ওজনের ভারে আপনি ভারাক্রান্ত? অনেক কিছু করেও কিছু হচ্ছে না? সময় এসেছে এবার ডায়েট বদলানোর। ডায়েট চার্ট বদলানো মানে খাওয়া কমানো নয়। অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে, খাওয়া বন্ধ করলে বা কম খেলে ওজন কমে যায়। একেবারেই না। বরং এতে শরীরে নানা সমস্যা দেখা দেয়। পাশাপাশি ওজন অনেক সময় বেড়ে যায়। তাই খাওয়া না কমিয়ে সঠিক ডায়েটের সাহায্যে ওজন কমান।
সকালের ব্রেকফাস্ট
সকালের ব্রেকফাস্ট আমরা অনেকেই করে থাকি না অনেক সময়। যা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাই সকালে নিয়মিত ব্রেকফাস্ট করুন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন রোজ অল্প সময়ের জন্য হলেও, সবার প্রথমে কিছু এক্সাসাইজ করার চেষ্টা করুন। যোগাসন ভুঁড়ি কমাতে ও ওজন কমাতে খুবই সাহায্যে করে। যাই হোক এরপর সবার প্রথমে অল্প গরমজলে একটা পাতি লেবু হাফ ও এক চা চামচ মধু মিশিয়ে খান। তার ৩০ মিনিট পর হেভি ব্রেকফাস্ট করুন। একটা রুটি, এক বাটি সবজি, দুটো ডিম সেদ্ধ কুসুম ছাড়া ও একটি আপেল বা কলা খান। মাঝে মাঝে রুটি সবজির বদলে ব্রাউন ব্রেড ও হালকা বাটার খেতে পারেন।
দুপুরের খাওয়া
পুরে বাঙালীর মত মাছে ভাতে রসিয়ে খাওয়া ভুলুন। স্যালাড খান একবাটি। বা একটা রুটি ও একবাটি ডাল। এসব ভালো না লাগলে এক বাটি সবজি খান হালকা তেলে বানানো। তবে খেয়াল রাখবেন যা খাবেন পেট হালকা রেখে খাবেন না। পেট ভরে খান। লাঞ্চের এক ঘণ্টা পর যেকোনো ফল একটা খেতে পারেন।
রাতের খাবার
রাতের খাওয়া একদম সিম্পল। রাতে একটা রুটি ও সবজি খেতে পারেন। আর তা না হলে এক বড় বাটি ডাল। লাঞ্চ আর ডিনারের মাঝে খিদে পেলে ফ্রুট স্যালাড অল্প খেতে পারেন। যাই হোক রাতে একদম হালকা খাওয়া। তবে আবারও বলছি পেট ভরে খান।
যে যে বিষয় খেয়াল রাখবেন
ভাত, আলু একেবারে খাওয়া চলবে না। ভাত সপ্তাহে একবার এক থেকে দুই চামচ খেতে পারেন। মাছ, শাক সবজি খান প্রচুর পরিমানে। মাংস সপ্তাহে একদিন খান। তবে শুধু মুরগির মাংস। খিদে পেলে ফল খান। নানা রকমের ফ্রুট জুস খান। তবে রাস্তাঘাটের কাটা ফল বা জুস একদম খাবেন না। যা খাবেন বাড়িতে বানিয়ে খাবেন।
খাওয়ার যাই খান তা একেবারে ঘড়ি ধরে সময় মত খেতে হবে। ভালো ফল পেতে সকাল ৯টায় ব্রেকফাস্ট করুন। তার ঠিক দুই ঘণ্টা পর মানে ১১ টায় লাঞ্চ করে নিন। রাতের ডিনার করতে হবে সন্ধ্যে ৭টার মধ্যে।
খাওয়ার এই নিদিষ্ট সময়ের মাঝে খিদে পেলে দুটি ক্রিম ক্রেকার বিস্কিট খান। অন্য কোন মুখরোচক খাবার নয়। তাছাড়া টাইম মেনে সঠিক ভাবে খেলে খিদে পাবে না।
সকালে ব্রেকফাস্টের আগে অবশ্যই ৩০ মিনিট যোগাসন করুন। আপনার শরীরকে ফিট রাখতে যোগাসন সাহায্যে করবে।
নিয়ম করে রাতে ৮ ঘণ্টা ঘুমনো খুবই জরুরি।
নিয়ম মত এসব মানলে দেখবেন ওজন কমতে বাধ্য। তবে খেয়াল রাখবেন শরীরে কোন রকম অস্বস্তি দেখা দিলে ডাক্তারের সাথে পরামর্শ করে তবেই করবেন।
গাজী আব্দুন নূর ওরফে আপনাদের প্রিয় রাজচন্দ্রের বাস্তব জীবনের কিছু ছবি
মন্তব্য করুন