নভেম্বর মাস মানেই কলকাতার সিনেমা প্রেমীদের জন্য একটা বিশেষ সময়। কারণ প্রতি বছর এই সময়ে অনুষ্ঠিত হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নয় নয় করে এবার পঁচিশতম বর্ষে পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ৮ নভেম্বর থেকে শুরু হয়ে চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।
এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রজতজয়ন্তী বর্ষে বিশেষ নিবেদন হল থ্রিডি ছবির প্রদর্শন। আর এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি হল জার্মানি। তাই সেই দেশের একাধিক কালজয়ী ছবি দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে। প্রসঙ্গত, সত্যজিত রায়ের কালজয়ী সিনেমা গুপি গাইন বাঘা বাইন – এবার ৫০ বছর অতিক্রম করল। তাই বিখ্যাত এই ছবির স্রষ্টা এবং তাঁর সৃষ্টির প্রতি সম্মান জানাতেই এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয় এই ছবির হাত ধরেই।
উৎসবের সূচনার মুহূর্ত
- প্রসঙ্গত গত ৮ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে জাঁকজমক করেই পালিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন গোটা নক্ষত্রমন্ডলী।
- বিশেষ অতিথির তালিকায় ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান, সদ্য নির্বাচিত বিসিসিআউ প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজার, পরিচালক মহেশ ভাট।
- সেইসঙ্গে উপস্থিত ছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান্ডি ম্যাক ডাওয়েল, জার্মান চিত্র পরিচালক ভলকার শ্লনডর্ফ প্রমুখ।
- সেইসঙ্গে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢল নেমেছিল টলি তারকাদের। সাংসদ অভিনেত্রী মিমি ও নুসরাত জাহান থেকে শুরু করে দেব, পাশাপাশি এবারের চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী থেকে শুরু করে শুভশ্রী, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক সোহম, অঙ্কুশ, সৌরশেনী, পাওলি দাম, পরিচালক গৌতম ঘোষ, অরিন্দম শীল, সৃজিত মুখার্জ্জী, কৌশিক গাঙ্গুলি, সন্দীপ রায়, ছিলেন কলকাতার নগরপাল ফিরহাদ হাকিম-সহ আরও অনেকে।
- অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া।
- এবারের চলচ্চিত্র উৎসবে থালি গার্লের ভুমিকায় ছিলেন শ্রাবন্তী।
- পাশাপাশি দর্শকাসনেও সমাবেত হয়েছিলেন বহু অভিনেতা-অভিনেত্রী, নেতা-মন্ত্রী-সহ অসংখ্য সাধারণ মানুষ।
- এককথায় সেদিন সমস্ত নক্ষত্র যেন এক জায়গায় সমবেত হয়েছিলেন।
- অন্যান্যবারের মতো এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার কথা ছিল অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের। আমন্ত্রণপত্রে নামও ছাপা হয়ে তাঁদের নাম। কিন্তু শেষ মুহূর্তে শারীকির অসুস্থাতার জন্য আসতে পারেননি অমিতাভ বচ্চন।
- তবে স্টেজে রাখী গুলজারের সঙ্গে শাহরুখ খানের খুনশুটির মুহূর্তগুলিতে হাততালি আর চিৎকারে ফেটে পড়ছিল গোটা স্টেডিয়াম।
- শাহরুখ খানকে রাখী গুলজারের বাংলায় শেখানো ‘ও আমার দেশের মাটি তোমার ‘পরে ঠেকাই মাথা’।
- প্রসঙ্গত গৌতম হালদারের ছবি ‘নির্বাণ’-এর আন্তর্জাতিক প্রিমিয়ারের জন্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কিংবদন্তী শিল্পী রাখী গুলজার।
সিনেমার খুঁটিনাটি
প্রসঙ্গত, এবারের ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ২১৪টি ফিচার ফিল্ম দেখানো হবে। যার মধ্যে ১৫২ টি হল স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং ডক্যুমেন্টারি বা তথ্যচিত্র। পাশাপাশি এবারের চলচ্চিত্র উৎসবে মোট ৭৬টি দেশের ছবি স্থান করে নিয়েছে। যার মধ্যে ভুটান, সিরিয়া, উরুগুয়ে, আফগানিস্তান, লেবানন, মতো দেশের ছবিও রয়েছে। ছবির টিকিট পাবেন অনলাইনে বা প্রেক্ষাগৃহ থেকেও সংগ্রহ করতে পারেন।
কোন কোন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এই সব ছবি
তালিকায় রয়েছে নন্দন এক, নন্দন দুই, নন্দন তিন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, মিনার, বিজলি, প্রিয়া, নবীনা, অজন্তা, অবনী পিভিআর, আইনক্স সিটি সেন্টার ওয়ান, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ, নিউ এম্পায়ার, নেতাজী ইনডোর স্টেডিয়াম এবং চলচ্চিত্র শতবর্ষ ভবন।
যেসব ভারতীয় সিনেমা এবারের প্রতিযোগীতার তালিকায় রয়েছে
ক্রমিক সংখ্যা | ছবি | পরিচালক |
১ | ভেইলমারঙ্গল (ট্রিজ আন্ডার দ্য সান) | ডঃ বিজু |
২ | রান কল্যানি | গীতা জে |
৩ | মাই ঘাট: ক্রাইম নম্বর ১০৩/২০০৫ | অনন্ত মহাদেবন |
৪ | লিহাফ | রাহাত কাজমী |
৫ | গাঙ্গোডাকা (দ্য হোলি ওয়াটার) | শ্রীধর হেগড়ে |
৬ | কারুপ (ব্ল্যাক) | দিপেশ টি |
৭ | মুসো (দ্য মাউস) | দিপঙ্কর প্রকাশ |
৮ | আটলাস | বিকাশ কল্পনা দিবেদী |
৯ | নির্বান (নির্বানা: দ্য স্যালভেশন) | গৌতম হালদার |
১০ | ডুবুরি (দ্য সং অব ব্রেথ) | কৃষ্ণেন্দু দত্ত |
১১ | নেমপ্লেট | প্রীত |
১২ | ডার্ক লাইট | ময়ুর হরদাস |
১৩ | রামাই | বাল বার্গেল |
তথ্যসূত্র: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট
মন্তব্য করুন