পূজার জাস্ট মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু এখনো হেয়ার কাটই হয়নি? কিন্তু হেয়ার কাট ছাড়াতো পুরো সাজটাই মাটি। এবছর চাইছো একদম অন্যরকম একটা হেয়ারকাট? আর কোনটা করলে একদম পারফেক্ট হবে বুঝতে পারছো না তাইতো? চিন্তা নেই, কারণ আজ শেয়ার করছি এমন কিছু নতুন ফ্যাশনেবল হেয়ার কাট, যেগুলো কিন্তু এবারে খুবই ডিমান্ড এবং একদম অন্যরকম। এগুলোর মধ্যে একটা করলে পুরো লুকটাই পাল্টে যাবে। তাই চটপট দেখে নাও।
১. ইমো কাটিং
যারা একটু লম্বা ও রোগা তাদের এই কাট বেশ ভালো লাগবে। করিয়ে নিতে পারো পার্লারে। খুব ভালো লাগবে। খরচা পড়তে পারে ৩০০ তেকে থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত।
২. ব্যাঙ্গস কাটিং
যাদের চুল লম্বা তাদের চুল ছোট করে কাটতে বেশ মায়া লাগে। তাই তাদের জন্য আছে এই কাট। লম্বা চুল হলে সামনের দিকে ব্যাঙ্গস কাট করে নাও। আর পেছনের লম্বা চুল করে নাও হালকা লেয়ার। যাদের সিল্কি চুল তাদের আরও ভালো লাগবে এই কাট। লুক একদম পাল্টে যাবে। চুলের সামনেটা এরম বাঙ্গস কাট করার ক্ষেত্রে ৬০ থেকে ৮০ টাকার মধ্যেই হয়ে যাবে।
৩. বব হেয়ার কাটিং
যাদের একদম ছোট চুল তাদেরও মন খারাপ করার দরকার নেই। তারা করে নিতে পারো বব কাট। এটি যত্ন করাও খুব সহজ। আর দেখতেও খুব স্টাইলিশ লাগে। বাড়ির বাচ্ছাদের ক্ষেত্রেও এই কাটটি ভালো লাগবে। খরচ হতে পারে ৩০০ থেকে ৬০০ পর্যন্ত।
৪. স্টেপ লেয়ার কাট
যাদের চুল সিল্কি তাদের জন্য সব হেয়ার কাটই মানায়। কিন্তু যদি কাটা যায় স্টেপ লেয়ার কাট তাহলে দারুন লাগে। চুলের সামনের দিকটা লেয়ার কাট। আর পিছনের দিকটা হবে স্টেপ কাট। সেই একই রকম শুধু স্টেপ বা শুধু লেয়ার কাটের থেকে এটি যথেষ্ট নতুন ধরনের। এবং অসম্ভব ট্রেণ্ডি। চুলের লেন্থ অনুযায়ী খরচ হতে পারে। ২৫০ থেকে শুরু করে ৭০০ পর্যন্ত হতে পারে।
৫. ভলিউম কাটিং
চুল যদি কোঁকড়ানো হয় তাহলে সোজা করার দরকার নেই। করে নাও ভলিউম কাট। ব্যাস সব প্রশংসা থাকবে তোমার ঝুলিতে। এটি কোঁকড়ানো চুলের জন্য দারুন একটা কাট। চুল অনুযায়ী এর জন্য খরচ হতে পারে ৩০০ থেকে ৬০০ পর্যন্ত।
৬. পিক্সি কাটিং
মেয়েদের ছোট চুলে বয় কাট অনেক প্রচলিত। সেটা কেই নানা রকম ভাবে এখন করা হচ্ছে পিক্সি স্টাইল। এটি যেকোনো মুখের সেপেই মানায়। যত্ন করাও বেশ সহজ। চুল খুব ছোট করতে না চাইলে আগে থেকে ভেবে নাও কতটা চুলে করবে। এটি সেই ভাবেই হবে। এক্ষেত্রে খরচ হতে পারে ৩০০ থেকে ৭০০।
৭.মোটা চুলের কাটিং
চুলের ধরন অনুযায়ী চুল কাটা উচিত। সব ধরনের চুলে সব কাট মানায় না। কিন্তু যদি চুল মোটা হয় তাহলে সব কাটই মানিয়ে যায়। মোটা চুলে সব ধরনের হেয়ার কাটই ভালো হয়। তবে মুখ যদি গোল বা ডিম্বাকৃতি হয় তাহলে সামনে ব্যাঙ্গস আর পিছনে লেয়ার কাট বেশি ভালো লাগবে।
৮. পাতলা চুলের কাট
পাতলা চুলে কিন্তু যেকোনো কাট মানায় না। তাই বুঝে কাটা ভালো। এই চুলে ভলিউম লেয়ার, লেয়ার বাঙ্গস করে লেয়ার ভালো লাগবে। এটা যেকোনো ভালো পার্লারে চুল দেখে বলে দেবে।
৯. কোঁকড়ানো চুলের কাট
কোঁকড়ানো চুল ছোট করলে খুব একটা ভালো লাগে না। তাই লম্বা রেখেই কোন কাট করা ভালো। কোঁকড়ানো চুলে সব থেকে ভালো লাগে ভলিউম কাট। তাই এবার ভলিউম কাট করে সবাইকে তাক লাগিয়ে দাও।
১০. ঢেউ খেলানো চুলের কাট
যাদের চুল ঢেউ খেলানো তাদের জন্য ইমো, স্টেপ লেয়ার বেশি চলছে। যাদের চুল সোজা তারা চুল লম্বা রাখলেই দেখতে ভালো লাগে। তবে তারা সামনের দিকটা ছোট করে পিছনটা লম্বা রাখতে পারো। তবে মুখের আকৃতি অনুযায়ী চুল কাটো। যেকোনো ভালো জায়গায় এটা বলে দেবে।
মন্তব্য করুন