রোজ গোছা গোছা চুল পড়ে যাচ্ছে নাকি? গুচ্ছ দামী শ্যাম্পু, স্পা, হেয়ার ট্রিটমেন্ট, ম্যাসাজ করেও কোনো ফল পাননি? উল্টে মাথায় টাক পড়ার ভয়ে ভালো করে চিরুনি দেওয়াও বন্ধ হয়ে গেছে?
আপনার অতিরিক্ত চুল পড়ার সমস্যা আটকাতে আমরা ‘দাশবাসে’র হেয়ার কেয়ারে এবার হাজির করেছি খোদ কেয়া শেঠে পরামর্শ। অবাক হচ্ছেন? আরে অবাক না হয়ে এবার জলদি এই নতুন টিপসগুলো ফলো করুন দেখি।
১. মেথি আর অলিভ অয়েলের হেয়ার প্যাক
কেয়া শেঠ কিন্তু আপনার চুল পড়া আটকানোর জন্য মেথি আর অলিভ অয়েলের হেয়ার প্যাকের ম্যাজিক সলিউশন দিয়েছেন আপনার জন্য। দেখে নিন।
উপকরণঃ
- ২ চামচ মেথি
- ২ চামচ অলিভ অয়েল
পদ্ধতিঃ
মেথি সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন একটা স্মুদ পেস্ট বানান। এবার ওতে অলিভ অয়েল মিশিয়ে মাথার স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে লাগান। শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে এক ঘণ্টা রাখুন। তারপর জল দিয়ে মাথা ধুয়ে হালকা শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দু’দিন করুন। উপকার পাবেন। মেথি আপনার চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে আর অলিভ অয়েল চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায়।
২. অ্যালোভেরা আর জোজোবার হেয়ার প্যাক
রাস্তায় রোজ বেরিয়ে বেরিয়ে আপনার চুলের কি খুব খারাপ অবস্থা? চুলের ডগা ফেটে যাওয়া আর চুল পড়ে যাওয়ার সমস্যা যদি থাকে, তাহলে কেয়া শেঠ এই হেয়ার প্যাকটি ব্যবহার করার পরামর্শ দেন। অ্যালোভেরা চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায়, চুলকে নরম করে চুলের গোড়াকে শক্ত করে, জোজোবা বা জবা ফুলে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট চুল পড়া কমিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
উপকরণঃ
- ২ চামচ অ্যালোভেরার রস
- ৫ টা জবা ফুল
পদ্ধতিঃ
অ্যালোভেরার রস আর জবা ফুল মিক্সিতে বেটে ভালো করে চুলে, স্ক্যাল্পে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। একমাস এটা করে যাবার পর দেখবেন শুধু আপনার ঘন চুলের ম্যাজিক!
খুশকির সমস্যা? দূরে হটান!
খুশকির সমস্যায় আপনার কি নাজেহাল অবস্থা? পটাপট চুল পড়ে যাচ্ছে? আপনার টেনশনের দিনকে টাটা বলার জন্য কেয়া শেঠ এবার হাজির।
উপকরণঃ
- ৩-৪ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল
- ১৫-২০ ফোঁটা নারকেল তেল
পদ্ধতিঃ
রোজমেরি এসেনশিয়াল অয়েল আর নারকেল তেল নিয়ে মিশিয়ে মাথায় ভালো করে ম্যাসাজ করে লাগান। ২ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার অ্যাপ্লাই করুন। দেখবেন খুশকিও হাওয়া আর আপনার চুলও হাসছে!
তাহলে কেয়া শেঠের অসাধারণ কয়েকটি হেয়ার প্যাকের খবর আপনাদের দিলাম, দেরী না করে জলদি ছুটির দিনে অ্যাপ্লাই করে ফেলুন, আর হাতে নাতে ফল পান। আপনার বন্ধুরা দেখবেন আপনার চুল দেখে হাঁ করে তাকিয়ে আছে। আর দেখবেন এবার আপনার বরও আপনার ঘন কালো রেশমি চুলের প্রেমে পড়ে গেছেন!
মন্তব্য করুন