকে বলে ট্রিকি হয়।
৫. জেনারেল ইন্টেলিজেন্স
এই অংশের প্রশ্নও মূলত ওই জেনারেল অ্যাওয়ারনেসের মতোই করা হয়।
বইয়ের সন্ধান
এবার কিছু বইয়ের নাম জানা যাক।
১. Handbook On General Awareness – N.K Gupta
দাম ২৩৪/-
২. Analytical Reasoning – M.K Pandey
দাম ১৪৬/-
৩. A Modern Approach to Logical Reasoning – R.S Aggarwal
দাম ১০০/-
ইন্সটিটিউশন
এবার কিছু প্রতিষ্ঠানের নাম জানা যাক যেখান থেকে রেলের পরীক্ষার প্রস্তুতি আপনি নিতে পারবেন।
১. Aptiplus
বি.এ ৪৬, দ্বিতীয় ত্বল, সল্টলেক সেক্টর-১, কলকাতা– ৭০০০৬৪।
যোগাযোগঃ ৯৮৮৩০ ১৮১০৫।
২. T.I.C.S.
৯০/৬ এ, এম.জি. রোড, ওয়াই.এম.সি.এ বিল্ডিং, দ্বিতীয় ত্বল, কলেজ স্ট্রিট, কলকাতা- ৭০০০০৭।
যোগাযোগ – ৯৮৮৩০ ১৪৭৯৪।
৩. Eastern India Competitive Classes
কমার্স হাব বিল্ডিং, ৪/৫ সিংহি বাগান লেন, গিরিশ পার্ক, কলকাতা– ৭০০০০৭।
যোগাযোগ – ৯৮৮৩০ ১৪৫২৭।
এবার তাহলে আর দেরী কেন! চাকরি আর ভ্রমণ দুইই একসাথে পাওয়ার স্বপ্ন সফল করেই ফেলুন এবার।
এইচ.এস পাস আবেদনকারীদের জন্য রেলে সুযোগ আর প্রস্তুতির হাল-হকিকত
মন্তব্য করুন