মেকাপ করতে ভালোবাসেন? খুব ভালো কথা। তাহলে আজকে মেকাপের একটা সিক্রেট আপনারা জেনে নিন। মেকাপ করার আগে স্কিনকে ইন্সট্যান্ট গ্লো যদি দেন, তাহলে মেকাপ একদম পারফেক্ট হয়। ভাবছেন তো কি ভাবে ইন্সট্যান্ট গ্লো ফোটাবেন স্কিনে? খুব সহজ। জেনে নিন কি কি করবেন।
বেসিক কাজ
• মুখের ঘাম, তেল বা ময়লা থাকলে তা পরিষ্কার করে নিয়ে মেকাপ করা উচিত।
• তাই মেকআপ শুরু করার আগে আপনার পছন্দের ফেস ওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন।
• একেবারে পারফেক্ট মেকাপ করার জন্য স্কিনকে এক্সফোলিয়েট করা খুবই জরুরি। স্ক্রাবার ব্যবহার করে স্কিনের মৃত কোষকে পরিষ্কার করুন প্রথমে।
ফেস প্যাক লাগান
ঘরে বানিয়ে নিন ফেস প্যাক সহজেই। রেডিমেড ফেস প্যাক ব্যবহার না করাই ভালো। তবে ফেস প্যাক ব্যবহার করলে তা একটু সময় নিয়ে ব্যবহার করবেন।
উপকরণ
• কাঁচা হলুদ বাটা ২ চামচ
• মধু ১ চামচ
• বেসন ১ চামচ
• দুধ ১ চামচ
কিভাবে ব্যবহার করবেন
• কাঁচা হলুদ বাটা ২ চামচ, মধু ১ চামচ, বেসন ১ চামচ, দুধ ১ চামচ একসাথে মিশিয়ে নিন।
• ৩০ মিনিট মত প্যাকটি লাগিয়ে রাখুন।
• হালকা গরমজলে ভালো করে মুখ ধুয়ে নিন।
স্কিনকে ময়েশ্চারাইজ করুন
• ড্রাই স্কিনে মেকআপ করা কিন্তু মোটেও ভালো নয়।
• মুখকে ভালো করে ময়েশ্চারাইজড করুন।
• যে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করেন তা লাগিয়ে ১৫ মিনিট পর মেকাপ শুরু করুন।
• তারপর মুখে গোলাপজল লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন।
• গোলাপজল ইন্সট্যান্ট গ্লো দেবে আপনার স্কিনকে।
• এরপর মেকাপ করুন ইচ্ছে মত।
মন্তব্য করুন