যতই হাতে ওয়াক্স করুন আর ম্যানিকিওর করুন, কনুইয়ের ওই কালো দাগটা যেন সবটাই বিগড়ে দেয়। আর ফর্সা সুন্দর হাতে কনুইয়ের ওই কালো ভাব যে কি বাজে লাগে দেখতে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এটা থেকে নিস্তার পাওয়া যে কতটা কঠিন তা আমরা অনেকেই জানি।
হাত ফর্সা হলেও কনুইকে ফর্সা করা প্রায় অসম্ভব। চিন্তা কি এই অসম্ভবকে সম্ভব করতেই তো আছে দাশবাস। কনুইয়ের এই কালো দাগ দূর হবে মাত্র এক সপ্তাহে, আমরা দিচ্ছি কিছু অসাধারণ সমাধান।চটপট চোখ বুলিয়ে নিন।
পাতিলেবু

এতদিনে আমাদের লেখা পড়ে নিশ্চয়ই বুঝেই গেছেন,যেকোনো দাগ তোলার ক্ষেত্রে পাতিলেবু ঠিক কতটা উপকারী।তাহলে এক্ষেত্রেও তো কাজে লাগাতেই হবে এই ম্যাজিককে।
উপকরণ
একটা অর্ধেক লেবু ও এক চামচ চিনির রস।
পদ্ধতি
এক চামচ চিনি নিয়ে প্রথমে জল দিয়ে একটু গুলে নিন।এবার একটা পাতিলেবুকে অর্ধেক করে ফেলুন।এই অর্ধেক পাতিলেবুর মধ্যে চিনির রসটা দিন।এবার এটা কনুইয়ে ঘষুন।১০ মিনিট ঘষুন।তারপর ধুয়ে নিন। এটা আপনি ঘাড়,পিঠ বা হাঁটুর কালো ভাব দূর করতেও ব্যবহার করতে পারেন।খুব তাড়াতাড়ি ফল পেতে সপ্তাহে দু থেকে তিনদিন করুন।তবে পর পর দুদিন করবেন না।মাঝে ফাঁক দেবেন।
➡ গলার কালো দাগ দূর করুন সহজে।
উপকারী এই ঘরোয়া প্যাক
উপকরণ
১চামচ বেসন,১চামচ টকদই,১চামচ লেবুর রস ও ১চামচ চিনি।
পদ্ধতি
সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিন।এটা কনুইয়ে একটু ম্যাসাজ করুন।১০ মিনিট ম্যাসাজ করুন।তারপর ১০মিনিট রেখে দিন।তারপর ধুয়ে ফেলুন।সপ্তাহে দুদিন করুন ভালো ফল পেতে।
অলিভ তেল ও চিনি
এই দুটো খুব ভালো স্ক্রাবার।দুটো একসাথে মিশিয়ে লাগালে,ত্বকের ওপরে জমে থাকা মরা কোষ দূর হবে এবং স্কিন গ্লোয়িং হবে ও ময়েশ্চারাইজড হবে।

উপকরণ
১চামচ অলিভ তেল ও ১চামচ চিনি।
পদ্ধতি
অলিভ তেলের সাথে চিনি ভালো করে মিশিয়ে নিন।এটা কনুইয়ে ঘষে ঘষে লাগান।১০ মিনিট ঘষুন।তারপর আরও কিচ্ছুক্ষণ রেখে দিন।তারপর ধুয়ে ফেলুন।এটা আপনি গোটা হাতেই ব্যবহার করতে পারেন,স্ক্রাবিং করার জন্য।তবে সেক্ষেত্রে পরিমাণ বাড়িয়ে নিতে হবে।দ্রুত ফল পেতে এটা রোজ করুন।
আটা ও লেবু
আটা স্কিন পরিষ্কার করে আর স্কিনের ওপর জমে থাকা দাগ দূর করে।আর এর সাথে পাতিলেবু যোগ হলে তো কোনো কথাই নেই।
উপকরণ
১চামচ আটা ও ১চামচ লেবুর রস।
পদ্ধতি
আটা ও লেবুর রস ভালো করে মিশিয়ে নিন।এবার এটা কনুইয়ে ঘষুন। হাঁটুতেও লাগাতে পারেন।১০ মিনিট তারপর রেখে দিন।একটু শুকিয়ে গেলে ধুয়ে নিন।এক সপ্তাহে ফল পেতে তিন চারদিন এটা দিয়ে পরিষ্কার করুন কনুই।তারপর দেখুন ফল।
অ্যালোভেরা
বাড়িতে অ্যালোভেরা গাছ আছে?তাহলে সেখান থেকে জেল ব্যবহার করুন।নাহলে ফ্রেশ অ্যালোভেরা জেল লাগাতে পারেন।দ্রুত দাগ দূর হবে।
উপকরণ
১চামচ অ্যালোভেরা জেল।
পদ্ধতি
অ্যালোভেরা জেল কনুইয়ে লাগান।একটু ম্যাসাজ করুন।১৫ থেকে ২০ মিনিট রেখে দিন।এটা রোজ দিনে দুবার লাগান।ব্যাস কিছুদিনের মধ্যেই দেখবেন দাগ কেমন হালকা হচ্ছে।
এই প্রতিটা উপায়ই জাস্ট অসাধারণ কাজ করবে,আপনার কালো কনুইকে ফর্সা করতে।এক একদিন এক একটা ট্রাই করে দেখুন।তবে এমনি সময়ে হাত পায়ের যত্ন নেওয়ার সাথে সাথে,কনুইয়েরও যত্ন নেবেন।কনুইতেও ময়েশ্চারাইজার লাগাবেন।যত্নের অভাবেই কিন্তু কনুই কালো হয়ে যায়।
মন্তব্য করুন