সারা বছরের অপেক্ষার অবসান হতে আর মাত্র কয়েকদিন বাকি। মা দুর্গার বাপের বাড়ি আসার সময় হয়ে এলো বলে। বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, মায়ের আগমন সবসময় আনন্দদায়ক। তাই নতুন জামা পরে মাকে ঘরে আনতে রেডি হয়ে যান সকলে।
আজ বেছে বেছে তাই একেবারে নতুন ১০টি কুর্তির কালেকশান হাজির করলাম। পছন্দ করে নিন খুশি মত। দাম? আরে আগে বাছুন তারপর কিনুন। তবে চুপিচুপি বলে রাখি খুবই সস্তায় পেয়ে যাবেন এই সুন্দর কুর্তি গুলো।
১. গোলাপি রঙের ওভেন ডিজাইন কুর্তি

ভি নেক ডিজাইন গোলাপি রঙের এই কুর্তি পুজোর আলোর রোশনাই দ্বিগুণ করে তুলবে। এথনিক মোটিফসের প্রিন্ট প্যাটানে এটি বানানো।
২. গ্রে ও পিঙ্ক এমবয়ডারি আনারকালি কুর্তি

রঙিন সুতোর কাজ করা ফ্লোরাল প্রিন্টের ব্রাইট লং কুর্তি।
৩. লাল ও সাদা সাহারা পালাজো স্টাইল কুর্তি

বাঁধনি প্রিন্টের অপূর্ব সুন্দর নক্সা করা লাল রঙের সাহারা পালাজো স্টাইল কুর্তি।
[amazon box=”B08FBSRCBB” title=”লাল ও সাদা সাহারা পালাজো স্টাইল কুর্তি” description=”১০০% পিওর কটন ফেব্রিক” button_text=”কিনুন”]
৪. নীল কালো লেয়ারড স্টাইল কুর্তি ডিজাইন

নীল কালো লেয়ারড স্টাইল এই কুর্তি অনলাইনে এখন ট্রেন্ডিং। এর কালার ও স্টাইল দুই খুব আনকমন।
৫. জ্যাকেট স্টাইল লং কুর্তি ডিজাইন

স্লিভলেস কুর্তির উপর জ্যাকেট স্টাইল এই লং কুর্তি আপনার পুজোর সবচেয়ে সুন্দর ও পছন্দের পোশাক হতে পারে কিন্তু এবছর!
[amazon box=”B081B6HV3L” title=”জ্যাকেট স্টাইল লং কুর্তি ডিজাইন” description=”প্রিন্টেড জ্যাকেট স্টাইল কুর্তি” button_text=”কিনুন”]
৬. ক্রিম কালার ডিটেল এ-লাইন কুর্তি

ছবি দেখেই বুঝতে পারচ্ছেন সিম্পলের মধ্যেও কতটা স্টাইলিশ এই কুর্তি ডিজাইন।
৭. সারা আলি স্টাইল কটন কুর্তি

সারা আলি স্টাইল এই কটন কুর্তি কিন্তু পিওর কটনের।
[amazon box=”B08DNKSZLV” title=”সারা আলি স্টাইল কটন কুর্তি” description=”স্টাইলিশ কটন কুর্তি” button_text=”কিনুন”]
৮. ব্রাউন ও পিঙ্ক ফ্লোরাল এ-লাইন কুর্তি

ফ্লোরাল এ-লাইন কুর্তির মধ্যে সবচেয়ে ক্লাসি লুকের এই কুর্তি ডিজাইন।
৯. কটন সিল্ক প্রিন্সেস কাট কুর্তি

‘পাপা কি পরী’রা শুধু নয় সব রাজকন্যার কথা মাথায় রেখেই এই প্রিন্সেস কাট কুর্তি বানানো।
১০. স্টাইলিশ এম্বলিসড কুর্তি ডিজাইন

ইউ কাট নেক ডিজাইন ব্রাইট ও ক্লাসি লুকওয়ালা কুর্তির সন্ধানে থাকলে চোখ বুঝে অর্ডার করে দিন এটি।
মন্তব্য করুন