নিজের প্রিয় তারকাকে স্পট লাইটে দেখে,আপনারও ইচ্ছা করছে নাকি ওই জায়গায় যেতে?বা সুযোগ পেলেই আয়নার সামনে মডেল হওয়ার স্বপ্ন যেন জ্বলজ্বল করে।তাহলে শুরু করে দিন স্পট লাইটে যাবার প্রস্তুতি।কিন্তু কলকাতায় থেকে কীভাবে নেবেন তার প্রস্তুতি,দেখে নিন।
কোথায় পড়বেন
বর্তমানে কলকাতায় মডেলিং নিয়ে পড়ার বেশ ভালো সুযোগ রয়েছে।বেস্ট ইন্সটিটিউটগুলো হল,
১. গুরুকুল ইন্সটিটিউট
১৯৬,যশোর রোড,পাতিপুকুরের রেলওয়ে ষ্টেশনের কাছে।
যোগাযোগঃ ৯২৩০০৬২৩৪১,৯২৩০০৮০১১৮।
২. এস.এম.পি.এ.আই অ্যাকটিং অ্যান্ড মডেলিং অ্যাকাডেমি
৪১/এফ এস,পি মুখার্জী রোড,আশুতোষ কলেজের বিপরীতে,কলকাতা- ৭০০০২৬
যোগাযোগঃ ৯৮৩৬৪১৪১৪১,৯৮৩৬৩৩৩৩৩০।
৩. ফ্রাঙ্কফিন ইন্সটিটিউট অফ মডেলিং অ্যান্ড অ্যাকটিং
কলকাতার অন্যতম ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সিটিউট। ১৮৮/৮ প্রিন্স আনোয়ার শাহ রোড,লর্ডস বেকারি স্টপেজের কাছে,কলকাতা- ৭০০০৪৫।
যোগাযোগঃ ০৩৩- ২৪২৪৪৭৪৭ ,৯৮৭৪০৭৫৫৫৮।
৪. আই.আই.এ.এম
৭বি,এ.জে.সি বোস রোড,বেক বাগান,এলগিন,কলকাতা- ৭০০০১৭।
যোগাযোগঃ ৭০৪৪০৮১০০০।
৫. রিলায়েন্স এডুকেশন
মিন্টো পার্ক ,ক্যামাক স্ট্রিট,কলকাতা- ৭০০০১৭।
যোগাযোগঃ ০৮১০০৬০০৬০০
৬. ইয়াস মডেল
এই ইন্সটিটিউট রাজারহাটে।
যোগাযোগঃ ৯৮১৮০৪৩৭৭৫।
কলকাতার বাইরে
যদি একান্তই ইচ্ছা হয় কলকাতার বাইরে থেকে করবেন সেক্ষেত্রেও থাকল কলকাতার বাইরে বেস্ট ইন্সটিটিউটগুলোর সন্ধান।
১.আরজেস মডেল নিউ দিল্লি।
২.গ্লামস্টার প্রোডাকশন হাউস মুম্বাই।
৩.স্কাইওয়াক এন্টরটেইনমেন্ট নিউ দিল্লি।
৪.ফেসেস নিউ দিল্লি।
৫.কালিয়া ইন্টারন্যাশনাল মডেলিং অ্যান্ড কাস্টিং এজেন্সি বেঙ্গালুরু।
৬.মডেলিং এজেন্সিস মুম্বাই।
৭.দ্যা লুকস প্রোডাকশন অ্যান্ড মডেল হায়দ্রাবাদ।
৮.পেজ থ্রী আর্টিস্ট মডেলিং অ্যান্ড কাস্টিং এজেন্সি বেঙ্গালুরু।
৯.ইন্ডিয়ান মডেল ক্লাব দিল্লি।
১০.বালাজি অ্যাকাডেমি অফ ট্যালেন্টস নিউ দিল্লি।
যোগ্যতা
কলকাতা ও কলকাতার বাইরে এই ইন্সটিটিউটগুলোতে মডেলিং এর ওপর ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স করানো হয়।এর জন্য তেমন কোনো যোগ্যতা লাগে না।উচ্চমাধ্যমিক পাশ থাকলেই অ্যাপ্লাই করা যায়।এই প্রফেশনে কাজ করার জন্য তেমন কোনো নিদিষ্ট অ্যাকাডেমিক যোগ্যতা দরকার পড়ে না।যেকোনো বয়সেই মডেলিং করা যায়।কারণ ছোট মডেলদেরও দরকার পড়ে।তবে এটা খুব প্রতিযোগিতামূলক একটা ক্ষেত্র। তাই নিজের মধ্যে কনফিডেন্স,প্রতিযোগিতামূলক মনোভাব,অনেকক্ষণ কাজ করার ক্ষমতা,ধৈর্য,ভালো কমিউনিকেশন স্কিল এসব দরকার পড়ে।
