এমপি হওয়ার পর এই দুজনকে নানা অনুষ্ঠানে দেখা গেলেও, এবার দুজনেই হাজির হলেন একেবারে অন্যরূপে। হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন অভিনেত্রী এমপি নুসরাত ও মিমির কথা বলছি। দুর্গা পুজো উপলক্ষে একটি মিউজিক ভিডিওতে নাচতে দেখা গেল দুজনকে। এই ভিডিওতে অভিনেত্রী শুভশ্রীকে দেখা গেছে।
ক্যাপ্টেন টিএমটি দ্বারা প্রকাশিত ভিডিওটি “মা দুর্গার এবং তার অভ্যন্তরীণ শক্তির প্রতি শ্রদ্ধা”।
‘আশে মা দুর্গা সে’ গানটিতে নাচতে দেখা যায় দুই অভিনেত্রী-রাজনীতিবিদদের। সাথে ভিডিওতে বাংলা চলচ্চিত্র অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও উপস্থিত রয়েছেন।
ভিডিওটি সোমবারের মধ্যেই ফেসবুকে ১.৬ মিলিয়নের বেশি ভিউ অর্জন করে ফেলেছে ইতিমধ্যে।
ইন্দ্রদীপ দাশগুপ্ত রচিত ও বাবা যাদব পরিচালিত ‘আশে মা দুর্গা সে’তে বাংলাদেশের গায়কদেরও উপস্থিতি রয়েছে।
মন্তব্য করুন