হিন্দু ধর্মে ‘জন্মাষ্টমী’ বা ‘কৃষ্ণাষ্টমী’ ধুমধাম করে পালন করা হয় প্রতিবছর। ভগবান বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান কৃষ্ণের জন্মদিন পালিত হবে এবছর ২৪শে আগস্ট।
প্রতিবছর সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পূজা করা হয়। হিন্দু পঞ্জিকা মতে রোহিণী নক্ষত্রের প্রাধান্য মেনে এই পালন করা হয়।
জন্মাষ্টমী ২০১৯
২০১৯ সালে ২৪শে আগস্ট জন্মাষ্টমী হবে। হিসেব মত প্রতিবছর রাখীর ৮দিন পড়ে এটি পালিত হয়। এবছরও তা হচ্ছে।
অষ্টমী তিথি: অষ্টমী তিথি শুরু হচ্ছে ২৩ তারিখ সকাল ০৮. ০৯ মিনিটে। আর তা শেষ হবে ২৪ তারিখ সকাল ০৮.৩২ মিনিটে।
রোহিণী নক্ষত্র সময়: ২৪ তারিখ ভোররাত্রি ০৩.৪৮ মিনিট থেকে ২৫ তারিখ ভোর ০৪.১৭ মিনিট পর্যন্ত।
আগাম শুভেচ্ছা রইলো শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমাদের দাশবাস পরিবারের তরফ থেকে সকল পাঠকের উদ্দেশ্যে। আনন্দে কাটুক এই শুভ দিনটি আপনাদের।
মন্তব্য করুন