বিতর্ক আর পুনম পাণ্ডে যাকে বলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আরও একবার বিতর্কের জালে ধরা দিলেন বলিউডের অভিনেত্রী পুনম পাণ্ডে। তবে এবারে বিষয়টা খুবই সিরিয়াস।
গোয়ায় সমুদ্রের পাড়ে নগ্ন ভিডিও শ্যুট করার দায়ে পুলিশের দ্বারা আটক হয়েছেন পুনম। খোদ গোয়া মহিলা সমিতির থেকে পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয় গ্রেফতার করার জন্য। এ বিষয়ে পুলিশ তাদের ভূমিকা যথাযথ পালন করে পুনমকে পুলিশের হেফাজতে নিয়ে নেয়।

কী অভিযোগ ওঠে পুনমের বিরুদ্ধে?
পুনমের বিরুদ্ধে অভিযোগ, যে তিনি গোয়ার সমুদ্রে অশ্লীল ভিডিও শুট করেছিলেন। দুর্গাদাস কামাত হলেন গোয়া ফরওয়ার্ড পার্টির সহ-সভাপতি। তিনি অভিযোগ আনেন, পুনম চাপোলি ড্যামে ‘পর্ন ভিডিও’ শুট করেছেন। জলসম্পদ দপ্তরের নিয়ন্ত্রণাধীনে রয়েছে ওই জায়গাটি। মূলত এখানে শুটিংয়ের অনুমতি দিয়ে থাকে এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া। কীভাবে এখানে এমন নোংরা অশ্লীল শুটিং করার অনুমতি দেওয়া হল সেই প্রশ্নও উঠিয়েছেন দুর্গাদাস কামাত। একইসঙ্গে প্রশ্ন তোলেন, দিনে দিনে গোয়াকে নোংরা সিনেমার শুটিং স্পট বানানোর চেষ্টা করা চলছে কিভাবে?
মূলত এই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন পুনম। তবে গ্রেফতারের কিছুক্ষণ পরে তিনি বেল পেয়ে যান।
মন্তব্য করুন