কেরলের নিপা ভাইরাস এবার থাবা বসাতে চলেছে কলকাতায়, বিশেষজ্ঞদের তাই মত।গতকাল কলকাতার বেলেঘাটা আইডি হসপিটালে ভর্তি এক রোগীর দেহ নিপা ভাইরাস সংক্রমিত বলে সন্দেহ করা হচ্ছে। সাথে সাথে বারুইপুরের লিচু বাগানেও এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে স্পষ্ট করে এখন বলা হয় নি। তাই আগে থেকে সাবধান হয়ে যান। গত কয়েকদিনে কেরলে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের প্রাণ গিয়েছে। সাঙ্গাতিক এই ভাইরাস।
নিপা ভাইরাস
কি এই নিপা ভাইরাস
• নিপা বা নিভ প্রধানত বাদুরের থেকে ছড়ায়।
• একধনের মারণ ভাইরাস। যা শরীরে প্রবেশ করলে ৭০% সম্ভাবনা মৃত্যুর।
• ১৯৯৮ সালে মালয়েশিয়ায় শুয়োরের থেকে এই ভাইরাস ছড়ায়। তাছাড়া বাদুড় এই রোগের বহন করে।
• নিপা ভাইরাস থেকে সেরে ওঠার কোন মেডিসিন এখন আবিষ্কৃত হয়নি।
নিপা ভাইরাসের লক্ষণ
• নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর প্রাথমিক পর্যায় কোন লক্ষণ দেখা দেয় না।
• সাধারণ জ্বর ও মাথা ব্যাথা করতে থাকে, যা ধীরে ধীরে বেড়ে যায়।
• সারাক্ষণ ঘুম পায়, শরীর অলস হয়ে যায়।
• খাওয়ার ইচ্ছে একেবারে চলে যায়। কোন খাবারে স্বাদ পাওয়া যায় না।
• অতিরিক্ত শ্বাসের সমস্যা দেখা দেয়।
• ধীরে ধীরে স্মৃতিশক্তি হারিয়ে যেতে থাকে।
• শেষ স্তরে কোমায় চলে যায়, যা মৃত্যুর আকার নেয়।
কারা আক্রান্ত হতে পারেন আগে
• ফল খাওয়া বাদুর নিপা ভাইরাসের বাহক। তাই যারা চাষ করেন তারা আগে আক্রান্ত হতে পারেন।
• শুয়োরের খামারে যারা কাজ করেন বা শুয়োরের মাংস যারা বেশি খান তারা নিপা ভাইরাস দ্বারা সহজে আক্রান্ত হতে পারেন।
• আম, কলা, লিচু, পেয়ারা, পেঁপে নানা ফল থেকে ছড়াতে পারে এই ভাইরাস, তাই এই ফল থেকে দূরে থাকুন।
• বিশেষ করে খেজুর খাওয়া বন্ধ রাখুন। বাদুরের প্রিয় খাবার এটি।
নিপা ভাইরাস সম্পর্কে সতর্ক থাকুন, জানুন কিভাবে এর থেকে দূরে থাকা যায়।
মন্তব্য করুন