রোজ ডায়েট চার্টে মধু থাকে তো? না থাকলে আজই যোগ করুন।বিশেষ করে পতঞ্জলির মধু।কি ভাবছেন শুধু পতঞ্জলি মধুই কেন?বাজারে তো আরও কত ভালো ব্র্যান্ড রয়েছে।সে তো আছে।কিন্তু পতঞ্জলি মধুর মত সেগুলো কি প্রাকৃতিক?এই পতঞ্জলি মধুর গুণ শুনলে আপনিই চমকে যাবেন।দেখুন।
বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি পতঞ্জলির মধুতে রয়েছে ভিটামিন বি-১,২,৩,৫ ও ৬।এছাড়াও রয়েছে আয়োডিন,জিঙ্ক,কপারের মত উপাদান যা কাজ করে অ্যান্টি-ব্যাকটেরিয়াল রূপে।তাই বুঝতেই পারছেন প্রতিদিন এই একটু মধু খেলে,আপনি কতটা হেলদি থাকতে পারেন?ঠিক কি কি উপকার পেতে পারেন এই মধু থেকে দেখে নিন একবার।
উপকারিতা
সর্দিকাশি
আপনার বাড়ির ছোট্ট সোনার খুব ঠাণ্ডা লাগার ধাত?তাহলে রোজ তাকে একটু করে খাওয়ান পতঞ্জলির মধু।এটা তাকে সর্দিকাশির এই সমস্যা থেকে অনেকটা দূরে রাখবে।কারণ এতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান,যা শরীরকে এই সমস্ত ভাইরাস থেকে রক্ষা করে।আপনার এই সমস্যা থাকলে ট্রাই করেই দেখুন পতঞ্জলি মধু।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে
শুধু সর্দিকাশি নয়,অন্যান্য রোগের হাত থেকেও শরীরকে রক্ষা করে।শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।প্রতিদিন সকালে এই মধু খেলে শরীর পরিষ্কার রাখতে সাহায্য করে।টক্সিন রিমুভ হয়।তার ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতেও বেশ উপকারী এই মধু।
হার্টের জন্যও ভালো
হার্টের জন্যও ভালো এই মধু।কারণ মধু রক্তে কোলেস্টেরলের পরিমাণ ঠিক রাখে ও অ্যান্টি-অক্সিডেন্টর পরিমাণ বাড়ায়।তার ফলে হার্ট থাকে সুস্থ।
এনার্জি বাড়ায়
মধু শুধু যে শরীর সুস্থ রাখে তাই নয়,এনার্জি বাড়াতেও সাহায্য করে এই মধু। তাই এবার থেকে নিজের এনার্জি ঠিক রাখার জন্য,এনার্জি ড্রিঙ্কের বদলে মধু খান।আর চিনিকে কমিয়ে মধুর জায়গা করে দিন।তাহলেই দেখবেন সারাদিন থাকবেন এনার্জিতে ভরপুর।এছাড়াও মধু ভালো ভাবে ঘুমোতেও সাহায্য করবে।
গ্লোয়িং স্কিন
এ তো গেল শরীরের কথা,এবার আসি স্কিনের কথায়।রূপচর্চায় মধুর ব্যবহার তো অনেকদিন থেকেই।গ্লোয়িং স্কিন তো বটেই,তার সাথে পরিষ্কার ও ব্রণ মুক্ত ত্বকও তো চাই।রোজ শুধু একটু মধু মুখে ম্যাসাজ করে আধঘণ্টা মত রেখে দিন,তারপর ধুয়ে ফেলুন।এভাবে একমাস টানা করুন তো।তারপর দেখুন স্কিন কেমন চকচকে,স্মুথ,ব্রণ মুক্ত থাকবে।এটা স্কিনকে ভেতর থেকে পরিষ্কার রাখে।ময়েশ্চারাইজড রাখে।তাই শীতে রোজ একটু করে মধু মেখে নিলে,স্কিন যেমন গ্লোয়িং হবে তেমনই ময়েশ্চারাইজড থাকবে সারাদিন।
➡ ইন্সট্যান্ট গ্লো পেতে চান? সাহায্য করবেন কেয়া শেঠ।
চুল ভালো রাখতে
সুন্দর স্কিন তো বটেই,তার সাথে সুন্দর চুল পেতেও সাহায্য করবে এই মধু। কিচ্ছু না,জাস্ট শ্যাম্পুর সাথে একটু মধু মিশিয়ে শ্যাম্পু করুন।চুল থাকবে সিল্কি স্মুথ।আর এটা খুশকি কমাতেও সাহায্য করবে।স্ক্যাল্পে ১০ মিনিট লাগিয়ে রাখুন মধু।তাহলে স্মুথ আর সিল্কি চুল পেতে,ভুরি ভুরি টাকা খরচা নয়,জাস্ট একটু মধুই যথেষ্ট।
প্যাকেজিং
এবার নিশ্চয়ই ভাবছেন,একবার ট্রাই করে দেখাই যাক পতঞ্জলির মধু।এটা আপনি তিনটি মাপে পাবেন।২৫০ গ্রাম,৫০০ গ্রাম আর ১কেজিতে।দাম বেশ কম।
দাম ৭৫/- (২৫০ গ্রাম)।
১৩২/- (৫০০ গ্রাম)।
২৬০/- (১ কেজি) ।
তাহলে দেখলেন তো পতঞ্জলি মধুর গুণ,দাম একদম পকেট ফ্রেন্ডলি।তাই ফিট আর সুন্দর থাকতে আজই কিনে আনুন পতঞ্জলির মধু।তারপর তফাৎটা দেখুন।
পতঞ্জলি অ্যালোভেরা জেল ত্বকের এই ৫টি সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে
মন্তব্য করুন