শুষ্ক চুল, চুল ফাটা, চুল ঝরা এখন একটা জাতীয় সমস্যার মত। এই সমস্যায় ভোগেননি এরম মানুষ আজকাল বোধয় পাওয়াই মুশকিল। আমরা অনেক কিছুই করি। কিন্তু এইসব সমস্যা সমাধানের জন্য যদি আমরা প্রাকৃতিক ভাবে চেষ্টা করি, তাহলে কিন্তু সত্যি চুলকে ভালো রাখা সম্ভব।
ভাবছেন কিভাবে করবেন সেটা? খুব সহজ একটি জিনিস ব্যবহার করে এইসব সমস্যার সমাধান পাওয়া সম্ভব। সেটি হল মুলতানি মাটি। হ্যাঁ মুলতানি মাটি ত্বকের সাথে সাথে চুলের জন্যও বেশ ভালো। তাই আজ শেয়ার করব শুষ্ক চুলের জন্য মুলতানি মাটির কিছু উপকারি প্যাক। যা বানানো সহজ আবার বেশ উপকারি।
১. উপকরন
৫০ গ্রাম মুলতানি মাটি, ৪ থেকে ৫ চামচ দই, ৮ চামচ লেবুর রস।
পদ্ধতি
একটি বড়ো জেয়গায় মুলতানি মাটি ভিজিয়ে রাখুন। নরম হয়ে গেলে, তাতে প্রথমে দই দিয়ে মেশান। তারপর দিন লেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্যাকটি যেন একদম পাতলা না হয়। এবার এটি পুরো চুলে লাগান। আধ থেকে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। মাইলড শ্যাম্পু হলে ভালো হয়। কন্ডিশনার ব্যবহার করার দরকার নেই। তারপর সাধারন ভাবে চুল শুকবেন। হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।
২. উপকরন
৪চামচ মুলতানি মাটি, দুচামচ মধু, দুচামচ দই ও হাফ কাপ লেবুর রস।
পদ্ধতি
সমস্ত উপকরন গুলি ভালো করে মেশান। ঘন পেস্ট বানান। তারপর সেটি পুরো চুলে ভালো করে লাগান। ২০ মিনিট মত রেখে শ্যাম্পু করে ফেলুন। মাইলড শ্যাম্পু হলে ভালো। ড্রাই চুলের জন্য মাইলড শ্যাম্পু ভালো। তারপর কন্ডিশনার লাগিয়ে ধুয়ে ফেলুন।
৩. উপকরন
৩ চামচ অলিভ তেল, ৪ চামচ মুলতানি মাটি ও ১ কাপ দই
পদ্ধতি
আগের দিন রাতে চুলে অলিভ তেল ম্যাসাজ করে সারারাত রাখুন। পরেরদিন সকালে মুলতানি মাটি ও দই ভালো করে মিশিয়ে পেস্ট বানান। সেটি পুরো চুলে লাগান। ২০ থেকে ২৫ মিনিট মত রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। পরের দিন শ্যাম্পু করুন।
৪. উপকরন
২চামচ মুলতানি মাটি, ১চামচ গোলমরিচ গুড়ো, ও ২ চামচ দই
পদ্ধতি
সমস্ত উপকরন গুলি ভালো করে মেশান। ঘন পেস্ট বানান। তারপর পেস্টটি পুরো চুলে ভালো করে লাগান। তারপর ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। মাইলড শ্যাম্পু ব্যবহার করুন। তারপর কন্ডিশনার লাগিয়ে হালকা গরম জলে বা ঠাণ্ডা জলেও চুল ধুতে পারেন। সপ্তাহে তিন দিন করতে পারেন ভালো ফল পাওয়ার জন্য।
৫. উপকরন
দুচামচ মুলতানি মাটি পাউদার, দুচামচ জবা ফুল বাটা, ও একটু অলিভ তেল।
পদ্ধতি
সমস্ত উপকরন গুলি ভালো করে মেশান। পাতলা পেস্ট বানান। সেই পেস্টটি পুরো চুলে ভালো করে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে দুদিন করুন।
৬. উপকরন
চার থেকে ছয় চামচ মুলতানি মাটি পাউডার, একচামচ অ্যালোভেরা জেল, একচামচ লেবুর রস, ও একচামচ অলিভ তেল।
পদ্ধতি
এই উপকরন গুলি ভালো করে মেসিয়ে পেস্ট বানান। এই পেস্টটি লাগিয়ে রাখুন আধঘণ্টা। তারপর ধুয়ে ফেলুন বা শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে দু থেকে তিন দিন করুন।
৭. উপকরন
৪চামচ মুলতানি মাটি, ৩চামচ কমলা লেবুর রস ও ১ কাপ দই
পদ্ধতি
সমস্ত উপকরন গুলি ভালো করে মেশানো হয়ে গেলে চাইলে একটু মধু মেশাতে পারেন। ভালো করে পেস্ট বানিয়ে চুলে লাগান। ২০ মিনিট মত রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। শ্যাম্পু না করলেও চলবে।
৮. উপকরন
গ্রীন টি, ৪ থেকে ৫ চামচ মুলতানি মাটি ও একচামচ মধু।
পদ্ধতি
প্রথমে গ্রীন টি ভালো করে জলে ফোটান। তারপর সেই চায়ের লিকারের সঙ্গে মুলতানি মাটি মেশান। সঙ্গে একটু মধু যোগ করুন। এবার পেস্টটি চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত লাগান। আধঘণ্টা পর ঠাণ্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি শুষ্ক চুলের কারণে চুল খুব ফেটে যায়। সেটি খুব সুন্দর ভাবে নিয়ন্ত্রণ করে।
শুষ্ক চুলের জন্য এই প্যাক গুলি ব্যবহার করে দেখতে পারেন। এগুলি সবকতি শুষ্ক চুলের বিভিন্ন সমস্যার জন্য বেশ উপকারি।
মন্তব্য করুন