লালচে চুল কালো করার জন্য নিশ্চয়ই এতদিন বাইরের বিভিন্ন প্রোডাক্ট প্রচুর ব্যবহার করেছেন? আর তাতে তেমন কোন লাভ হয়নি তাই তো? জানেন কি এসবের ফলেই আপনার চুল আরও লালচে হয়ে যাচ্ছে? তাই এবার প্রাকৃতিক ভাবে চেষ্টা করুন।
কেন চুল লালচে হয়ে যায়?
চুল লালচে হবার ক্ষেত্রে প্রধান শত্রু হল সূর্যরশ্মি। চুলে খুব রোদ লাগলে তা লালচে হয়ে যায়। এছাড়াও চুলে নানারকম প্রসাধনী, বিশেষত হেয়ার ডাই এর খুব বেশি ব্যবহার, বা চুলে বিভিন্ন স্টাইল করার সময় বেশী তাপ চুলকে লাল করে দেয়। এগুলির ফলে স্ক্যাল্পের কোলাজেন নামক টিস্যু নষ্ট হয়ে যায়। তার ফলেই মূলত চুলের স্বাভাবিক কালো রঙ নষ্ট হয়ে লালচে হয়ে যায়।
ভাবছেন তাহলে উপায় কী? উপায় আছে আপনার বাড়িতেই। কিছু ঘরোয়া প্যাক এক্ষেত্রে দারুণ কাজ করে। দেখে নিন।
১. ডিম, দই আর ভিটামিন ই ক্যাপসুলের প্যাক
অনেক সময় চুল খুব বেশী ড্যামেজ হয়ে গেলে, পুষ্টির অভাবে কোলাজেন টিস্যু নষ্ট হয়ে যায়। তার ফলে চুল লালচে হয়ে যায়। তাই চুলের পুষ্টির জন্য ব্যবহার করুন এই প্যাক।
উপকরণ:
- ডিম ১ টা
- হাফ কাপ দই
- দুটো ভিটামিন ই ক্যাপসুল
- নারকেল তেল ২ চামচ
পদ্ধতি:
সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিন। তারপর এই ঘন পেস্টটি প্রথমে মাথার স্ক্যাল্পে লাগান। তারপর পুরো চুলে লাগান। আধঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। মাইলড শ্যাম্পু হলে ভালো হয়। সপ্তাহে একদিন করুন।
২. আমলকীর জল
চুলের বিভিন্ন সমস্যায় আমলকীর উপকারিতা বলার অপেক্ষা রাখে না। আর এই সমস্যার ক্ষেত্রেও যে আমলকী ম্যাজিকের মত কাজ করবে এটা নিশ্চিত।
উপকরণ:
- হাফ বালতি জল
- ৩ থেকে ৪ চামচ আমলকী পাউডার
- ২চামচ লেবুর রস
পদ্ধতি:
হাফ বালতি জলে আমলকী পাউডার মিশিয়ে নিন। এবার এতে লেবুর রস দিন। কাঁচা আমলকীর রস করেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে এটা দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটা রোজ করতে পারলে খুব ভালো। তাড়াতাড়ি কাজ হবে। না হলে সপ্তাহে চারদিন অন্তত করুন।
৩. মেথি আর আমলকীর প্যাক
লালচে চুল কালো করতে আমলকীর উপকারিতা আগেও বলেছি। আর এর সঙ্গে মেথি যোগ হলে কাজ হয় আরও ভালো। মেথিতে আছে অ্যামাইনো অ্যাসিড এবং লিকিথিন নামক উপাদান। যা লালচে চুল কালো করার ওষুধ।
উপকরণ:
- ২টো আমলকী
- ২চামচ মেথি
পদ্ধতি:
মেথি ভিজিয়ে রাখতে হবে। এরপর মেথি নরম হলে বাটুন। তার সাথে যোগ করুন আমলকী। এছাড়াও দুটোরই এখন পাউডার পাওয়া যায়। দুটি পাউডার দু’চামচ করে নিয়েও ব্যবহার করতে পারেন। এটা পুরো চুলে ভালো করে লাগান। আধঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। প্রতি সপ্তাহে ছুটির দিনটি এটি করে ফেলুন।
৪. পেঁয়াজের রস
পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে সালফার। সালফার কোলাজেন নামক টিস্যুর উন্নতি ঘটায়। তার ফলে চুল কালো হয়।
উপকরণ:
২ থেকে ৩টি বড় পেঁয়াজ
পদ্ধতি:
প্রথমে পেঁয়াজ ব্লেণ্ড করে নিন। তারপর এই পেঁয়াজ বাটাটা একটা সুতির কাপড়ে মুড়ে রস বার করুন। এবার এই রস স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট মত রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুদিন করুন। পেঁয়াজের রস চুলও কালো করবে তার সাথে নতুন চুল গজাতেও বেশ সাহায্য করবে।
৫. আলুর রস
ত্বক ফর্সা করতে আলুর রস অনেকেই লাগান। কিন্তু জানেন কি এটা আপনার লালচে চুলকে কালো করতেও সমান উপকারী। আলুর রসে আছে ভিটামিন এ ও সি। যা চুলে পুষ্টি যোগায় ও দ্রুত কালো করতে সাহায্য করে।
উপকরণ:
- একটা বড় আলু
পদ্ধতি:
একটা বড় আলু ব্লেণ্ড করে নিন। তারপর সুতির কাপড়ে মুড়ে রস করে নিন। এবার রস মাথার স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট মত রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ দিন করুন ভালো ফল পেতে।
আরও যা যা বিষয় মাথায় রাখবেন
- স্ক্যাল্প পরিষ্কার রাখবেন। তাই সপ্তাহে দু থেকে তিনদিন শ্যাম্পু করুন। শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার।
- মাইলড শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করবেন। আর নাহলে কোন ভালো মানের শ্যাম্পু ব্যবহার করবেন।
- চুল খুব বেশি কালার না করাই ভালো। এসবের ক্ষতিকর উপাদান চুলকে লালচে করে দেয়।
- চড়া রোদে বেরবার আগে অবশ্যই ছাতা, স্কার্ফ দিয়ে মাথা ঢেকে রাখবেন।
- আর চুলকে ভালো রাখতে ডায়েটের দিকে মন দেওয়া জরুরী। বেশি করে প্রোটিন, ভিটামিন যুক্ত খাবার খান। পুষ্টির অভাবেও চুল ড্যামেজ হয়ে লাল হয়ে যায়।
তাহলে জেনে নিলেন আপনার লাল চুলকে কালো করার ঘরোয়া উপায়। এবার তাড়াতাড়ি করে ট্রাই করুন। আর উপকার পেয়ে যান সহজে। দেখবেন তারপর আপনার চুল আবার আগের মতোই ঘন আর কালো হয়ে উঠেছে!
Sabbir hasan
এটা খুব ভালো উপায়।আপনারা সবাই এটা করতে পারেন।