পুজোর মাত্র আর এক সপ্তাহ বাকি। তাই আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হলাম এবছরের সেরা পুজোর লিস্ট। যা অবশ্যই দেখতে হবে না হলে মিস করবেন অনেক কিছু। অপূর্ব সুন্দর দুর্গা প্রতিমা থেকে প্যান্ডেল, সব থাকছে এই ১০টি পুজোয়। তাহলে চলুন পুজ পরিক্রমা শুরু করে দেওয়া যাক।
১. সুরুচি সংঘ
২. শ্রী ভূমি
৩. বাদামতলা
৪. এফডি ব্লক
৫. দমদমপার্ক ভারত চক্র
৬. নাকতলা সার্বজনীন
৭. দেশপ্রিয় পার্ক
৮. শোভাবাজার রাজবাড়ি
৯. মেডক্স স্কয়ার
১০. বোসপুকুর শীতলা মন্দির
এই ১০টি পুজোর পুরনো ছবি দেখছেন। আমরা আপনাদের জাস্ট সাজেশান দিলাম, অবশ্যই দেখে নেবেন এই সেরা পুজো। এবছরের থিম দেখতে হলে আপনাদের এই ১০টি জায়গায় যেতেই হবে। আসন্ন উৎসবের শুভকামনা ও আন্তরিক অভিনন্দন রইলো আপনাদের জন্য।
মন্তব্য করুন