আপনার জীবনে সন্তানের আগমনের সংবাদের থেকে শুভ কিছু নিশ্চয়ই আর কিছু হতে পারে না। তবে জন্মের পরেই তার পরিচয় মানে কী নামে তাকে ডাকা হবে, সেই জল্পনা কল্পনা নিশ্চয়ই অনেকদিন আগে থেকেই মনের মধ্যে শুরু হয়ে যায়।
তাই আপনার ছোট্ট কন্যা সন্তানের নাম খুঁজে বের করতে ‘দাশবাস’ কিন্তু আপনাকে সাহায্য করতেই পারে। তাই তো ২৫ টি সুন্দর অর্থসহ নামের সম্ভার নিয়ে আমি আজ হাজির হয়েছি যার প্রথম অক্ষর হলো ‘প’। অক্ষরটি মনের মত হলে নামগুলি দেখে ফেলুন।
১. পরমা
আপনার সন্তান আপনার কাছে পরম প্রিয়। তাই পরমা নাম কিন্তু আপনার কন্যা সন্তানের জন্য একেবারে মানানসই। এর অর্থ হলো উৎকৃষ্ট বা উত্তম।
২. পূর্বিতা
পূর্বিতা কথাটির অর্থ হলো অগ্রগন্যতা। এমন সুন্দর অর্থ যুক্ত নাম কিন্তু আপনার ছোট্ট সোনার জন্য বেশ সুন্দর।
৩. পূর্ণা
পূর্ণা কথার অর্থ হলো পরিপূর্ণ বা যাতে কোনো ঘাটতি নেই। আপনার কন্যা সন্তানও কিন্তু আপনাকে পরিপূর্ণ করে। তাই এই নাম একেবারে সঠিক।
৪. প্রাচী
প্রাচী নামটিও বেশ সুন্দর আপনার সন্তানের জন্য। এর অর্থ সকাল।
৫. প্রেক্ষা
আপনার কন্যা সন্তান আপনার ঘরের লক্ষ্মী। তাই তার নাম প্রেক্ষা হলে একেবারে মানাসই হবে। কারণ এর অর্থ হলো দেবী লক্ষ্মী।
৬. প্রজ্ঞা
প্রজ্ঞা কথাটির অর্থ হল সাহস। তাই এই নাম বেশ সুন্দর আপনার শিশু কন্যাটির জন্য।
৭. পুণ্যপ্রভা
এমন সুন্দর নাম কিন্তু আপনার মেয়ের জন্য বেশ সুন্দর। এর অর্থ সুন্দর প্রভাত বা পুণ্য প্রভাত।
৮. পারিজাত
পারিজাত নামটি যেমন সুন্দর, তেমনি সুন্দর এর অর্থ। তাই কন্যা সন্তানের জন্য একেবারে মানানসই। এর অর্থ পদ্মফুল।
৯. প্রীতিস্মিতা
সদা হাস্যময়ী অর্থে এই নামটি ব্যবহৃত হতে পারে। আপনার কন্যা সন্তানের জন্য বেশ সুন্দর এই নাম।
১০. প্রীতিলতা
এই নামটিও কিন্তু অত্যন্ত সুন্দর। তাই আপনার ছোট্ট সোনার নাম হিসেবে বেছে নিতেই পারেন এই নাম।
১১. প্রেমা
মেয়েরা সব সময়েই স্নেহ ভালবাসার প্রতীক। তাই আপনার কন্যা সন্তানের নাম প্রেমা রাখতেই পারেন। এর অর্থ প্রেম, স্নেহ, ভালবাসা।
১২. পৃথা

পৃথা নামটিও বেশ সুন্দর এবং এটি কুন্তির আরেক নাম।
১৩. পান্খুড়ি
ফুলের পাপড়ি বোঝাতে এই নাম ব্যবহার করা হয়। এমন সুন্দর নাম কিন্তু আপনার সুন্দর নিষ্পাপ কন্যাটির জন্য একেবারে পারফেক্ট।
১৪. পদ্মজা
পদ্মফুল থেকে জাত বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। এটিও কিন্তু ভালো নাম আপনার কন্যা সন্তানের জন্য।
১৫. পাঞ্চালী
দ্রৌপদীর আরেক নাম পাঞ্চালী। আপনার কন্যা সন্তানের জন্য বেশ ভালো এই নামটি।
১৬. প্রাশ্নিকা
এটিও বেশ সুন্দর নাম আপনার ছোট্ট শিশুটির জন্য। এর অর্থ প্রশ্ন করে যে।
১৭. পূর্বাশা
পূর্বাশা কথাটির অর্থ শুভ দিক বা পূর্বদিক। এই নামের অর্থও কিন্তু বেশ সুন্দর।
১৮. পার্বণী
খুব সুন্দর একটি নাম। এর অর্থও খুব সুন্দর। পার্বণের পারিতোষিক অর্থে এই কথাটি ব্যবহার করা হয়।
১৯. পূরবী
একধরণের রাগ বিশেষ। কন্যা সন্তানের নাম হিসেবে কিন্তু বেশ সুন্দর।
২০. পৌষালী
পৌষালী কথার অর্থ পৌষমাস সংক্রান্ত। এটিও বেশ সুন্দর অর্থ যুক্ত একটি নাম আপনার সন্তানের।
২১. প্রিয়ংবদা
এই নাম অত্যন্ত সুন্দর। এর অর্থ হলো প্রিয় বচন বলে যে।
২২. প্রাজক্তা
সাহসী অর্থে এই নামটি বোঝানো হয়।
২৩. প্রতীক্ষা
এই কথাটির অর্থ অপেক্ষা। এই নাম বেশ সুন্দর আপনার শিশুর জন্য।
২৪. পতত্রী
বেশ অন্য রকম এই নাম। আপনার কন্যা সন্তানের জন্য কিন্তু এই নাম বেছে নিতে পারেন আপনি।
২৫. পুলোকিতা
সদা আনন্দে থাকে যে সেই পুলোকিতা। এমন নাম নিশ্চয়ই আপনি বেছে নেবেন আপনার ছোট্ট সোনার জন্য।
মন্তব্য করুন