শীত আসছে!আগা-পাশ-তলা যখন নতুন ভাবে সেজেই উঠবেন,তখন আপনার নখ বেচারা আর কি দোষ করলো?শীত মানেই কেমন ম্যাড়মেড়ে শুকনো আবহাওয়া!আর তাই শুকনো শীতে আপনার নখকে গ্লেজি আর রঙ-বেরঙে করে তুলতে হাজির আমরা,নেলপলিশের ১০টা ইউনিক আর সেক্সি কালার শেড নিয়ে।চেক আউট!
১. মেবিলাইন কালার শো ব্রাইট স্পার্কস পাওয়ার অফ রেড ৭০৮
রেড নেলপলিশ তো যখন খুশিই পরা যায়।সে আপনার লাল রঙের জামার সাথে ম্যাচিং করেই হোক,কি অন্য যে কোনো রঙের পোশাকের সাথে কনট্রাস্টে পরেই হোক,লাল কিন্তু অল টাইম ফেভারিট।যে কোনো কিছুর সাথে অনায়াসে মানিয়ে যাবে এই রঙ।আপনার নখকে একটা গর্জাস সেক্সি বোল্ড লুকও দেবে!
দাম ১২০/-
অফারে দাম ৯৪/-
২. ল্যাকমে ট্রু ওয়্যার কালার ক্রাশ নেল কালার,নীল ২৭
এই শেডটা একটু অন্যরকম,হাটকে,কিন্তু এখন বেশ চলছে।পোশাকের সাথে ম্যাচ করে বা কনট্রাস্টে—যে কোনো ভাবেই পরা যায়।বেশ ট্রেন্ডি লাগবে কিন্তু।
দাম ১৬৬/-
৩. মেবিলাইন কালার শো ব্রাইট স্পার্কস মোল্টেন মেরুন ৭০২
একঘেয়ে মেরুন শেডস পরে পরে যদি বোর হয়ে যান,তাই এই ট্রেন্ডি শেডটা আজ আপনার জন্যে নিয়ে এসেছি।মেরুনের লুকে একটু অন্যরকম টাচ পাবেন,আর একঘেয়ে শেড থেকে বেরিয়ে অন্য রকম কিছুও ট্রাই করা হবে!
দাম ১২০/-
৪. মেবিলাইন কালার শো জিজি রেড স্প্ল্যাটার ৮০৮
লাল টাচে গ্লসি ফিনিশ!এই শীতে আপনার লম্বা সুন্দর নখে এই লেটেস্ট নেলপলিশের শেডটা ব্যবহার করুন দেখি।ম্যাচিং করে নয়,যে কোনো রঙের সাথে পরুন।দারুণ লাগবে।
দাম ১৭৫/-
অফারে দাম ১৪৯/-
৫. ল্যাকমে 9 to 5 লঙ ওয়্যার নেল কালার অরেঞ্জ
অরেঞ্জ শেড দেখেই নাক সিটকোচ্ছেন তো?উঁহু,অমন করার কিচ্ছু নেই।অরেঞ্জ শেডটা এমনিতেই বেশ ট্রেন্ডি আর স্টাইলিশ।আর স্কিন টোন ফর্সা বা মিডিয়াম হলে তো দারুণ মানাবে।বোল্ডলি ক্যারি করুন,দেখবেন অরেঞ্জই এরপর ‘ইন স্টাইল’ হয়ে যাচ্ছে!
দাম ২২০/-
অফারে দাম ১৭৬/-
৬. ল্যাকমে অ্যাবসোলিউট জেল স্টাইলিশ পিঙ্ক বার্স্ট
পিঙ্কও কিন্তু রেডের মতোই অল টাইম ফেভারিট একটা কালার।পিঙ্ক হোক,কি অন্য কোনো কালারের পোশাকই হোক না কেন,আপনার সাজকে গর্জাস যদি করতে চান,তাহলে পিঙ্ক শেড কিন্তু মাস্ট।তাছাড়া পিঙ্ক নেলপলিশ আপনাকে ট্রেন্ডি আর ট্রাডিশনাল লুক দুটোই কিন্তু একসাথে দেবে।
দাম ৪০০/-
৭. ল্যাকমে ট্রু ওয়্যার কালার ক্রাশ নেল কালার শেড ৫৫
জিন্স-টপ জাতীয় পোশাক যদি আপনি সবসময় পরেন,তাহলে এই নেলপলিশটা ট্রাই করুন।লেটেস্ট এই কালার শেডে আপনাকে কিন্তু ট্রেন্ডি আর ফ্যাশনেবল লাগতে বাধ্য।
দাম ১৬০/-
অফারে দাম ১৩৪/-
৮. ল্যাকমে অ্যাবসোলিউট জেল স্টাইলিস্ট টোম্যাটো ট্যাঙ্গো
লালের এই টোম্যাটো ঘেঁষা ফায়ারি শেডে আপনার নখকে সেক্সি লাগতে বাধ্য।আজই ট্রাই করুন,যে কোনো পোশাকের সাথে আর দেখুন লালের ধামাল কামাল!
দাম ৪০০/-
অফারে দাম ৩৩৯/-
৯. ল্যাকমে 9 to 5 লঙ ওয়্যার নেল কালার ব্লু
নখের মধ্যে যদি নীল নেলপলিশ দেখতে আপনার আপত্তি না থাকে,তাহলে এই রঙটা ট্রাই করুন।নতুন কালার।ট্রেন্ডিও বটে!দেখতে কিন্তু বেশ লাগবে।
দাম ২২০/-
অফারে দাম ১৭৬/-
১০. এলে ১৮ নেল পপস নেলপলিশ ০২
ভায়োলেটের শেড।যে কোনো স্কিন টোনের সাথে ম্যাচ করে গেলেও বেশী ডার্ক স্কিন টোনের সাথে না পরাই ভালো।কনট্রাস্টে পরুন।দিব্যি খুলবে।
দাম ১৪০/-
তাহলে এবার দেরী না করে শিগগির অর্ডার দিয়ে ফেলুন আপনার পছন্দের নেলপলিশের।আর তারপর মিক্স অ্যান্ড ম্যাচ করে পরে নিন।আপনার ট্রেন্ডি পছন্দে দেখবেন সব্বাই হাঁ হয়ে গেছে!
মন্তব্য করুন