কাজের সুযোগ
যারা মডেলিং নিয়ে পড়তে চান,কলকাতাতে তো বটেই,এছাড়া কলকাতার বাইরেও বিভিন্ন জায়গায় রয়েছে প্রচুর কাজের সুযোগ।কেরিয়ারের শুরুতে ফ্যাশান মডেল হিসাবে কাজ শুরু করতে পারেন।এক্ষেত্রে রয়েছে দারুণ কাজের সুযোগ।যেমন বিভিন্ন টিভি অ্যাড ছাড়াও কাজ করতে পারেন বিভিন্ন ফ্যাশান শোতে।টেলিভিশন ছাড়াও কাজের সুযোগ রয়েছে প্রিন্ট মিডিয়াতেও।বিভিন্ন ম্যাগাজিন,ক্যাটালগ,নিউজ পেপার ছাড়াও ব্যানার অ্যাডে রয়েছে কাজের সুযোগ।ফ্যাশন মডেল ছাড়াও কাজ করতে পারেন প্রোডাক্ট মডেল হিসাবে।কারণ এখন বেশীরভাগ কোম্পানি চাইছে তাদের প্রোডাক্ট অ্যাডে বিভিন্ন প্রফেশনাল মডেলদের।তাই বিভিন্ন ক্ষেত্রে মডেলরা কাজ করছে।যেমন জুয়েলারি মডেল,ফুট মডেল,হেয়ার মডেল, ফিটনেস,বিভিন্ন মিউজিক ভিডিওতে এছাড়াও আরও বিভিন্ন কাজ।এটা তো জীবনের শুরুতে।ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে,কাজ করতে পারবেন বিভিন্ন র্যাম্প শোতে।
উপার্জন কেমন
এবার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে,উপার্জন কেমন হতে পারে।বেতন নির্ভর করে আপনি যে এজেন্সির হয়ে কাজ করছেন তাদের ওপর আর আপনার দক্ষতার ওপর।তবুও কেরিয়ারের শুরুতে কলকাতায় ৭০০০ থেকে ১২০০০ অবধি উপার্জন করতে পারেন পার শো।এছাড়াও বাইরে এটা কোনো কোনো জায়গায় হয় ১০,০০০ থেকে ১৫০০০ পার শো।তারপর খুব ভালো অভিজ্ঞতা হয়ে গেলে ৫০,০০০ বা তারও বেশী উপার্জন করা যায় পার শো।
তাহলে বুঝতেই পারছেন মডেল হিসাবে কত ভালোভাবে গড়ে তুলতে পারবেন নিজের কেরিয়ার।মডেলিং নিয়ে সমস্ত খবর তো দিয়েই দিলাম। এবার আর দেরি কেন,শুরু করে দিন নিজের স্বপ্নকে বাস্তব করার প্রস্তুতি।
এইচ.এস পাস আবেদনকারীদের জন্য রেলে সুযোগ আর প্রস্তুতির হাল-হকিকত
পশ্চিমবঙ্গ সরকারের পাঁচটি সরকারী পরীক্ষা ও তার প্রস্তুতি কীভাবে নেবেন জানুন
M A Kaisar
আপু আমি বাংলাদেশ থেকে বলছি।অভিনয় করার খুব ইচ্ছে আমার।কলকাতার গুরুকল ইন্সটিটিউটে আমি পড়তে চাই এখানে খরচ কত হবে ।একটু বিস্তারিত বলবেন অনুগ্রহ করে।
DusBus Staff
কত ঠিক লাগবে জানা নেই। সবচেয়ে ভালো হয় অনলাইনে ওদের সাইটে গিয়ে ওখানকার ফোন নম্বর নিয়ে ফোন করে সরাসরি কথা বলে নিলে। আর আগামী কেরিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা।