যাদের চশমা সবসময় পড়ে থাকতে হয়, তাদের একটা খুব সাধারণ সমস্যা হয়। নাকের দুপাশে কালো দাগ পড়ে যায়। আর সেটা এত জেদি যেতেই চায় না। আর কিছু করে একে ঢাকাও যায় না।
রোদে বেরলে এই দাগ আরও প্রকট হয়ে যায়। তাহলে এ থেকে মুক্তির উপায় কি? খুব সহজ কিছু উপায় আছে। যা মাত্র একমাসেই এ থেকে আপনাকে মুক্তি দিতে পারে।
আলু, টম্যাটো বা শসা
আমরা জানি চোখের চারপাশের কালো দাগ দূর করতে আলু, শসা, টম্যাটোর রস উপকারি। কিন্তু নাকের পাশের চশমার দাগ দূর করতেও এগুলি সমান উপকারি।
উপকরণঃ
২চামচ আলুর রস বা শসার রস বা টম্যাটোর রস।
পদ্ধতিঃ
তিনটি একসঙ্গেও ব্যবহার করতে পারেন। বা আলাদা আলাদা ব্যবহার করতে পারেন। একসঙ্গে ব্যবহার করলে তিনটির রস ১চামচ করে মিশিয়ে নিন। এবার এতে তুলো ভিজিয়ে চোখের ওপর রাখুন। ১৫ থেকে ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এটা রোজ করুণ। খুব তাড়াতাড়ি ভালো ফল পাবেন।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেলে থাকা ভিটামিন এ, সি ও ই মুখের দাগ দূর করতে বেশ উপকারি। আর চশমার দাগ সরাতেও দারুন কাজ দেয়।
উপকরনঃ
১চামচ অ্যালোভেরা জেল ও একটু পরিষ্কার তুলো।
পদ্ধতিঃ
তুলো অ্যালোভারা জেলে ডুবিয়ে দাগের ওপর লাগান। চোখের চারপাশেও লাগাতে পারেন। যদি চোখের চারপাশটা কালো হয়। সারারাত লাগিয়ে রাখুন। সকালে ধুয়ে ফেলুন। তবে চোখের ভেতরে যেন চলে না যায়। আর সারারাত সম্ভব না হলে, দুঘণ্টা লাগিয়ে রাখুন। সপ্তাহে দু থেকে তিনদিন করুণ।
পাতিলেবু
আমরা জানি পাতিলেবু মুখের যেকোনো দাগ দূর করতে সক্ষম। তাই এক্ষেত্রেও যে বিফল হবে না, সেটা বলার অপেক্ষা রাখেনা। কারণ লেবুর রসে থাকে প্রচুর ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড। যা মুখের যেকোনো দাগ নিমেষেই সরিয়ে দেয়।
উপকরনঃ
২চামচ পাতিলেবুর রস ও পরিষ্কার তুলো।
পদ্ধতিঃ
পাতিলেবুর রসে তুলো ভিজিয়ে নিন। এবার তা চোখের ওপর দিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে তিনদিন করুণ। পরপর তিনদিন নয়। মাঝে ফাঁক দিয়ে তিনদিন করুণ। দেখবেন চশমার কালো দাগ দূর করার সাথে সাথে, চোখের চারপাশের ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
গোলাপজল
গোলাপজল নিশ্চয়ই ব্যবহার করেন। মেকআপ তুলতে বা রোজকার ত্বকের যত্নে। তাহলে গোলাপজলকেই কাজে লাগান এই সমস্যায়। গোলাপজলে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা এই দাগ দূর করার পাশাপাশি চোখকে একটা ফ্রেশ অনুভূতি দেয়। এবং আপনার চোখের তোলা যদি ফোলা হয়, তাহলে সেই সমস্যায় ম্যাজিকের মত দূর করবে।
উপকরনঃ
২চামচ গোলাপজল ও তুলো।
পদ্ধতিঃ
পরিষ্কার তুলো নিয়ে গোলাপ জলে ভিজিয়ে রাখুন। কিচ্ছুক্ষণ পর সেটা চোখের ওপর রাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটাও আপনি রোজ করতে পারেন। তাড়াতাড়ি ভালো ফল পাবার জন্য।
নাকের দুপাশের এই দাগ থেকে মুক্তি পেতে এগুলি ব্যবহার করুণ। আর কিছু বিষয় মনে রাখবেন, যেমন রোদে বেড়োবার আগে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন। আর আপনার স্কিন যাতে শুকিয়ে না যায়, তার জন্য রোজ ময়েসচারাইজার লাগান। আর একটানা চশমা পড়ে না থেকে, মাঝে মাঝে কয়েক সেকেন্ডের জন্য চশমা খুলে নাকের দুপাশটা আঙ্গুল দিয়ে ম্যাসাজ করুণ।
মন্তব্য করুন