পুজোর সময় কেবল আপনিই সাজবেন, আপনার ছোট্ট সোনাটাকে সাজাবেন না তা কি হয়? ওদেরও তো ইচ্ছা করে একটু সাজগোজ করতে, তাই বলে মেকআপ একেবারেই নয়, মিষ্টি মিষ্টি হেয়ার স্টাইল করে ওদের সাজিয়ে দিলেই কিন্তু ওদের দেখতে ভারি সুন্দর লাগবে। আজ তাই জেনে নিন ছোট্ট সোনাদের ১০টি কিউট হেয়ার স্টাইল।
তিনটে কিউট ও সিম্পল হেয়ার স্টাইল
১. কিউট ঝুটিঃ
সবার প্রথমে মাঝখান থেকে সিঁথে করে নিন। এবার মাথার মাঝ বরাবর পার্টিশান করে নিন। ক্রাউন এরিয়ার চুলটা ব্যাকব্রাশ করে দিন। এরপর সামনের অংশের চুলটা ছোট ছোট করে ঝুঁটি বেঁধে নিন। সমস্ত ঝুঁটিগুলি একজায়গায় করে মাথার ওপর বেঁধে নিয়ে সুন্দর একটা ক্লিপ লাগিয়ে দিন। ব্যাস তৈরি কিউট হেয়ার স্টাইল।
২. ছোট বিনুনির বাহারঃ
মাথার সামনের অংশে বাঁধা ঝুঁটিগুলিকে ভেতরের দিকে ভরে দিন। এবার দুপাশের ছোট ছোট ঝুঁটিগুলি এক জায়গার করে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিন। ওই অংশের চুলে ক্রিসক্রস করে ক্লিপ আটকে নিন।
৩. বো – ক্লিপ বিনুনি স্টাইলঃ
চুলটাকে বাঁদিকে সিঁথে করে নিন। যে অংশে চুলের পরিমাণ কম সেখানে মাথার ওপর থেকে বিনুনি বাঁধতে শুরু করুন। হয়ে গেলে সেটাকে একটি রাবার ব্যান্ড দিয়ে আটকে চুলের মধ্যে লুকিয়ে ফেলুন। বিনুনিটি যেখানে শেষ হচ্ছে সেখানে একটা বড় বো-ক্লিপ লাগিয়ে নিন, আর বাকি অংশে আর একপাশের চুলটা খোলা রেখে দিন।
দুটি কিউট পার্টি টাইপ বেবি হেয়ার স্টাইল
৪. ক্রিসক্রস পিন বাঁধা হেয়ার স্টাইলঃ
কিউট অথচ পার্টি হেয়ার স্টাইল বানানোর জন্য সবার আগে চুলটাকে ভাল করে আঁচড়ে নিন। মাঝখান থেকে সিঁথে করে নিয়ে একপাশ থেকে খানিকটা চুল নিয়ে চুলের তলায় দুটে আঙুল রেখে পেঁচিয়ে একটা নট বানিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন। বাকি অংশের চুল দিয়ে ক্লিপটাকে ঢাকা দিয়ে দিন। চুলটাকে সিকিওর করলে সবসময় ক্রিসক্রস করে হেয়ারপিন লাগাবেন।
৫. ক্রাউন স্টাইল হেয়ার স্টাইলঃ
একইভাবে সবার প্রথমে মাথার মাঝখানে সিঁথে করে নিন। এবার সিঁথের একপাশে সামনের দিকের চুল থেকে একটা ছোট্ট সেকশন নিয়ে সেটাকে ২ ভাগে ভাগ করুন এবং দড়ির মতো করে পেঁচাতে থাকুন। একইভাবে এর নীচের অংশ থেকে আর একটা সেকশন নিয়ে সেটাকে ২ ভাগে ভাগ করে দড়ির মতো পেঁচাতে থাকুন। এবার প্রথমটা থেকে পিন সরিয়ে দুটো অংশ রাবার ব্যান্ড দিয়ে আটকে নিন। ক্রাউন এরিয়ার চুলটাকে একপাশে ক্লিপ দিয়ে ধরে রাখুন। এখন দুটি চুলের অংশ পিনের সাহায্যে সিকিওর করে নিন। ক্রাউন এলাকার চুলের ক্লিপটা খুলে ওপর থেকে ফেল দিন, যাতে পিনটা দেখা না যায়। ওপর থেকে আপনার পছন্দমতো ক্লিপ লাগিয়ে নিন।
