আপনার ছোট্ট শিশুটিকে আদরের নামে ডাকতে চান, কিন্তু পছন্দের নাম পাচ্ছেন না, তাই তো? জানি, এমন সমস্যায় আমাদের প্রায়ই পড়তে হয়। আবার এদিকে আপনি ভেবেই রেখেছেন ছোট্ট শিশুটির নাম ‘ও’ ‘O’ দিয়েই রাখবেন। সে ক্ষেত্রে আমরা আপনাকে কিছু নামের তালিকা দিচ্ছি। দেখুন পছন্দ হয় কিনা।
১. ওজস্বিনী
অর্থাৎ মেধাবী। এর অর্থ উজ্জ্বলও হতে পারে। আপনার যদি হয় কন্যা সন্তান, তাহলে এই নামটি বেশ মানাবে কিন্তু।
২. ওমিশা
একটু আনকমন নাম। পুরাণে জন্ম ও মৃত্যুর দেবী হিসেবে এই নামের দেবীর নাম পাওয়া যায়। কন্যা সন্তানের ক্ষেত্রে বেশ ভালো নাম।
৩. ওমপ্রকাশ
অর্থাৎ ‘ওম’ এর আলো বা প্রকাশ। বেশ ভারী নাম। কিন্তু আপনার পুত্র সন্তানের ক্ষেত্রে মানানসই হতে পারে।
৪. ওম
খুব ছোট নাম। কিন্তু হিন্দু শাস্ত্রে ‘ওম’ শব্দের পবিত্রতা বিষয়ে আমরা সকলেই কম-বেশী অবগত আছি।
৫. ওজল
এর অর্থ হল দেখা। সাধারণত শোনা যায় না, কিন্তু অর্থপূর্ণ নাম এটি।
৬. ঐশী
এর অর্থ হল স্বর্গ। গোলাপ ফুলেরও আরেক নাম ঐশী। আপনার কন্যা সন্তানকে এই নামে আপনি ডাকতেই পারেন।
৭. ঐন্দ্রিলা
এই নামের অর্থ হল ইন্দ্রের স্ত্রী বা ইন্দ্রাণী। আপনার ছোট্ট মেয়েটিকে এই নামেও ডাকতে পারেন।
৮.ওস্মি
কন্যা সন্তানের এই নামটিও অপ্রচলিত, কিন্তু সুন্দর। এর মানে হল ব্যক্তিত্ব।
৯. ঐশানি
পার্বতীর আরেক নাম এটি। আপনার মেয়েকে এই নামেও ডাকতে পারেন।
১০. ওজা
এর অর্থ হল জীবনীশক্তি। আপনার যদি হয় কন্যা সন্তান, তাহলে এই ইউনিক নামটি ভাবতেও পারেন।
১১.ওমলা
এর অর্থ হল পৃথিবী। কন্যা সন্তানের ভালো নাম হিসেবে ভাবতে পারেন।
১২. ওনী
খুব ইউনিক কিন্তু ছোট্ট অথচ সুন্দর নাম। এর অর্থ হল ছায়া।
১৩. ওমপতি
ওমের অধিকারী যিনি। আপনার ছেলের এই নাম হতে পারে।
১৪. ওজায়িত
এর অর্থ হল সাহসী। আপনার ছোট্ট পুত্র সন্তানটির এই নামটি হতেই পারে।
১৫. ওমেশ
ওম এর ঈশ্বর যিনি, অর্থাৎ এ ক্ষেত্রে শিবকে বোঝানো হয় এই নাম দিয়ে। আপনার পুত্র সন্তানকে এই নামেও ডাকতে পারেন।
১৬. ওরী
নাম হিসেবে খুবই ছোট। কিন্তু অর্থের তাৎপর্যের দিক থেকে কিন্তু ছোট নয়। এর মানে হল দানশীল রাজা।
১৭. অলি (ওলি)
বানানের দিক থেকে ‘অ’ লিখলেও উচ্চারণে আমরা ‘ওলি’ই বলে থাকি। মানেটা হল ভ্রমর। নাম হিসেবে ছোট হলেও কিন্তু বেশ মিষ্টি নাম।
১৮. ওহস
ইউনিক নাম কিন্তু বেশ। মানেটা হল- প্রশংসা।
১৯. ওমাজা
ওমাজা হল একটি আধ্যাত্মিক শক্তি। আপনার মেয়ের এই ইউনিক নামটি হতেই পারে।
২০. ওমকারনাথ
এর অর্থ হল শিব। বেশ বড় নাম হলেও ভালো। আপনার পুত্র সন্তানের এই নামও হতে পারে।
‘ও’ দিয়ে প্রচলিত নাম খুব কম। তাই বেশ কিছু নাম না শোনা মনে হতে পারে। কিন্তু সে ক্ষেত্রে বলা যায় নামগুলো বেশ ইউনিকও। তাই আপনি হয়তো এর মধ্যে থেকেই পেয়ে যাবেন আপনার পছন্দের নামটি।
মন্তব্য করুন