মায়ের কোল আলো করে যখন একটি শিশু জন্মগ্রহণ করে, সে ছেলেই হোক কিংবা মেয়ে, আনন্দের সীমা থাকে না। আত্মীয় পরিজনদের মধ্যে হইচই পড়ে যায় শিশুর নামকরণ নিয়ে। কোন নামটা তাকে সবার মাঝে পরিচিত করতে সাহায্য করবে, দেখে নিন তারই এক ঝলক। ২৫ টি কন্যা ও পুত্র সন্তানের নাম নিয়ে আজ আমি হাজির।
কন্যা সন্তানের নাম
দিগঙ্গনা – দেবী
দময়িতা – দমনকারী
দর্শা – দেখে নেওয়া, ঘটা
দর্পী – দাম্ভিক
দামনী – পশু বাঁধিবার দড়ি বা মালা
দিপালী – আলো
দিশা – অভিমুখ
দুরভা – ঈশ্বর বিষ্ণুর বাহক বিশেষ
দৃশি – শাস্ত্র
দায়িনী – প্রদানকারীনি
দিদৃক্ষা – দেখিবার ইচ্ছা
দিব্যাঙ্গনা – স্বর্গবাসে নারী বা অপ্সরা
দিশি – চারিদিক
দীপান্বিতা – দেওয়ালির রাত্রি
দোলিকা – নলক
দীধিতি – ন্যায় শাস্ত্রের গ্রন্থ বিশেষ
দীপশিখা – প্রদীপের সিশ
দীপালি – প্রদীপের মালা বা সজ্জা
দিয়া – বাতাসা দিয়ে জল
দিবা – দিনমান
দীপিকা – ছোট প্রদীপ-এর আলো
দিৎসা – দান করার ইচ্ছা
দীপ্তি – আলো বা তেজ
দুলালী – আদরিনী কন্যা
দূর্বা – তৃণ বিশেষ
পুত্র সন্তানের নাম
দর্পক – কামদেব
দর্ভময় – দূর্বা
দর্পণ – আয়না
দিগ্বিজয় – সকল দিক জয় করা
দিব্যরথ – আকাশ পথে গমন করতে পারে এমন রথ
দীপ্যমান – উজ্জল
দীপ্তিমান্ – আলোকিত
দুর্দৈব – আকস্মিক বিপদ
দুর্বার – প্রতিরোধ করা যায় না এমন
দুর্জয় – যাকে সহজে জয় করা বা দমন করা যায় না
দেবোপম – দেবতার ন্যায়
দেবাশ্রিত – দেবতার আশ্রিত
দেবাদেশ – দেবতাদের আদেশ
দেদীপ্যমান – অতিশয় তেজ
দেবর্ষি – ঋষি নারদ
দেবমাল্য – দেবতার মালা
দৌর্বল্য – দুর্বলতা
দ্বিজোত্তম – ব্রাহ্মণ
দেবল – মুনি বিশেষ
দুর্গেশ – কলাধর
দৈভিক – ঈশ্বরের অংশ
দানভীর – হিতৈষী
দেবক – বিদর্ভরাজ
দ্বারুক – কৃষ্ণের সারথি
দীপ্তাংশু – সূর্য, উজ্জ্বল আলো
মন্তব্য করুন