পশ্চিমবঙ্গের ভূমি তথ্য বা মৌজা ম্যাপ জানা এখন আপনার নাগালের মধ্যে। অনেকদিন ধরেই হয়তো ভাবছিলেন কীভাবে জানা যায় নিজের মৌজার মাপ। আমরা তাই চলে এসেছি আপনাকে জানাতে সব পদ্ধতি বিশদে। আসুন দেখে নেওয়া যাক।
বাংলার ভূমি ( banglarbhumi )
আপনাদের যাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে নিজ জমির মাপ ইত্যাদি যাবতীয় তথ্য নথিভুক্ত করা আছে, তারা কর বা যে কোনো প্রয়োজনে নিজের জমির বর্তমান মূল্য বা সকল তথ্য এক সাথে যদি জানতে চান, তাহলে আপনাদের সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর নতুন ওয়েবসাইট এনেছেন, ‘বাংলার ভূমি ( banglarbhumi )’।
কীভাবে দেখবেন?
অফিশিয়াল ওয়েবসাইট-এ আসা
প্রথমে ‘google chrome’-এ এসে ‘google’ খুলতে হবে। তারপর তার মধ্যে ‘banglarbhumi’ টাইপ করে এন্টার দিতে হবে। তাহলে আপনারা ‘Land And Land Reform Department’-এই optionটি পাবেন। এবার এখানে ক্লিক করলে অফিশিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে।
মৌজা পরিচিতিতে আসা
অফিশিয়াল ওয়েবসাইট খোলার পর সেখানে দেখবেন বাঁদিক করে অনেক option আছে। সেখান থেকে ‘Know your Property’ option-এ ক্লিক করতে হবে। তাহলেই দেখবেন একটা পেজ খুলে যাবে ‘খতিয়ান ও দাগের তথ্য’ বলে। সেখানেই ‘মৌজা পরিচিতি’ অংশটা দেখতে পাবেন।
খতিয়ানের সাহায্য নেওয়া
‘মৌজা পরিচিতি’ অংশে তিনটি option আসবে, যেখানে আপনাদের জেলা( District), ব্লক( Block) ও মৌজা( Mauza )-র নাম সিলেক্ট করতে হবে। দেখবেন প্রত্যেকটার পাশে একটা বক্স মতো আছে, যার মধ্যে একটা ছোট তীর চিহ্ন আছে।
সেই চিহ্নে ক্লিক করলেই একটি তালিকা বেরোবে, যেখান থেকে আপনি উপযুক্ত option বেছে নিয়ে ক্লিক করুন। এভাবে তিনটেই করুন। এবার দেখবেন পাশে আরেকটি ঘর আছে যেখানে দু’টি option আছে, ‘খতিয়ান নং অনুযায়ী’ ও ‘দাগ নং অনুযায়ী’। আপনাকে ওই ‘খতিয়ান নং অনুযায়ী’-তে ক্লিক করতে হবে, যেমন ধরুন 11/1। এবার আপনাকে ‘Submit’-এ গিয়ে ক্লিক করতে হবে। তাহলেই দেখবেন আপনার সামনে একটি বক্স খুলে যাবে যাতে আপনার নাম, আপনার পিতার নাম, জমির পরিমাপ, দাগের সংখ্যা এই সব চলে আসবে বিশদে।
আরেকবার সবটা দেখে নিন
বন্ধুরা, আপনাদের জন্য প্রতিটা স্টেপ পরপর সাজিয়ে দিচ্ছি। এভাবে পরপর আপনারা যেতে পারেন। দেখুন-
Google chrome – google – banglarbhumi ( enter key ) – Land and Land Reform Department – ( official website ) – ‘know your property’ – খতিয়ান ও দাগের তথ্য – মৌজা পরিচিতি – নির্দিষ্ট তথ্য লিখুন – ‘খতিয়ান নং অনুযায়ী’ – নং দিন – ‘submit’ – আপনার সামনে আপনার জমির তথ্য।
তাহলে, এখন তো আর কোনো সমস্যাই রইল না। যাবতীয় যা তথ্য জানার ওপরের নিয়ম মেনে করে ফেলুন তাড়াতাড়ি।
রুবাই মণ্ডল
স্যার,আমি বীরভূম জেলার অন্তর্গত। আমি কিভাবে আমার নিজের মৌজার CS ম্যাপ (নকশা) পাব।অনলাইন বা অফলাইন যেখানেই হোক জানাবেন দয়া করে। নমস্কার
DusBus Staff
online a gie Bhumi likhe khujun peye jaben asa kori.