বিভিন্ন সময়ে বিভিন্ন স্বাদের গল্প আমরা তার থেকে পেয়েছি। বিশেষ করে অ্যাডভেঞ্চার মূলক। এবার সেই অ্যাডভেঞ্চার আমরা দেখতে চলেছি ওয়েবের পর্দাতেও। করোনাকালে বড় পর্দা ছেড়ে ওয়েব জগতে পা রেখেছেন অনেকেই। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’। টিনএজের মনও জয় করেছিল নতুন ফেলুদা। এবার কমলেশ্বর কামাল দেখতে পাবো বলাই যায়।
‘মোহ মায়া’য় ভরা দুনিয়া
ওয়েব সিরিজের নাম নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এতক্ষণে, ‘মোহমায়া’। শুটিং তো বহুদিন আগেই শুরু হয়ে গেছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে ট্রিজার। আর ট্রিজার দেখেই বোঝা যাচ্ছে বেশ অন্যরকম অভিজ্ঞতা চলেছে দর্শকদের। ট্রিজার দেখেই গায়ে কাঁটা দেবার জোগাড়। যেমন আবহ সঙ্গীত, তেমন চিত্রনাট্য, তেমনই অভিনয়। আসলে বড় পর্দায় তার পরিচালনায় ‘চাঁদের পাহাড়ে’র মত যেসব অ্যাডভেঞ্চার মূলক ছবি দেখেছি এটা তার থেকে একদম আলাদা।
অভিনয়ে কারা
গোটা ট্রিজার জুড়ে স্বস্তিকা মুখোপাধ্যায়। তার চরিত্রের নাম অরুনা। অভিনয় করছেন মায়ের চরিত্রে। তিনি ছাড়াও প্রধান চরিত্রে রয়েছেন আরও দুজন। একজন জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। অন্যজন বিপুল পাত্র। অনন্যা চট্টোপাধ্যায়ও অভিনয় করছেন মায়ের চরিত্রে। তার চরিত্রের নাম মায়া। এবং বিপুল পাত্রের চরিত্রের নাম ঋষি।
রহস্যময় অতীত!
অতীতের মায়া ভবিষ্যতের মোহ এই নিয়েই ‘মোহ মায়া’। এক ছকভাঙা গল্প। ঋষির মা মারা গেছে। ঋষি তার এক বন্ধুর বাড়িতে এসে, বন্ধুর মাকে তার নিজের মায়ের মত লাগে। কিন্তু হঠাৎই গল্প মোড় নেয় একদম অন্যদিকে। সামনে আসে এক রহস্যে ভরা অতীত। কোনদিকে এগোবে এই মা ছেলের সম্পর্ক? এখন এইটুকুই থাক বাকিটা ২৬শে মার্চ হইচইএ।
প্রসঙ্গত সিরিজটির গল্প, চিত্রনাট্য, ডায়লগ সামেলেছেন সাহানা দত্ত। এটি অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়েরও প্রথম ওয়েব সিরিজ। এখন দেখা যাক অনন্যা ও স্বস্তিকার জুটি দর্শকদের কেমন লাগে।
মন্তব্য করুন