কি! শিরোনাম শুনেই আঁতকে উঠলেন! ভাবুন তো, যে ফুচকার জলের কথা শুনলে আমাদের জিভে জল চলে আসে, সেই জলে কিনা মানুষের প্রস্রাব মেশানো হচ্ছে।
ঘটনাটা কি?
ঘটনাটি আসলে মহারাষ্ট্রের কোলাপুরের। সেখানে রানকলা লেক বলে একটি জায়গা আছে। ‘মুম্বই কি স্পেশাল পানিপুরিওয়ালা’ নামে একটি ঠেলায় ফুচকা বা পানিপুরি বিক্রি করতেন একজন। তাকেই হাতেনাতে ফুচকার জলে প্রস্রাব মেশাতে দেখা গেছে। আর অবিশ্বাস করারও জায়গা নেই। গোটা ঘটনাটি ক্যামেরা-বন্দি করা আছে আর এতক্ষণে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে।
নতুন নাকি!
কিন্তু এইরকম ঘটনা নতুন নয়। এর আগেও অনেক জায়গায় এরকম ক্রেতা ঠকানোর ঘটনা ঘটেছে। এই ২০১৭ সালেই চেতন নাঞ্জি মারবারি নামের এক পানিপুরি বিক্রেতা পানিপুরির মধ্যে টয়লেট ক্লিনার মেশান। ঘটনাটি মহারাষ্ট্রেরই। ছয় মাসের জেল হয় লোকটির। আবার এই মহারাষ্ট্রেই আরেক পানিপুরি বিক্রেতাকে পানিপুরি বিক্রি করার জন্য ব্যবহার করা বাসনে প্রস্রাব করতে দেখা যায়। আবার কখনও জোমাটোর খাবার সরবরাহকারীকে সেই খাবার খেয়ে নিতেও দেখা যায়।
তারপর কি হলঃ
এই ঘটনার পর ক্ষিপ্ত জনতা ওই স্টল ভেঙে দেয়। মহারাষ্ট্র নবনির্মাণ সেনাও প্রায় 300র ওপর পানিপুরি স্টল ভেঙে দেয়।
আমরা কি করবঃ
তাই সাবধান হতে হবে আমাদেরই। দেখে নিন কোন জায়গা থেকে খাচ্ছেন। যিনি দিচ্ছেন তিনি হাতে গ্লাভস পরেছেন কিনা দেখুন। সব খাবার ঢাকা আছে কিনা দেখে নিন। এই করোনার সময়ে এইটুকু না দেখলেই নয়।
মন্তব্য করুন