বছরের শেষ কয়েকটা দিন মানেই বড়দিনের আনন্দ, নতুন বছর আসার অপেক্ষা আর পার্ক স্ট্রিটের রাস্তায় রাস্তায় খুশির উদযাপন। এবছরও সেই একই ভাবে বছরের শেষ কয়েকটা দিনের জন্য সেজে উঠেছে পার্ক স্ট্রিট। দেখে নিন তারই কিছু ছবি। পার্ক হোটেলের সামনের রাস্তা পার্ক স্ট্রিটের মেন রাস্তা আলোয় সাজানো পার্ক স্ট্রিট বড়দিনের সাজে আমাদের পার্ক স্ট্রিট আলোর রোশনাইয়ে মোড়া
মন্তব্য করুন