দিন কয়েক ধরেই আপনার মাথাটা নিশ্চয়ই খুব চুলকোচ্ছে? উকুনের কথা বাদই দিলাম। আপনার মাথায় ইনফেকশন হলেও কিন্তু এর’মটা হতে পারে। বা ভেবে দেখুন, আপনি কি মাথায় অনেকদিন ভালো করে শ্যাম্পু করেননি? অনেকদিন ধরে অ্যান্টি- ড্যানড্রাফ শ্যাম্পু করেও কি খুশকি যাচ্ছে না? এর ফলেও কিন্তু আপনার মাথায় ইনফেকশন হতে পারে। তাও যে সে ইনফেকশন নয়, রীতিমতো ভয়াবহ ফাঙ্গাল ইনফেকশন!
ইনফেকশনের সাথে হেয়ার ফল?
এমনিতেই আমাদের রোজই কাজের চাপে রাস্তায় বেরোতেই হয় । আর রাস্তাঘাটের অবস্থা তো জানেনই। ধুলো-ময়লার একশেষ। আর এর মধ্যে আপনি যদি আপনার মাথার চুলের প্রপার কেয়ার না নেন, তাহলে ইনফেকশন হতে বাধ্য বৈকি! ভাবুন দেখি, দিনের পর দিন ওই ধুলো-ময়লা, তেল মাথায় জমে চুলে জট পাকিয়ে এক্কেবারে কেলেঙ্কারি অবস্থা তো হয়ই। আর সেইসব জমে আপনার মাথায় যদি চুলকুনি আর ইনফেকশন হয়েই থাকে, সব্বার সামনে মাথা ঘ্যাসঘ্যাস করে চুলকোতেই হয়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কিন্তু মাথায় ইনফেকশন, আর সেই থেকে হেয়ার ফল তো আছেই। আর হেয়ার ফল হলে আপনি নিশ্চয়ই বসে থাকবেন না? না না, ডাক্তারের কাছে তো যাবেনই। তার আগে একটু ঘরোয়া উপায়গুলোও ট্রাই করে দেখুন না।
১.নিমপাতা
ফাঙ্গাসই বলুন, আর স্ক্যাল্প ইনফেকশনই বলুন, যেকোনো কিছুর সমাধানে নিমপাতা কিন্তু এক নম্বর। আপনার স্ক্যাল্পের চুলকুনি, প্রদাহ, ইচিনেস আর অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে নিমপাতাই কিন্তু দিতে পারে সুন্দর স্ক্যাল্প। আর সেইসাথে যদি খুশকির সমস্যা থাকে, তাহলে কমাতে পারে সেটাও।
উপকরণ
নিমপাতা ৩ মুঠো, জল ৫ কাপ।
পদ্ধতি
জল গরম করে তাতে নিমপাতা দিন। অন্তত ঘণ্টা পাঁচেক ওই নিম জলটা রেখে দিন। সারারাত রাখতে পারলে আরও ভালো। পরদিন সকালে এই জলটা ছেঁকে নিয়ে মাথা ধুয়ে ফেলুন। তাছাড়া আপনি মাথায় নিমপাতার পেস্টও লাগাতে পারেন। ইনফেকশন খুব বেশী থাকলে রোজই নিম জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। আর নয়তো একদিন ছাড়া একদিন নিয়ম করে করবেন।
নেচার’স অ্যাবসোলিউটস নিম অয়েল, ২২০ মি.লি.
