আজকের ব্যস্ত জীবনে আপনাদের সবসময় খবর দেখার সময় হয়ে ওঠে না জানি। কিন্তু, আপনাকে তো চারিদিকে কি ঘটছে সেগুলোর খানিক খবর রাখতেই হবে একটু হলেও। তা সে খবর নাই বা হোক তত সিরিয়াস। তাই আজ হাজির হলাম আপনাদের সঙ্গে কিছু ইন্টারেস্টিং কথা শেয়ার করতে। কয়েকটা শুনে অবশ্য আমিও খানিক চমকে গিয়েছিলাম, আমার বিশ্বাস আপনারাও যাবেন। তাহলে, আর কথা বাড়াচ্ছি না, দেখেই নেওয়া যাক সরাসরি।
জল ও চায়ের কি মহিমা!!
আপনি রোজ জল বা চা খান জানি।কিন্তু, আপনি কি ভাবতে পারেন যে ষাট বছর ধরে আপনি শুধু জল ও চা খেয়ে থাকবেন আর সুস্থও থাকবেন? ভাবছেন তো কি সব বকছে! না মশাই, শুনুন তাহলে।
মধ্যপ্রদেশের এক গ্রামের পঁচাত্তর বছরের এক বৃদ্ধা, নাম সরস্বতী দেবী, যিনি শুধু জল ও চা খেয়েই বেঁচে আছেন। ওনার প্রথম ছেলে হওয়ার সময় উনি টাইফয়েডে আক্রান্ত হন আর তখন থেকেই উনি এই ডায়েট মেনে আসছেন, কোনো সলিড খাবার না খেয়ে উনি কিন্তু দিব্যি সুস্থ আছেন আর পরিবারকে নানান কাজে সাহায্য করেন। তা বলে আপনি যেন এইসব করতে যাবেন না! শুধু জলকে আন্ডার এস্টিমেট না করে জল খাওয়া শুরু করুন।
দীপাবলিতে ‘সিক্রেট সুপারস্টার’ দেখেই আসুন
এতদিনে হয়ত অনেকে ট্রেলার দেখেই নিয়েছেন আর প্ল্যান করেই ফেলেছেন এই সিনেমাটা দেখার জন্য। কিন্তু তাও, যে সব ব্যস্ত মানুষরা এখনও এ বিষয়ে কিছু জানেন না, তাদের জানাবার এই মহান দায়িত্ব আমরাই নিলাম।
আমির খানের নতুন সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’ এই দীপাবলিতে রিলিজ করছে। এখানে মি. পারফেকশনিস্টকে অন্য লুকে দেখতে পাবেন। তাছাড়া, এই সিনেমার মুখ্য আকর্ষণ আরেক জনও, ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিম। গল্পটা কিন্তু মেয়েটাকে নিয়েই। আর আমির খানের সিনেমা মানেই বক্স-অফিসে ঝড়। এটা কি জানেন, চীনে ‘দঙ্গল’ ২০০ কোটির ব্যবসা করেছিল। কি বলছেন? গল্পটা ছোট করে বলতে? আহা, গল্প তো বলব না, তার জন্য হল অবধি যেতে হবে। তাহলে, এই দীপাবলিতে প্ল্যানের লিস্টে খাওয়া, ঘোরা সবের সঙ্গে সিনেমা দেখার প্ল্যানটাও করেই ফেলুন।
পদ্মাবতী সিনেমার অন্দরে দেখা যাক
এই ডিসেম্বরেই রিলিজ করবে আমাদের বহু প্রতীক্ষিত সিনেমা ‘পদ্মাবতী’। তা আমরা তো রানী পদ্মিনী সম্বন্ধে খানিকটা জানিই। সিনেমাটা যে তাঁকে আর ওই সময়ের রাজনীতি নিয়ে, সেটাও জানি। কিন্তু, জানেন কি রানী পদ্মিনীর, থুড়ি, পদ্মিনীর ভূমিকায় দীপিকার গয়নার সম্বন্ধে কিছু? জানেন না তো?
এই সিনেমায় যে বিশাল ঐতিহাসিক ক্যানভাস তৈরি করা হয়েছে, তার সঙ্গে যেমন তেমন গয়না কিন্তু যায় না। চাই কিছু এলিগেন্ট লুক আর এই লুকই ‘তানিস্ক’ তৈরি করেছে প্রায় ৬০০ দিন ধরে। প্রায় ২০০ জন কারিগর কাজ করেছেন ও প্রতি গয়না বানাতে কমপক্ষে একসঙ্গে পাঁচজন কারিগর তো লেগেছেই। প্রায় ৪০০ কিলো মত সোনা লেগেছে এই গয়না বানাতে, ভাবুন খালি! শুধু এতেই ঘাবড়াবেন না। সব গয়না মিলে প্রায় কুড়ি কেজি মত ওজন হত যা দীপিকাকে পরতে হত। মোট দু’ঘন্টা ধরে সাজতেন দীপিকা।
আরও সিক্রেট আছে বন্ধুরা। শোনা যাচ্ছে, এই সিনেমায় একটা বিশেষ অংশে নাকি আমাদের প্রিয় ‘অ্যাশ’, মানে ঐশ্বর্য রাইকে দেখা যাবে। আমি তো সব মিলিয়ে বেশ আগ্রহী, জানি আপনারাও।
তাহলে বন্ধুরা, আজ এই তিনটে টপ খবর আপনাদের দিলাম। মাঝে মাঝে এইরকম আরও খবর আপনাদের দিতে থাকব। আপনারাও কিন্তু আমাদের জানাবেন কেমন লাগল। অপেক্ষায় রইলাম।
মন্তব্য করুন