বাচ্চাদের খোঁপা টাইপ হেয়ার স্টাইল
৬. বান ঝুঁটি হেয়ার স্টাইলঃ
আপনার ছোট্ট সোনার চুল যদি খুব ছোট হয়, তাহলেও করতে পারবেন মিষ্টি এই হেয়ারস্টাইল।এক জন্য মাথার সামনের থেকে ক্রাউন এরিয়া পর্যন্ত চুল নিয়ে মাথার ওপরে একটা ঝুঁটি বেঁধে নিন। তারপর একটা মোটা বান ঝুঁটির ওপর বসিয়ে চুলটাকে তার মধ্যে থেকে ঢুকিয়ে বাইরের দিকে বের করে নিন। এবার একটা রাবার ব্যান্ড দিয়ে সিকিওর করলেই বান রেডি।
৭. রেডি বো হেয়ার স্টাইলঃ
আপনার মেয়ের চুল যদি একটু লম্বা হয়, তাহলে অবশ্যই এই হেয়ারস্টাইল ট্রাই করুন। এর জন্য সবার প্রথমে চুল আঁচড়ে নিয়ে মাথার ওপর একটা পনিটেল বেঁধে নিন, তবে রাবার ব্যান্ডের লাস্ট ফোল্ডটাতে চুলটা অর্ধেক নিয়ে বাকি অংশটা ছেড়ে দিন। এবার ফুলে থাকা চুলের অংশটা থেকে দুটটি ভাগে ভাগ করে নিন। এবং মাথার সামনে থাকা অতিরিক্ত চুলটাকে ঘুরিয়ে পিছনের দিকে আটকে নিন। রেডি বো হেয়ার স্টাইল, এবার কিছু ক্লিপ দিয়ে বো-টাকে আরও সিকিওর করে দিতে পারেন।
কিউট ও ক্লাসি হেয়ার স্টাইল
৮. দবল স্টাইল সিঙ্গেল বিনুনিঃ
সবার প্রথমে চুলটাকে চারভাগে ভাগ করুন। পিছনের অংশের সিঁথের দুপাশের চুলটা দিয়ে দুটে ঝুঁটি বেঁধে নিন। এবার সামনের অংশের চুলটাকে দড়ির মতো পাকিয়ে ঝুঁটির সঙ্গে আটকে নিন। এবার ঝুঁটিটাকে ভেতরের দিকে ফোল্ড করে আটকে দিন।
৯. রাবার ব্যান্ড ও পিন স্পেশাল হেয়ার স্টাইলঃ
কাঁধের ওপর পর্যন্ত চুল হলে এই হেয়ার স্টাইলটা করতে পারবেন খুব সহজেই। এর জন্য ক্রাউন এরিয়ার পিছন দিকে একটা পনিটেল বেঁধে নিন। এবার পনির চুলটাকে ২ভাগে ভাগ করুন এবং বাকি দুপাশের চুল অল্প করে নিয়ে তার সঙ্গে বেঁধে দিন। এবার তৈরি হওয়া দুটি পনি থেকে কিছুটা করে চুল নিয়ে নীচের দিকে আটকে নিন। এবার সমস্ত চুলটা একসঙ্গে নিয়ে রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখুন। এবার মনের মতো ক্লিপ বা পিন দিয়ে ডেকরেট করুন।
১০. হার্ট শেপ হেয়ার স্টাইলঃ
এর জন্য সবার আগে সামনের অংশের চুলটা টেনে নিয়ে পিছনের দিকে বেঁধে নিন। খানিকটা ছেড়ে তার তলায় আর একটা রাবার ব্যান্ড লাগিয়ে নিন। এবার মাঝের অংশটা উপরের দিকে তুলে হার্ট শেপের মতো ফোল্ড করে তুলে ধরুন এবার এটাকে সিকিওর করতে একটা হেয়ার পিন বা চুলের কাঁটা আটকে দিন।
মন্তব্য করুন