শীত প্রায় চলে এসেছে তা নিশ্চয়ই ত্বকের শুষ্কতা আমাদের বলে দিচ্ছে রোজ। ড্রাইনেস বা শুষ্কতা দূর করতে যেকোনো ক্রিম নয় বরং ব্যবহার করুন ঘরে বানানো নাইট ক্রিম। সারাদিন বডিলোশন বা যে ক্রিম আপনারা ব্যবহার করেন তা করুন কিন্তু রাতে অবশ্যই স্কিনকে দিন নাইট ক্রিমের ছোঁয়া। ভিটামিন ই ক্যাপসুল দিয়ে বানানো নাইট ক্রিম শীতে ত্বক কালো ও ড্রাই হতে দেবে না। তাছাড়া ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও সাহায্য করবে।
নাইট ক্রিম বানানোর সরঞ্জামঃ
মাত্র ৪টি জিনিস ব্যবহার করে আপনারা এটি খুব সহজেই বানাতে পারবেন। নীচে একদিনের ব্যবহারের মত নাইট ক্রিমের পরিমান অনুযায়ী উপকরণের মাত্রা বলা হল।
![নাইট ক্রিম বানানোর সরঞ্জাম](https://dusbus.com/wp-content/uploads/2018/11/night-cream.jpg)
উপকরণঃ
- অ্যালোভেরা জেল ১ চা চামচ ( আমি পতঞ্জলি অ্যালোভেরা জেল ব্যবহার করি)
- গ্লিসারিন হাফ চা চামচ
- ভিটামিন ই ক্যাপসুল ১টি
- গোলাপজল ৪ থেকে ৫ ফোটা
কি ভাবে বানাবেনঃ
- একটি কাঁচের পাত্রে অ্যালোভেরা জেল ১ চা চামচ, গ্লিসারিন হাফ চা চামচ, ভিটামিন ই ক্যাপসুল ১টি ও গোলাপজল ৪ থেকে ৫ ফোটা নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- চারটি উপকরণ এমন ভাবে মেসাবেন যাতে কোন উপকরণ আলাদা না থাকে।
- রেডি আপনার নাইট ক্রিম।
![নাইট ক্রিম মাখার পর একটি মেয়ের ছবি](https://dusbus.com/wp-content/uploads/2018/11/oily-skin.jpg)
কি ভাবে ব্যবহার করবেনঃ
- নাইট ক্রিম ব্যবহার করার আগে ভালো করে মুখ ধুয়ে নিন। হাতে পায়ে লাগাতে চাইলেও লাগাতে পারেন।
- মুখ হাত ধোয়ার পর পরিষ্কার কাপড়ে তা মুছে নিয়ে হালকা ম্যাসাজ করে ক্রিমটি লাগিয়ে নিন।
- সারা রাত মেখে থাকুন। সকালে উঠে ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিন।
- এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে নিজেই বুঝতে পারবেন পরিবর্তন।
- নাইট ক্রিম বানানোর ভিডিও নীচে শেয়ার করলাম দেখতে চাইলে দেখে নিতেও পারেন।
ভিডিও ঋণঃ ইউটিউব
Khub chul utchay talu prai Khali amar tobay agay thekei Kom kintu akhon aro uthay gachay. Ki kori ektu solution din
এই লিঙ্কে দেখুন
আমি ত্বক সম্বন্ধে আরো কিছু
জানতে চাই।
কি জানতে চান?
ভীষণ ভীষণ ভীষণ উপকারী ।
ধন্যবাদ।