পুজোয় জমিয়ে হেয়ার স্টাইল করেছেন নিশ্চয়ই? হেয়ার স্ট্রেটনিং থেকে শুরু করে পাফ—নানারকম কায়দা কোনোটাই যে বাদ যায়নি, তা বুঝতেই পারছি। তা পুজো তো শেষ। রোদে ঘুরে ঘেমে-নেয়ে চুলের তো পুরো দফারফা হয়ে গেছে নিশ্চয়ই! চাপ নেই। আপনার রেশমি জুলফে আবার যদি আগের মতো অক্ষত অবস্থায় ফেরত পেতে চান, তাহলে আমাদের দেওয়া আজকের টিপস ফলো করুন।
চুল ভালো করে ধোবেন
পুজোর ওই কটা দিন আপনার চুলের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তা বুঝতেই পারছি। এবার পালা আপনার ওই ঝড় থামিয়ে চুলকে শান্ত করার। পুজোর কটা দিন রাস্তায় ঘুরে ধুলো-বালি-ময়লা মাথায় জমে জমে চুলের বারোটা যে বেজে গেছে বুঝতেই পারছি। এবার কয়েকটা দিন চুল ভালো করে পরিষ্কার করে ধোবার চেষ্টা করুন। ভালো দেখে এমন শ্যাম্পু পছন্দ করুন যাতে সালফেট বা প্যারাবেনের মতো ক্ষতিকারক রাসায়নিক উপাদান না থাকে। ওইসব রাসায়নিক যুক্ত শ্যাম্পু অতিরিক্ত ব্যবহার করলে তা চুলকে ড্রাই করে দেয় ও চুলের ক্ষতি করে। তবে রোজ রোজ আবার শ্যাম্পু করবেন না। অতিরিক্ত শ্যাম্পু করলে তা চুলকে রুক্ষ করে দেয়। সপ্তাহে ৩ দিন শ্যাম্পু করুন, আর বাকি দিনগুলোতে ভালো করে স্নান করুন। দেখবেন আপনার শ্যাম্পুতে যেন শিয়া বাটার, কোকো বাটার, আমন্ড অয়েলের মতো প্রোটিন উপাদান থাকে।
কন্ডিশনার লাগান
শ্যাম্পুর পাশাপাশি আপনার চুলের জন্য স্যুট করে এমন কন্ডিশনারও কিন্তু সপ্তাহে অন্তত একদিন লাগানো জরুরি। কারণ রোদে ঘুরে আপনার চুল যে রুক্ষ হয়ে গেছে, তাকে আবার আগের মতো পশমের মতো অবস্থায় ফিরিয়ে আনতে কন্ডিশনার মাস্ট। কন্ডিশনার আপনার চুলকে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে সিল্কি অ্যান্ড শাইনি করে তুলবে।
হেয়ারপ্যাক লাগান
ডিম বলে নাক সিটকোবেন না। জানেন তো ডিমের প্রোটিন আপনার চুলের জন্য কত উপকারী হতে পারে।
উপকরণ
একটা ডিম, দই, নারকেল তেল ২ চামচ
পদ্ধতি
ডিম, দই আর নারকেল তেল একসাথে মিশিয়ে একটা হেয়ারপ্যাক তৈরি করে মাথায় ভালো করে ম্যাসাজ করে লাগান যাতে তা আপনার স্কাল্পে আর চুলে ভালো করে লাগে। ডিমে থাকা ভিটামিন এ, বি ১২, ডি, ই আর ফ্যাটি অ্যাসিড আপনার চুলকে ভেতর থেকে পুষ্টি জোগাবে। আর নারকেল তেল আপনার চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করবে। আধ ঘণ্টা রাখার পর ভালো করে ধুয়ে নিয়ে শ্যাম্পু করে ফেলুন। দেখবেন একদিনেই অনেক উপকার পাচ্ছেন। আপনার চুল আবার গ্লসি, নরম হয়ে উঠছে। চুলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সপ্তাহে অন্তত একদিন এটা ট্রাই করুন।
তেল মাখুন
তবে যতই কন্ডিশনার দিয়ে চুলকে সিল্কি, সফট করুন আর যতই ডিমের হেয়ারপ্যাক লাগান না কেন, তেলের কিন্তু কোনো বিকল্প নেই। আপনার রুক্ষ, ড্যামেজড চুলকে যদি সহজে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে চান, চান যাতে সে আবার আগের মতো নরম হয়ে ওঠে তাহলে তেল মাখুন। বাদাম তেল, নারকেল তেল, ক্যাস্টর অয়েল—আপনার পছন্দ মতো যেকোনো তেল নিয়ে রাতে ঘুমোতে যাবার আগে ভালো করে হট অয়েল ম্যাসাজ করুন সপ্তাহে অন্তত দু’দিন। পরদিন সকালে উঠে শ্যাম্পু করে নেবেন। দেখবেন চুলের রুক্ষতা থেকে চুল পড়া—পুজোর কটা দিনে আপনার চুলের যা যা বারোটা বেজেছিল সব আবার ঠিক হয়ে যাচ্ছে ঠিক আগের মতোই!
ড্রায়ার? খবরদার!
পুজোর কটা দিন চুলের ওপর অতো ধকল যাবার পর আবার যদি ড্রায়ার দিয়ে রোজ চুল শুকোতে যান, তাহলে আর দেখতে হবে না! চুলের দফারফা হয়ে সব চুল উঠে যাবে। হেয়ার ড্রায়ারের ওই হিট কিন্তু চুলের মারাত্মক ক্ষতি করে। চুলের গোড়াকে নষ্ট করে দেয়। তাই হেয়ার ড্রায়ার নৈব নৈব চ। কোথাও বেরোনোর তাড়া থাকলে একটু কষ্ট করে আগেই স্নান করে নিন না।
চুলবেশী আঁচড়াবেন না বেশী
ঘন ঘন চুল আঁচড়ানোর অভ্যেস থাকলে তা এবার বন্ধ করুন। ওতে কিন্তু চুলের আরও বেশী ক্ষতি হয়, চুল পড়েও যায় অনেক। ভিজে চুলও আঁচড়াবেন না।
আর চুলকে আগের হেলদি অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে বেশী করে জল খাওয়া কিন্তু মাস্ট। তাই ওটা ভুলবেন না একদম। আর ভালো করে জম্পেশ ঘুম দিন ক’দিন। পুজোয় রাত জাগার ক্লান্তি কেটে আপনিও আরাম পাবেন, ফ্রেশ হবেন, সেইসাথে আপনার চুলও ফ্রেশ হবে!
তাহলে পেয়ে গেলেন চুলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবার টিপস। এবার দেরী না করে লেগে পড়ুন ড্যামেজ কন্ট্রোলের কাজে। একমাস একটু কষ্ট করে ফলো করুন না। দেখবেন আপনার রেশমি জুলফে আবার তার স্বমহিমায় ফিরে এসেছ ।
মন্তব্য করুন