যাদের ত্বক তৈলাক্ত প্রকৃতির, তাদের দুর্দশার আর শেষ থাকে না- অন্তত এমনটাই মনে করেন তৈলাক্ত ত্বকের অধিকারীরা। মুখের ত্বকে তেল জমার কারণে মেকআপের স্থায়িত্ব হ্রাস করে দিতে পারে। আর এই কারণেই তৈলাক্ত ত্বকের মহিলাদের নিজের জন্য একটি সঠিক কমপ্যাক্ট পাউডার বেছে নেওয়া খুবই দরকার।
কেন কমপ্যাক্ট পাউডার?
- একমাত্র কমপ্যাক্ট পাউডারই পারে ত্বকের তৈলাক্ত ভাব দূরে রেখে মেকআপকে মুখে ঠিকভাবে ধরে রাখতে সাহায্য করতে।
- তবে তৈলাক্ত ত্বকের জন্য বলে রাখি, আপনারা সবসময় ওয়াটার-বেসড ফাউন্ডেশন বেছে নিন।
- তবে প্রতিদিন যদি ফাউন্ডেশন ব্যবহার করতে স্বচ্ছন্দ বোধ না করেন তাহলে কমপ্যাক্ট পাউডার অবশ্যই ব্যবহার করুন।
- সাধারণত সানস্ক্রিন ব্যবহার করলে তৈলাক্ত ত্বক আরও ভারী দেখাতে পারে। এই কারণে তৈলাক্ত ত্বকে যতটা সম্ভব কমপ্যাক্ট পাউডার ব্যবহার করুন।
- এটি যেমন আপনার ত্বককে একটা ম্যাট ফিনিশিং দেবে তেমনই ত্বকের যত আনইভেন ভাব দূর করতেও সাহায্য করে।
- নিজের স্কিনটোন অনুযায়ী কমপ্যাক্ট পাউডার বেচে নিন।
- এবার আপনাদের দেব তৈলাক্ত ত্বকের জন্য পাঁচটি সেরা কমপ্যাক্ট পাউডারের খোঁজ।
১) ম্যাক ব্লট প্লেসড পাউডার

- অয়লি স্কিনের জন্য একেবারে আদর্শ একটি প্রোডাক্ট হল ম্যাক ব্লট প্লেসড পাউডার।
- এটি একদিকে যেমন ত্বক থেকে তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে, তেমনই ফাউন্ডেশানকেও ধরে রাখতে বিশেষভাবে সাহায্য করে।
- এই পাউডার ত্বকের ওপর একটা আলাদা রঙ এবং টেক্সচারও যোগ করে।
- চটজলদী টাচ আপের জন্য এই প্রোডাক্টটি অতুলনীয় এবং সেইসঙ্গে সারাদিন আপনার মেকআপকে ধরে রাখতে সাহায্য করে।
- মেকআপে একটা ন্যাচরাল ফিনিশিং দেয় এই কমপ্যাক্ট পাউডার।
২) বব্বি ব্রাউন স্কিন ওয়েটনেস পাউডার ফাউন্ডেশান

- তৈলাক্ত ত্বকের ওয়ান স্টপ সলিউশন হল বব্বি ব্রাউন স্কিন ওয়েটনেস পাউডার ফাউন্ডেশান।
- এটি আপনি ফাউন্ডেশন হিসাবে ব্যবহার করতে পারেন আবার পাউডার হিসাবেও ব্যবহার করতে পারেন।
- এর ক্রিমি টেক্সচার আপনার ত্বককে যেমন আকর্ষণীয় করে তোলে তেমনই ত্বককে কোমল এবং আরামদায়কও অনুভব করায়।
- এটি তৈলাক্ত ত্বকের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এবং ত্বকের ওপর থাকা ওপেন পোরস এবং দাগ ঢেকে দিতে সাহায্য করে।
- সেইসঙ্গে এটি ত্বককে উজ্জ্বল ও সতেজ দেখাতেও সাহায্য করে।
৩) মেবিলাইন নিউ ইয়র্ক ফিট মি প্রেসড পাউডার

- মেবিলাইনের নতুন নিউ ইয়র্ক ফিট মি প্রেসড পাউডারটি যদি আপনি ব্যবহার করেন তাহলে নিঃসন্দেহে একটা কথা বলতে পারি যে, আপনি এক নতুন আপনিকে খুঁজে পাবেন।
- ত্বককে স্মুদ করে তোলার এক অত্যাধুনিক ফর্মুলা লুকিয়ে রয়েছে এই কমপ্যাক্ট পাউডারে।
- এটি আপনার মুখের মেকআপকে প্রাকৃতিকভাবে সেট করতে সাহায্য করে এবং ত্বকের তেল নিঃসরণও নিয়ন্ত্রণ করে, যার ফলে আপানার ত্বকের টেক্সচারটি খুব সুন্দরভাবে ফুটে ওঠে।
- অত্যন্ত হালকা এই ফেস কমপ্যাক্ট পাউডার দীর্ঘ সময় ধরে ত্বকে থাকে এবং মেকআপের একটা ন্যাচরাল ফিনিশিং দেয়।
- এটি আপনার মুখের ওপেন পোরসগুলি আটকায় না, যার ফলে মুখে তেলতেলে ভাব ফুটে ওঠে না।
৪) ক্লিনিকিউ স্টে-ম্যাট শির প্রেসড পাউডার

- সম্পূর্ণভাবে তেল-বর্জিত এই কমপ্যাক্ট পাউডার আপনাকে এক নিখুঁত ম্যাট লুক দিতে বিশেষভাবে সাহায্য করে।
- তৈলাক্ত ত্বকের জন্য এটি একেবারেই আদর্শ কারণ, এটি অ্যাপ্লাই করার পর আপনার মুখ খুবই সতেজ দেখায় এবং বারবার টাচ আপেরও প্রয়োজন হয় না।
- আপনার মুখের যে যে অংশ অতিরিক্ত মাত্রায় তৈলাক্ত, সেখানে সেখানে এই পাউডার লাগান।
- এমনকি টোনড চেহারার ক্ষেত্রেও এই পাউডার ব্রাশ বা স্পঞ্জ দিয়ে লাগাতে পারেন।
৫) ল্যাকমে নাইন টু ফাইভ ফ্ললেস ম্যাট কমপ্লেক্সান কমপ্যাক্ট

- আপানর ত্বকের প্রাকৃতিক রঙ ধরে রাখতে এবং সম্পূর্ণ তেল-মুক্ত চেহারা পেতে ব্যবহার করুন ল্যাকমে নাইন টু ফাইভ ফ্ললেস ম্যাট কমপ্লেক্সান কমপ্যাক্ট।
- এই কমপ্যাক্টে রয়েছে ভিটামিন ই, যা আপনার ত্বকের পুষ্টি যোগায়, এবং সারাদিন ধরে আপনার ত্বককে একটা উজ্জ্বল রেডিয়েন্ট লুক দেয়।
- এর পাশাপাশি এটি আপনার ত্বকের দাগ-ছোপ লুকোতেও সাহায্য করে। কোথাও বেড়াতে গেলে এই প্রোডাক্ট সবচেয়ে আদর্শ।
- এর সঙ্গে অ্যাপ্লিকেটার স্পঞ্জ এবং আয়নাও রয়েছে, ফলে যেকোনও জায়গায় যখন খুশি এটি আপনি ব্যবহার করতে পারেন।
মন্তব্য করুন