বাঙালী নায়িকা, তাও আবার বাংলাদেশের বাঙালী, খাওয়া-দাওয়ার প্রতি প্রেম থাকবে না এমনটা হতেই পারে না। তেমনই বঙ্গললনা জয়া আহসান। জিরো ফিগারের দৌড়ের ট্র্যাক থেকে শত হস্ত দূরে থেকেও কীভাবে নিজের সৌন্দর্য এবং ফিটনেস একইসঙ্গে বজায় রেখে চলেছেন, তা সত্যিই বিস্ময় জাগান তাঁর ফ্যানদের মনে।
বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় জয়া একটি ছবি দিয়েছিলেন, যেখানে দেখা গিয়েছে নিজের হাতে ভাত খাচ্ছেন জয়া আহসান। নায়িকা আর ভাত! এই যুগলবন্দি সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য না হলেও এটাই সত্যি।
খাদ্যরসিক জয়া আহসান
- একবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জয়া বলেছিলেন, ভাত খেতে তিনি খুবই ভালোবাসেন। বরং ঠিকমতো পেট ভরে ভাত না খেলেই বরং মাথা ঝিমঝিম করে নায়িকার।
- কর্মসূত্রে এপার-ওপার দুই বাংলার মানুষের কাছেই সমান জনপ্রিয় জয়া যখনই কলকাতায় আসেন শ্যুটিং করতে তথনই নাকি ব্রেকফাস্টে কচুরি, জিলাপি, ডিমসেদ্ধ অনায়াসেই গলাদ্ধকরন করেন! সেইসঙ্গে বেশি করে দুধ আর চিনি দিয়ে ঘন করে এক কাপ চা-ও কিন্তু নায়িকার খুবই পছন্দের।
- আরও জানলে অবাক হবেন, শ্যুটিং চলাকালে সেট-এ কখনওই আলাদা করে কোনও স্পেশাল খাবার খাওয়া পছন্দ করেন না জয়া। বরং সকলে যা খাবার খান, তিনিও তাই খেয়ে থাকেন।
- শুধু তাই নয়, যখনই কাজ নিয়ে মানসিক চাপ অনুভব করেন, তখনই পেট ভরে খাবার খান জয়া। বাংলার খাবারের পাশাপাশি মেক্সিকান, জাপানিজ এবং কোরিয়ান ক্যুইজিনও বিশেষভাবে পছন্দ করেন নায়িকা।
জয়ার ফিটনেস মন্ত্র!
কী ভাবছেন তো এত খাবার খেয়েও কী করে এমন সৌন্দর্য ধরে রেখেছেন জয়া। এক্ষেত্রে জয়ার একটাই মন্ত্র, আর তা হল নিয়মিত যোগাভ্যাস।
- শ্যুটিং না থাকলে জয়া প্রত্যেকদিন যোগ ব্যায়াম করেন। আর ব্যায়াম করলেই আসলে ভেতর থেকে সুন্দর থাকা যায় বলেই মনে করেন জয়া।
- যোগ ব্যায়ামই তাঁকে অনেকটা বেশি আত্মবিশ্বাসী করে তোলে। যোগা করার পর আয়নায় নিজেকে দেখলে এক অন্য জয়াকে আবিষ্কার করেন তিনি নিজেই।
- যোগ ব্যায়ামের পাশাপাশি ফ্রি-হ্যান্ড এক্সসারসাইজ এবং জিম করাও পছন্দ করেন জয়া। সেই সঙ্গে সমানতালে চলতে থাকে অ্যারোবিক্স।
- আর মাঝে মাঝে বাড়িতে প্রশিক্ষক ডেকে স্ট্রেচিং (বিশেষ এক ধরণের ব্যায়াম) করান।
- তবে হাঁটতেও কিন্তু খুবই ভালোবাসেন তিনি। বিদেশে বেড়াতে গেলে একা একাই অনেকটা পথ হেঁটে ফেলতে পারেন জয়া।
জয়া আহসানের বিউটি সিক্রেট
এ তো গেল ব্যায়াম বা জিম। কিন্তু এই উজ্বল ত্বকের রহস্য? জয়া মনে করেন যাঁরা নিয়মিত যোগাভ্যাস করেন তাঁদের চেহারায় একটা বাড়তি জেল্লা আসে।
- জানলে অবাক হবেন ফেস প্যাক বা ফেসিয়াল কোনওটাই পছন্দ করেন না নায়িকা।
- রাত্রিবেলা অবশ্য নাইট ক্রিম ব্যবহার করেন বটে, কিন্তু ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানই বেশি পছন্দ তাঁর।
- ত্বক ও চুলের যত্নে জয়ার বিশেষ পছন্দ নারকেল তেল।
- নায়িকা যখন, তখন নিজেকে প্রেজেন্টেবেল দেখানোর জন্য মেকআপ তো করতেই হবে। কিন্তু অতিরিক্ত মেকআপ করা একেবারেই পছন্দ করেন না জয়া।
- বরং হালকা মেকআপেই তাঁকে স্নিগ্ধ ও সুন্দর দেখায় বলে মনে করেন জয়া নিজেই। জয়া সবসময়ই চেষ্টা করেন যাতে কারেকশন মেকআপ করা যায়।
- সেক্ষেত্রে প্রথমে বেস ভালো করে অ্যাপ্লাই করার পর হালকা পাউডার লাগান।
- নিজের মেকআপ সর্বদা নিজেই নিজের প্রোডাক্টেই করতে পছন্দ করেন জয়া। তাই শ্যুটিং ফ্লোরেও নিজের মেকআপ সঙ্গেই ক্যারি করেন তিনি।
জয়া আহসানের মেকআপ টিপস আপনাদের জন্য
গত বছর ঈদের স্পেশাল মেকআপে জয়া শেয়ার করেছিলেন তাঁর মেকআপ টিপস। আপনাদের জন্য রইল সেই টিপস।
- প্রথমে ত্বকে ভালো করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে।
- এরপর নিজের স্কিন টোনের সঙ্গে মানানসই একটা ফাউন্ডেসন বেছে নিতে হবে এবং দেখতে হবে স্কিনের অরিজিনালিটি যেন বজায় থাকে।
- এরপর ব্যবহার করে নিতে হবে কমপ্যাক্ট। সারা মুখে এবং গলার অংশে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে।
- এরপর স্মোকি আইসের জন্য ওয়াইন (wine) এবং উড (wood)দুটি রঙ মিশিয়ে ভ্রুর নীচের অংশ ব্রাশ করে নিতে হবে।
- এরপর আইলিডে হালকা বেজ রঙের আই শ্যাডো ব্যবহার করে নিতে হবে।
- মোটা করে ভ্রু এঁকে নিন। এরপর লাগিয়ে নিন কাজল ও মাস্কারা, ব্লাশার।
- ডুয়েল টোনড শেডের লিপস্টিক লাগিয়ে নিতে হবে।
- সবশেষ কমপ্লিমেন্টারি হিসাবে লাগিয়ে নিতে হবে হাইলাইটার।
মন্তব্য করুন