দাম ৩০০/-
২. মেথি
চুলের যেকোনো সমস্যায় মেথি কিন্তু দারুণ কাজ দেয়। আর ইনফেকশন থেকে চুল পড়ার সমস্যা যদি হয়ে থাকে, তাহলেও মেথিকে আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন।
উপকরণ
নারকেল তেল ১/২ কাপ, মেথি দানা ১ চামচ।
পদ্ধতি
মেথি দানা ক্রাশ বা গুঁড়ো করে নিন। এরপর নারকেল তেল গরম করে ওতে ক্রাশ করা বা গুঁড়ো করা মেথি দানা মেশান। এই তেলের মিশ্রণটা ৫ মিনিট রেখে ঠাণ্ডা করে ছেঁকে নিন। তারপর ভালো করে ম্যাসাজ করে স্ক্যাল্পে লাগান। ঘণ্টা দুয়েক রেখে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিনদিন কিন্তু এটা করতেই হবে।
➡ চুলের খেয়াল রাখতে মেথি ব্যবহার করুন।
৩. তেজপাতা
তেজপাতা শুনে অবাক হচ্ছেন তো? কিন্তু বিশ্বাস করুন, এত সস্তায় পুষ্টিকর ঘরোয়া উপায় আপনি আর পাবেন না। তেজপাতা সবারই রান্নাঘরে থাকে। তাই ইচ্ছে মতো ব্যবহার করতেই পারেন।
উপকরণ
তেজপাতা ৫-৬ টা, জল ২ কাপ।
পদ্ধতি
তেজপাতা জলে ফুটিয়ে নিন। ৩০ মিনিট চাপা দিয়ে রাখুন। তারপর ছেঁকে নিয়ে ঠাণ্ডা হয়ে গেলে মাথার চুলে লাগান। ২ ঘণ্টা মতো রেখে ধুয়ে ফেলুন। এটা আপনি রোজই করতে পারেন। ফাঙ্গাল ইনফেকশন, ইচি স্ক্যাল্প, খুশকির সমস্যা সবকিছু থেকে মুক্তি পাবেন।
৪. টি ট্রি অয়েল
আপনার স্ক্যাল্প যদি অতিরিক্ত তেলতেলে হয়, তাহলে তা থেকেও কিন্তু ইনফেকশন হতে পারে। আর এই যদি সমস্যা হয় তাহলে টি ট্রি অয়েল ব্যবহার করুন। আপনার স্ক্যাল্পের অয়েল ব্যালান্স করতে কিন্তু এর জুড়ি নেই। ফাঙ্গাস ইনফেকশন, চুলকুনি তাড়াতাড়ি কমাতেও এটার জুড়ি নেই।
উপকরণ
টি ট্রি অয়েল ১ চামচ, হালকা গরম জল ১ কাপ।
পদ্ধতি
একটা স্প্রে বোতলে টি ট্রি অয়েল আর গরম জল মিশিয়ে ভালো করে ঝাঁকান। তারপর শ্যাম্পু করা হলে মাথায় এই মিশ্রণটা স্প্রে করুন। এরপর ভালো করে ম্যাসাজ করুন। রোজ নিয়ম করে এটা করতে পারলে কিন্তু সব ইনফেকশন তো কমবেই, আর চুল পড়াও অনেক কমবে।
টি ট্রি এসেনশিয়াল অয়েল ফর হেয়ার, ১৫ মি.লি.
দাম ৪৮০/-
অফারে দাম ২৪৯/-
৫. লেবু
হেয়ার ফাঙ্গাস ট্রিটমেন্ট আর হেয়ার ফল—দুটোর জন্যই কিন্তু আপনি আপনার চুলের বেস্ট ফ্রেন্ড লেবুকে ব্যবহার করতে পারে। লেবুতে থাকা ভিটামিন সি আর সাইট্রিক অ্যাসিড খুব তাড়াতাড়ি ইনফেকশন দূর করে।
উপকরণ
লেবুর রস ১ টা গোটা, জল ১ কাপ।
পদ্ধতি
লেবুর রস আর জল একসাথে মিশিয়ে স্নান করার পর এটা দিয়ে মাথা ধুয়ে নিন। রোজ কিন্তু এটা করবেন। দেখবেন, আপনার স্ক্যাল্প ইনফেকশন আর চুল পড়া দুটোই একসাথে কমে গেছে।
খাদি হারবাল শ্যাম্পু/ ক্লিনজার উইথ হানি অ্যান্ড লেমন জুস, ২১০ মি.লি.
দাম ১১৫/-
তাহলে আর চিন্তা কীসের? এবার ইনফেকশন হলেও নিশ্চিন্তে ঘরোয়া উপায় ট্রাই করুন। দেখবেন সব সমস্যার সমাধান হবে এবার একসাথে।
মন্তব্য করুন